WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) দ্বিতীয় মরসুমটি খেলা হচ্ছে ক্যারাভান মডেলে। প্রথম ১১টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাকি ১১টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। গতকাল শেষ হয়েছে টুর্নামেন্টের বেঙ্গালুরু পর্ব। ইউ পি ওয়ারিয়র্সকে ২৩ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে ‘হোম টিম’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (RCBW)। এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে ৩টি জয় সহ বেঙ্গালুরু জায়গা করে নিয়েছে লীগ টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২টি জয় ও ৩ হার-সহ ইউ পি ওয়ারিয়র্সের (UPW) স্থান হয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। গতকালের ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বেঙ্গালুরু জিতলেও বিতর্কহীন হলো না সেই জয়। চামারি আতাপাত্তুর আউট নিয়ে থাকছে প্রশ্ন। আবারও বিতর্কের কেন্দ্রে DRS।
Read More: IND vs ENG: সিরিজের মাঝপথে বুমরাহকে বিশ্রাম দেওয়ায় তেলেবেগুনে জ্বলে উঠলেন এই কিংবদন্তি, রাহুল-রোহিতকে নিলেন একহাত !!
DRS সিদ্ধান্ত নিয়ে হইচই ক্রিকেটমহলে-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCBW) ছুঁড়ে দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলো ইউ পি ওয়ারিয়র্স (UPW)। প্রথমেই কিরণ নভগিরেকে হারায় তারা। বড় রানের আশা ছিলো শ্রীলঙ্কান তারকা চামারি আতাপাত্তু’র (Chamari Athapaththu) থেকে। কিন্তু তিনিও ফেরেন মাত্র ৮ রান করে। অজি ক্রিকেটার জর্জিয়া ওয়্যারহ্যামের বলে লেগ বিফোর উইকেট হন তিনি। এই লেগবিফোরের সিদ্ধান্ত নিয়েই রয়েছে বিতর্ক। ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় ডেলিভারিটিতে জর্জিয়া ওয়্যারহ্যামকে (Georgia Wareham) স্যুইপ করতে গিয়েছিলেন চামারি আতাপাত্তু। বলের নাগাল পান নি তিনি। তা সরাসরি আছড়ে পড়ে শ্রীলঙ্কান ক্রিকেটারের প্যাডে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW) ক্রিকেটারদের আবেদনে সাড়া দেন নি মাঠের আম্পায়ার। তিনি নট-আউট ঘোষণা করেন।
আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হন নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। তিনি ডিআরএস ব্যবহারের সিদ্ধান্ত নেন। তৃতীয় আম্পায়ার রিপ্লেতে দেখেন যে ব্যাটে স্পর্শ করে নি বল। তা উইকেটের একেবারে সোজাসুজি পিচ হয়েছে এবং লাগত গিয়ে স্টাম্পেই। আউটের সিদ্ধান্ত দেন তিনি। প্রযুক্তির সাহায্য নিয়ে তৃতীয় আম্পায়ার আউট দিলেও তা বিশ্বাস হচ্ছে না ক্রিকেটমহলের। বিশেষজ্ঞরা বলছেন ওয়্যারহ্যামের বলটি আদতে ছিলো লেগস্পিন। তাকে নাকি ডিআরএসের সময় গুগলি হিসেবে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতেই বল উইকেটমুখী ছিলো বলে মনে হয়েছে। এই সিদ্ধান্ত কখনোই সঠিক নয়। আতাপাত্তু (Chamari Athapaththu) আউট হওয়ার পর মাঠেই অসন্তোষ দেখান ইউ পি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি’ও (Alyssa Healy)।
স্মৃতির ঝোড়ো ইনিংসে জয় বেঙ্গালুরু’র-

উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) বেঙ্গালুরু পর্বে অধিকাংশ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে টসজয়ী দলগুলি। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানানোর স্ট্র্যাটেজি কাজে এসেছে। কিন্তু একাদশতম ম্যাচে টস হেরেও দুই পয়েন্ট সঙ্গী করে মাঠ ছাড়লো রয়্য্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ইউ পি অধিনায়ক অ্যালিসা হিলি। শুরু থেকেই আগ্রাসী ছিলো বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানা ও সাব্বিনেনি মেঘনার ওপেনিং জুটিতে ওঠে ৫১ রান। তারপর মেঘনা ফেরার পর তিন নম্বরে মাঠে নেমে ঝড় তোলেন এলিস পেরীও (Ellyse Perry)। গতকাল ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে দুরন্ত ৮০ রানের ইনিংস খেলেন মন্ধনা। আদায় করে নেন অরেঞ্জ ক্যাপ। ৫৮ করেন এলিস পেরীও। ২০ ওভারে ১৯৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স।
রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করে নি ইউ পি ওয়রিয়র্স। কিরণ নভগিরে (Kiran Navgire) ১১ বলে ১৮ রান করে ফেরার পর খানিক ধাক্কা খায় তারা। এরপর দ্রুত সাজঘরে ফিরে যান চামারি আতাপাত্তু ও অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা গ্রেস হ্যারিস (Grace Harris)। রান পান নি শ্বেতা শেহরাওয়াত’ও। দীপ্তি শর্মাকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন হিলি (Alyssa Healy)। গতকাল তিনি ৫৫ রানের চমৎকার ইনিংস খেলেন। এরপর দীপ্তি’র (Deepti Sharma) ৩৩ ও পুনম খেমনারের (Poonam Khemnar) ৩১ রানের ইনিংস সত্ত্বেও বেঙ্গালুরুর ছুঁড়ে দেওয়া লক্ষ্যের থেকে খানিকটা দূরেই থামতে হয় ইউ পি’কে। ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান। ২৩ রানের ব্যবধানে হারতে হয় তাদের।