bcci-will-increase-ranji-trophy-salary

সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলো ইংল্যান্ড। ২৮ রানের ব্যবধানে পরাজিত করেছিলো স্বাগতিক ভারতকে। অপ্রত্যাশিত ধাক্কার পর ঘুরে দাঁড়াতে অবশ্য বেশী সময় নেয় নি টিম ইন্ডিয়া (Team India)। বিশাখাপত্তনমে জয় এসেছিলো সহজেই। এরপরে রাজকোটে ভারত জয় পায় রেকর্ড ৪৩৪ রানের ব্যবধানে। রাঁচীতে তৃতীয় টেস্টে জয় ‘মেন ইন ব্লু’র হাতের মুঠোয় এনে দেয় সিরিজ। পঞ্চম টেস্টের ফলাফলে সিরিজে বিশেষ প্রভাব পড়ার কথা ছিলো না ঠিকই তবে ধর্মশালাতেও দাপট বজায় রাখলো ভারত। কুলদীপ-অশ্বিনদের স্পিন আক্রমণের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করলো ইংল্যান্ড। মাত্র তিন দিনের মধ্যেই ইনিংস ও ৬৪ রানে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার (Rohit Sharma) দল।

বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। মহম্মদ শামি, বিরাট কোহলিদের মত তারকারা পাঁচ টেস্টেই খেলতে পারেন নি। কে এল রাহুল, শ্রেয়স আইয়াররা সরে দাঁড়িয়েছেন বা ছিটকে গিয়েছেন মাঝপথে। তা সত্ত্বেও জয় আটকায় নি টিম ইন্ডিয়ার (Team India)। তরুণ তুর্কিদের মাঠে নামিয়েই বাজিমাত করেছে দল। সরফরাজ খান (Sarfaraz Khan), ধ্রুব জুড়েল, দেবদত্ত পাডিক্কাল, আকাশ দীপদের (Akash Deep) মত একঝাঁক তরুণ প্রথমবার টেস্ট ম্যাচে মাঠে নামলেন। নজর কেড়েছেন প্রত্যেকেই। এছাড়াও যশস্বী জয়সওয়াল, শুভমান গিলেরাও বুঝিয়েছেন আগামী দিনে টিম ইন্ডিয়ার দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত তাঁরা। ৪-১ ব্যবধানে এই জয় একদিকে যেমন ভারতকে একঝাঁক ভবিষ্যতের তারকা উপহার দিলো, তেমনই এক ধাপ এগিয়ে দিলো ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে।

Read More: IND vs ENG, 5th Test, Stats Review: ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ৬৪ রানে জিতলো টিম ইন্ডিয়া, দেখে নেওয়া যাকি ম্যাচ ঘিরে কিছু পরিসংখ্যান ও রেকর্ড !

পয়েন্ট তালিকার মগডালে ভারত-

Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

২০১৯-২১ ও ২০২১-২৩ গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সাইকেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। যদিও কোনোবারই খেতাব জেতার স্বপ্ন পূরণ হয় নি। ২০২১-এ সাউদাম্পটনের মাঠে হারতে হয়েছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেনিংটন ওভালে জুটেছিলো পরাজয়। গত দুই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয়বারে সাফল্যের শৃঙ্গ আরোহনই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে টেস্ট হেরে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে যেতে হয়েছিলো তাদের। পাশাপাশি স্লো ওভার রেটের জন্য আরও দুই পয়েন্ট কাটা যাওয়ার পর স্থান হয় ষষ্ঠ স্থানে। পরে কেপ টাউনে টেস্ট জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ফিরে পেয়েছিলো দল। যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদের হার তাদের ফের নামিয়ে দিয়েছিলো পাঁচ নম্বরে।

এরপর ভাগ্য ফেরে টিম ইন্ডিয়া’র (Team India)। বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচীর জয় পয়েন্ট তালিকায় উপরের দিকে ঠেকে দিয়েছিলো ভারতকে। পক্ষান্তরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের পরাজয় বাড়তি সাহায্য করে রোহিত শর্মা’র দল’কে। কিউইদের সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে তারা। ধর্মশালার জয় লীগ শীর্ষে ভারতের অবস্থান আরও পোক্ত করলো। ৯ টেস্ট ম্যাচে ৬ জয় ২ হার ও ১ ড্র-সহ ভারতের পার্সেন্টেজ পয়েন্ট বর্তমানে ৬৮.৫১। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হার-সহ তাদের পার্সেন্টেজ পয়েন্ট এখন ৬০। কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। ১১ ম্যাচে ৭ জয় ৩ হার ও ১ ড্র-সহ তাদের সংগ্রহ ৫৯ পার্সেন্টেজ পয়েন্ট। ক্রাইস্টচার্চে কিউইদের হারাতে পারলে দ্বিতীয় স্থান দখল করতে পারে অজিরা।

পাঁচে পাকিস্তান, হেরে তলানিতে ইংল্যান্ড-

England Cricket Team | Image: Getty Images
England Cricket Team | Image: Getty Images

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে এই তিন দেশ। এরপর চারে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ড্র রেখেছিলো তারা। শাকিব-মুশফিকদের পার্সেন্টেজ পয়েন্ট আপাতত ৫০। তাদের পরেই রয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ হোয়াইটওয়াশ হয়েছেন বাবর আজমরা (Babar Azam)। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার তাদের। পার্সেন্টেজ পয়েন্ট ৩৬.৬৭। ভারতের বিরুদ্ধে ড্র ও গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২টি টেস্টে হেরেছে তারা। ৫ ম্যাচের পর তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৩৩.৩৩। ছয় নম্বরে রয়েছে ক্যারিবিয়ানরা।

সাতে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে কেপ টাউনের হার ও এরপর অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ পরাজয় প্রোটিয়াদের নামিয়ে দিয়েছে সপ্তম স্থানে। তাদের পার্সেন্টেজ পয়েন্ট ২৫.০০। ৪টি ম্যাচ খেলে জয় ১টিতে। হার বাকি ৩ ম্যাচে। ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum), বেন স্টোকসদের বাজবল এক নতুন ধারার সূচনা করেছে টেস্ট ক্রিকেটে। দ্রুত গতির এই ‘বাজবল’-কে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ বলছেন অনেকে। কিন্তু আপাতত সাফল্য কিন্তু অধরাই ইংল্যান্ডের। অ্যাসেজে আশানুরূপ পারফর্ম্যান্স আসে নি। এরপর টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়তে হয়েছে। আপাতত তাদের পার্সেন্টেজ পয়েন্ট মাত্র ১৭.৫০। ১০ ম্যাচে জয় কেবল ৩টিতে। হার ৬ ম্যাচে। ড্র একটি। তারা রয়েছে আট নম্বরে। সবার নীচে রয়েছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে একটিও জেতে নি তারা। পার্সেন্টেজ পয়েন্ট আপাতত ০।

এক নজর বর্তমান WTC পয়েন্ট তালিকা-

Updated WTC Points Table | Team India | Image: Twitter
Updated WTC Points Table | Image: Twitter

Also Read: IND vs ENG: “আমি আর রোহিত প্রথম একাদশ বাছি….”, ইশান-শ্রেয়াসের ক্রিকেট ভবিষ্যত নিয়ে বড় খোলসা দ্রাবিড়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *