WTC পয়েন্ট টেবিলে বড়সড় রদবদল, ইংল্যান্ডের জয়ে চাপে ভারত, সুবিধা পেয়ে গেলো পাকিস্তান !!

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ হওয়ার পরেই ফোকাস সরেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দিকে। আগামী বছর লর্ডসের মাঠে ২০২৩-২৫ টেস্ট সাইকেলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা। খেতাবী যুদ্ধে পা রাখার দৌড়ে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত বেশ কিছু হেভিওয়েট দেশ। এর আগের দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলে জিতেছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সাদাম্পটন […]

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship)-

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমেই সূচনা হয়েছিলো ব্যাট-বলের দ্বৈরথের। এরপর এক শতাব্দী ধরে ক্রিকেটের সর্বোত্তম ফর্ম্যাট হিসেবেই পরিগণিত হত পাঁচ দিনের এই লড়াই। তবে নতুন শতকের গোড়া থেকেই টেস্টের জনপ্রিয়তা কমতে থাকে ক্রমশ। পরিবর্তনে চাহিদা বাড়তে থাকে ওয়ান ডে, টি-২০’র মত দ্রুতগতির ফর্ম্যাটের। লাল বলের খেলার জনপ্রিয়তা ফেরাতে বদ্ধপরিকর আইসিসি দীর্ঘ পরিকল্পনার পর সূচনা করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ( ICC World Test Championship)। ২০১৯ সালের অ্যাসেজ দিয়ে এই নতুন টুর্নামেন্ট পথচলা শুরু করে। দুই বছর ধরে লীগ ফর্ম্যাটে টেস্ট র‍্যাঙ্কিং-এ প্রথম নয়ে থাকা দলগুলি একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামে। তারপর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা থাকা দুই শিবির একটি ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় একে অপরের।

প্রাথমিক ভাবে পয়েন্ট ভিত্তিক লীগ তালিকা প্রস্তুত হলেও বিভিন্ন দল একটি নির্দিষ্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Latest ICC world test championship) সাইকেলে বিভিন্ন সংখ্যক টেস্ট ম্যাচ খেলায় সঠিক মাণদণ্ড মিলছিলো না। সেই সমস্যা এড়াতে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে পার্সেন্টেজ পয়েন্ট ভিত্তিক র‍্যাঙ্কিং ব্যবস্থা আনা হয়। কোনো দলের খেলা মোট ম্যাচ থেকে তারা যত শতাংশ পয়েন্ট লাভ করেছে, তার নিরিখেই বর্তমানে তৈরি হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং তালিকা। আপাতত ২০১৯-২০২১ ও ২০২১-২৩ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC world test championship mens) চক্র সম্পূর্ণ হয়েছে। দুইবার ট্রফি জিতেছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুইবারই ফাইনাল থেকে খালি হাতে ফিরেছে ভারতীয় দল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সংক্রান্ত সাধারণ তথ্যাবলী (ICC WTC General Information in Bengali)-

সম্পূর্ণ নাম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
ডাকনাম WTC
স্থাপনা ২০১৯
নিয়ামক সংস্থা আইসিসি
সিইও জেফ অ্যালারডাইস
চেয়ারম্যান গ্রেগ বার্কলে
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (২০২১-২৩)
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @ICC-International Crickt Council
ইন্সটাগ্রাম- @icc
ট্যুইটার (X)- @ICC
ওয়েবসাইট – icc-cricket.com
মোট প্রাইজ মানি ২৯.৭৫ কোটি টাকা (৩.৬ মিলিয়ন মার্কিন ডলার)
স্পন্সর এমিরেটস, আরামকো, কোকোকোলা, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, ডিপি ওয়ার্ল্ড, ফ্যান ক্রেজ

 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাস (History of ICC WTC in Bengali)-

  • বহুদলীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা প্রথম প্রস্তাব করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্লাইভ লয়েড। যদিও ১৯৯৬ সালে তাঁর এই প্রস্তাব বিশেষ সাড়া ফেলে নি। পরবর্তীতে ২০০৯ সালে আইসিসি’র ভাবনায় ছিলো টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC world test championship tournament) কথা। তখন নিউজিল্যান্ড প্রাক্তনী মার্টিন ক্রো এই বিষয়ে বড় ভূমিকা নিয়েছিলেন।
  • দুবাইতে ২০১০ সালে এক বৈঠকে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়। প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়েছিলো ২০১৩ সালে বসবে প্রতিযোগিতার আসর। ফাইনাল হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে।
  • ২০১১ সালে অবশ্য আইসিসি ঘোষণা করে যে ২০১৭-এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব হবে না। অর্থনৈতিক জটিলতার কারণে ২০১৩-র টুর্নামেন্ট বাতিল হয়ে যায়। ২০১৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে সেই একই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ইংল্যান্ড ও ওয়েলসকে।
  • ২০১৭ সালেও টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সূচনা করা যায় নি। অক্টোবর মাসে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা জানায় নয়া ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ। টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ নয়টি দল নিজেদের মধ্যে দুই বছর ধরে লীগ ফর্ম্যাটে সিরিজ খেলার পর সবচেয়ে বেশী পয়েন্টে থাকা দুটি দলটি খেতাবী যুদ্ধে মুখোমুখি হবে একটি অন্তিম টেস্ট ম্যাচে। এই ম্যাচটিকেই ফাইনাল হিসেবে ধরা হবে।
  • ২০১৯ সালের অ্যাসেজ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সূচনা হয়।

এখনও অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফল (ICC WTC Results So Far)-

WTC সাইকেল    জয়ী বিজিত   ভেন্যু
২০১৯-২০২১ নিউজিল্যান্ড ভারত সাদাম্পটন
২০২১-২০২৩ অস্ট্রেলিয়া ভারত ওভাল
২০২৩-২০২৫* (চলছে) লর্ডস

২০২৩-২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা (Current ICC WTC Standings in Bengali)-

দেশ ম্যাচ জয় হার ড্র টাই পয়েন্ট পার্সেন্টেজ পয়েন্ট
ভারত ০৯ ০৬ ০২ ০১ ০০ ৭৪ ৬৮.৫১
অস্ট্রেলিয়া ১২ ০৮ ০৩ ০১ ০০ ৯০ ৬২.৫০
নিউজিল্যান্ড ০৬ ০৩ ০৩ ০০ ০০ ৩৬ ৫০.০০
শ্রীলঙ্কা ০৪ ০২ ০২ ০০ ০০ ২৪ ৫০.০০
পাকিস্তান ০৫ ০২ ০৩ ০০ ০০ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ০৪ ০১ ০২ ০১ ০০ ১৬ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ০৪ ০১ ০৩ ০০ ০০ ১২ ২৫.০০
বাংলাদেশ ০৪ ০১ ০৩ ০০ ০০ ১২ ২৫.০০
ইংল্যান্ড ১০ ০৩ ০৬ ০১ ০০ ২১ ১৭.৫০

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ড (ICC WTC Records In Bengali)-

  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অবধি এক ইনিংসে সবচেয়ে বেশী রান করার নজির রয়েছে নিউজিল্যান্ডের। তারা পাকিস্তানের বিরুদ্ধে তুলেছিলো ৬ উইকেটের বিনিময়ে ৬৫৯ রান।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখনও অবধি এক ইনিংসে সর্বনিম্ন রানের ইনিংসের নজির ভারতের। তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে অ্যাডিলেডের মাঠে ইনিংস শেষ করেছিলো ৯ উইকেটের বিনিময়ে ৩৬ রানে।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখনও অবধি সর্বোচ্চ ২৮টি টেস্ট জয়ের নজির রয়েছে টিম ইন্ডিয়ার। সর্বোচ্চ সংখ্যক পয়েন্টও পেয়েছে তারাই। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ২৭টি টেস্ট ম্যাচ জিতেছে।
  • দুইবার ফাইনাল খেললেও একবারও ট্রফি জিততে পারে নি ভারত। ২০২১-এর ফাইনালে তারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে। ২০২৩-এর ফাইনালে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের সেরা তারকারা (ICC WTC Stars’ Stats in Bengali)-

সেরা পাঁচ ব্যাটার-

নাম দেশ ম্যাচ মোট রান গড় শতক অর্ধশতক সর্বোচ্চ
জো রুট ইংল্যান্ড ৫২ ৪৩০৭ ৪৮.৯৪ ১৩ ১৭ ২২৮
মার্নাস লাবুশেন অস্ট্রেলিয়া ৪৫ ৩৯০৪ ৫২.০৫ ১১ ১৯ ২১৫
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ৪৫ ৩৪৮৬ ৫০.৫২ ০৯ ১৭ ২১১
বেন স্টোকস ইংল্যান্ড ৪৫ ২৯০৯ ৩৭.২৯ ০৭ ১৩ ১৭৬
উসমান খোয়াজা অস্ট্রেলিয়া ৩২ ২৬৮৬ ৪৯.৭৪ ০৭ ১২ ১৯৫*

সেরা পাঁচ বোলার-

নাম দেশ ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
নাথান লিয়ঁ অস্ট্রেলিয়া ৪৩ ১৮৭ ২৬.৭০ ১০ ৮/৬৪
প্যাট কামিন্স অস্ট্রেলিয়া ৪২ ১৭৫ ২২.৮১ ০৮ ৬/৯১
রবিচন্দ্রণ অশ্বিন ভারত ৩৫ ১৭৪ ২০.৪৩ ১০ ৭/৭১
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ৩৮ ১৪৭ ২৭.০৮ ০৩ ৬/৬৬
স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ৩৩ ১৩৪ ২৪.০৯ ০৩ ৬/৩১

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সংক্রান্ত প্রশ্নাবলী (ICC WTC FAQs)-

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা কবে হয়?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হয় ২০১৯ সালে।

সবচেয়ে বেশীবার কোন দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে?

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া একবার করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফলতম ব্যাটার কে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফলতম ব্যাটার জো রুট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফলতম বোলার কে?

এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফলতম বোলার নাথান লিয়ঁ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অবধি কোন দল সবচেয়ে বেশী ম্যাচ জিতেছে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অবধি ভারত সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিতেছে।