WPL 2024, RCBW vs UPW, Match-11: ইউ পি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুরন্ত জয় বেঙ্গালুরুর, প্লে-অফের আরও কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স !! 1

WPL 2024: চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) একাদশতম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউ পি ওয়ারিয়র্স (UPW)। টুর্নামেন্টের বেঙ্গালুরু পর্ব শেষ হলো আজই। জয় দিয়েই শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখলো ‘হোম টিম’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW)। গত মরসুমে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি স্মৃতি মন্ধানা, এলিস পেরী, রিচা ঘোষ’রা। চলতি মরসুমে পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফ পর্বের কাছাকাছি পৌঁছে গেলো তারা। ছয় পয়েন্ট সঙ্গী করে আপাতত তিন নম্বরে বেঙ্গালুরু। অন্যদিকে টসে জিতেও ম্যাচ জিততে পারলো না ইউ পি। পরাজয় ২৩ রানের ব্যবধানে। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় চার নম্বরে স্থান হলো তাদের।

Read More: IPL 2024: টুর্নামেন্ট শুরুর আগেই মাথায় বাজ ফ্যানদের, অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা MS ধোনির !!

দুরন্ত স্মৃতি, রানের পাহাড় গড়লো বেঙ্গালুরু-

Smriti Mandhana | WPL 2024 | Image: Getty Images
Smriti Mandhana | WPL 2024 | Image: Getty Images

টসে হেরে আজ প্রথমে ব্যাট করতে নামতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCBW)। ওপেনিং জুটিতে আজ বদল ঘটিয়েছিলো তারা। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সাথে সোফি ডিভাইন নয়, বরং মাঠে নেমেছিলেন সাব্বিনেনি মেঘনা। স্মৃতি-মেঘনা জুটি শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন আজ। ৫১ রানের জুটি গড়েন দুজনে। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে অঞ্জলী সর্বাণীর বলে মেঘনা ফেরায় প্রথম উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স (RCBW)। ২১ বলে ২৮ রান করেন তিনি। তিন নম্বরে আজ ব্যাট করতে নেমেছিলেন অস্ট্রেলীয় তারকা এলিস পেরী (Ellyse Perry)। স্মৃতির সাথে রানের উৎসবে যোগ দেন তিনিও। ৯৫ রানের জুটি গড়েন দুজনে। দিনকয়েক আগে বেঙ্গালুরু অধিনায়কের থেকে অরেঞ্জ ক্যাপ কেড়ে নিয়েছিলেন গ্রেস হ্যারিস। আজ তা পুনরুদ্ধার করলেন স্মৃতি। খেলেন ৫০ বলে ৮০ রানের অসাধারণ ইনিংস।

১৪৬ রানের মাথায় স্মৃতি মন্ধানা আউট হন। এরপর ইনিংস-কে টানার দায়িত্ব কাঁধে তুলে নেন এলিস পেরী ও রিচা ঘোষ (Richa Ghosh)। অজি অলরাউন্ডার ২০তম ওভারের প্রথম বলে ফিরলেন ৩৭ বলে ৫৮ রান করে। প্রথম ম্যাচে বড় রান করার পর বেশ কয়েকটি খেলায় শান্ত ছিলো বাংলার রিচা’র ব্যাট। আজ চিন্নাস্বামীতে মরসুমের শেষ খেলায় জ্বলে উঠলেন তিনি। মাত্র ১০ বলে ২১০ রানের ধুন্ধুমার ক্যামিও খেলেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ইনিংস শেষে রিচার সাথে অপরাজিত থাকেন সোফি ডিভাইন (Sophie Devine_। পাঁচে ব্যাট করতে নেমে ২* করেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় বেঙ্গালুরু। ইউ পি ওয়ারিয়র্সের হয়ে একটি করে উইকেট পেয়েছেন অঞ্জলী সর্বাণী, দীপ্তি শর্মা ও সোফি একলেস্টোন।

হিলি-দীপ্তির লড়াই সত্ত্বেও হারলো ইউ পি-

Alyssa Healy | WPL 2024 | Image: Getty Images
Alyssa Healy | WPL 2024 | Image: Getty Images

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো ইউ পি ওয়ারিয়র্স (UPW)। অ্যালিসা হিলি (Alyssa Healy) ও কিরণ নভগিরের জুটি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলো ইউ পি ইনিংসকে। দিনকয়েক আগে ঝোড়ো ইনিংস খেলে জাত চিনিয়েছেন কিরণ (Kiran Navgire)। আজও ছিলেন বিধ্বংসী মেজাজে। তবে বড় ইনিংস খেলার আগে তাঁকে রুখে দেন সোফি ডিভাইন। ১১ বলে ১৮ রান করে জর্জিয়া ওয়্যারহ্যামের হাতে ধরা পড়েন তিনি। এরপর সাময়িক ধাক্কার মুখে পড়তে হয় ওয়ারিয়র্সদের। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস (Grace Harris) সাজঘরে ফেরেন দ্রুত। জর্জিয়া ওয়্যারহ্যামের বলে আতাপাত্তু ৮ করে আউট হন ও গত ম্যাচে জয়ের নায়িকা গ্রেস হ্যারিস করেন মাত্র ৫ রান, তাঁকে ফেরান সোফি ডিভাইন (Sophie Devine)। ভারতীয় তরুণী শ্বেতা শেহরাওয়াত’ও আজ করেন মাত্র ১।

এক প্রান্তে উইকেট পড়লেন অন্যপ্রান্ত আগলে দলকে লড়াইতে টিকিয়ে রেখেছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। এতদিন উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) আসরে উল্লেখযোগ্য রান পান নি অস্ট্রেলীয় তারকা। আজ দুরন্ত ব্যাটিং করলেন তিনি। কাট, ফ্লিকের পাশাপাশি রিভার্স স্যুইপ মারতেও দেখা গেলো তাঁকে। করেন অর্ধশতক’ও। তবে ৩৮ বলে ৫৫ করে আউট হন তিনি। সোফি মোলিনের বলে হিলি’কে বিদ্যুৎ গতির স্টাম্পিং-এ সাজঘরে ফেরান রিচা ঘোষ (Richa Ghosh)। অধিনায়ক ফেরার পর দীপ্তি শর্মা ও পুনম খেমনারের ব্যাটে বেঁচে ছিলো ইউ পি ওয়ারিয়র্সের স্বপ্ন। কিন্তু বৈতরণী পার করাতে পারলেন না তাঁরা। ২২ বলে ৩৩ রান করে উইকেট খোয়ান দীপ্তি। এরপরেই আশার প্রদীপ নিভেছিলো ওয়ারিয়র্সদের। পুনম খেমনার (Poonam Khemnar) ২৪ বলে ৩১ রান করলেও জয় অধরাই থাকলো ইউ পি’র।

Also Read: WPL 2024: জয়ের হ্যাটট্রিক করলো দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টসকে ২৫ রানে হারিয়ে উঠলো লিগ শীর্ষে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *