"গোবরের ভিতর পদ্মফুল..." ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং জসপ্রীত বুমরাহ !! 1

জমে উঠেছে আজকের আইপিএলের (IPL 2024) ২৫তম ম্যাচ। মহা ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (MI vs RCB)। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন MI দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তৃতীয় ওভারের তৃতীয় বলেই ৯ বলে ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনকি পাওয়ার প্লের ভিতরেই আইপিএল অভিষেক করা উইল জ্যাকস (Will Jacks) ৬ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং পাওয়ার প্লেতে কেবলমাত্র ৪৪ রান বানাতেই সক্ষম হয়।

১৯৬ রানে শেষ হলো RCB’র ব্যাটিং

MI vs RCB, IPL 2024
MI vs RCB | Image: Getty Images

জলদি দুই উইকেট হারানোর পর ৪৭ বলে ৮২ রানের পার্টনারশিপ গড়েন ডু প্লেসিস ও রজত পতিদার। অসাধারণ ৫০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় পতিদারকে। ব্যাটিং করতে এসে আবার এনার ফ্লপ হলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের হয়ে সর্বাধিক ৬১ রান বানিয়েছেন ক্যাপ্টেন ডু প্লেসিস। শেষের দিকে দীনেশ কার্তিকের ৫৩ রান বানিয়ে ১৯৬ রানে পৌঁছে দেয় দলকে। মুম্বইয়ের হয়ে ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), প্রথম ইনিংস শেষে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং জসপ্রীত বুমরাহ।

দেখেনিন টুইট

আরও পড়ুন | IPL 2024: ওয়াংখেড়েতে বল হাতে বিধ্বংসী বুমরাহ, প্রথমে ব্যাট করে বেঙ্গালুরুর সংগ্রহ ১৯৬ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *