Ms dhoni, ipl 2024
MS Dhoni | Image: Getty Images

MS Dhoni: বেশ কিয়েকদিন আগেই ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন ক্যাপ্টেন কুল এমএস ধোনি (MS Dhoni)। এবার তারাই কিনা ধোনির বিরুদ্ধে করে ফেললো পাল্টা অভিযোগ। ধোনির নামে মানহানির মামলা করেছেন তার দুই ব্যবসায়িক সহযোগী। ১৮ জানুয়ারি দিল্লি হাই কোর্টে এই মামলার শুনানি হবে। মার্চ মাসের শেষেই শুরু হতে চলা আইপিএলের আগেই ঝামেলায় জড়ালেন ধোনি।

Read More: প্রাণ প্রতিষ্ঠার দিন রাম মন্দির যাচ্ছেন বিরাট কোহলি, BCCI থেকে পেলেন অনুমতি !!

ধোনির সঙ্গে বাটপারি করে বন্ধু দিবাকর

আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস ধোনির নামে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। যদিও, মহেন্দ্র সিং ধোনি এর আগে এই দম্পতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে ক্রিকেট একাডেমি খোলার জন্য যে চুক্তিপত্রের স্বাক্ষর হয়েছিল তার উপর স্ক্যাম করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগও এনেছেন ধোনি। এখন এই দম্পতি হাইকোর্টে দাবি করেছেন যে ধোনির সমস্ত অভিযোগ মিথ্যা।

ধোনির বিরুদ্ধে করলো মানহানির মামলা

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

মিহির এবং সৌম্যা জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তাদের মতে ধোনির আনা অভিযোগ আদতে সঠিক বা সত্য নয়, তার কারণেই সমাজ মাধ্যমে বেশ কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে এই দম্পতির। আর তারা এবার ধোনির বিরুদ্ধে নিলেন কঠিন সিদ্ধান্ত। জানা গিয়েছে, ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট অ্যাকাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। আইনজীবী দয়ানন্দ সিং আদালতে দাবী করেন যে ২০১৭ সালে অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সংস্থার সাথে চুক্তি হয়েছিলো ধোনির।

চুক্তি অনুসারে ধোনির (MS Dhoni) নামে দেশে ও বিদেশে অনেক ক্রিকেট অ্যাকাডেমি খোলার কথা থাকলেও পরে এই চুক্তি বাতিল করেন ধোনি। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ। তা সত্ত্বেও ধোনির নাম নিয়ে অ্যাকাডেমি ও স্পোর্টস কমপ্লেক্স খুলে চলেছে তারা। এমনকি ধোনিকে এর জন্য কোনো রকম অর্থাভাগ বা অনুমতিও চাওয়া হয়নি।

Read More: MS Dhoni: ধোনিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে আসরে যুবরাজ, পালন করবেন এই নতুন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *