"একদম সহ্যের বাইরে..." ধারাবাহিক ব্যর্থতায় IPL থেকে RCB কে বাদ দিতে তুমুল আন্দোলন !! 1

IPL 2024: সমাপ্তি ঘটলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল ২০২৪’এর ৩০তম ম্যাচ (RCB vs SRH)। এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলো গোটা ক্রিকেট বিশ্ব, খেলার প্রথম বল থেকে শেষ বল অব্দি ছিল থ্রিল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক ফফ ডু প্লেসিস (Faf Du Plesis)। প্রথমে ব্যাটিং করতে এসে অসাধারণ ব্যাটিং নমুনা দেখান অভিষেক শর্মা (Abhisekh Sharma) ও ট্রেভিস হেডের (Travis Head)। ১০৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ওপেনার।

২৫ রানে ম্যাচ জিতলো হায়দ্রাবাদ

Rcb vs srh, ipl 2024
RCB vs SRH | Image: Getty Images

দলের হয়ে ৪১ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ট্রেভিস হেড (Travis Head)। তার ইনিংস জুড়ে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা, পাশাপশি ওপেনার অভিষেক শর্মা ২২ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। তবে, অভিষেক আউট হতেই আজ ৩ নম্বরে ব্যাটিং করতে আসেন হেনরিখ ক্লাসেন। ৩১ বলে ৬৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ক্লাসেন, পাশপাশি ১৭ বলে ৩২ বানান এইডেন মার্করাম (Aiden Markram) ও মাত্র ১০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২৮৭ রানে পৌঁছে দেন আব্দুল সামাদ (Abdul Samad)।

এই রান তাড়া করতে এসে বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিল RCB। প্রথম থেকেই ক্যাপ্টেন ফফ ও বিরাট কোহলি (Virat Kohli) আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। ক্যাপ্টেন ফফ ২৮ বলে বানান ৬২ রান এবং ফিনিশার দীনেশ কার্তিক (Dinesh Karthik) ৩৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জন্য শেষ পর্যন্ত লড়াই চালান। ২০ ওভারে ২৬২ রানে শেষ হয় RCB’র ব্যাটিং। দলের এই বিশ্রী বোলিং প্রদর্শন দেখে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

আরও পড়ুন | IPL 2024: ওয়াংখেড়েতেও মাহি ম্যানিয়া, ‘ধোনি…ধোনি…’ গর্জনে কেঁপে উঠলো মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *