ind-vs-eng-wtc-final-uncertain-for-ind

IND vs ENG: নতুন বছরের শুরুটা ভালোই করেছিলো ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে টেস্ট ম্যাচে হারিয়েছিলো কেপ টাউনের মাঠে। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজেও এসেছিলো জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND vs ENG) সেই সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখা সম্ভব হলো না টিম ইন্ডিয়ার পক্ষে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মা (Rohit Sharma), রবীন্দ্র জাদেজারা। ভারত হারলো ২৮ রানের ব্যবধানে। দেশের মাটিতে ‘ফেভারিট’ হিসেবেই শুরু করেছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু ইংল্যান্ডের আগ্রাসী ‘বাজবল’ স্ট্র্যাটেজির সামনে শেষমেশ নতজানু হতেই হল তাদের। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে গিয়ে চাপের মুখে টিম ইন্ডিয়া (Team India)।

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সফরকারী দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুরুটা ধুন্ধুমার করলেও ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৬ রানে। জবাবে ৪৩৬ রান তোলে টিম ইন্ডিয়া। লিড পায় ১৯০ রানের। ম্যাচের তৃতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন অলি পোপ (Ollie Pope)। তাঁর অসামান্য ১৯৬ রানের ইনিংস ইংল্যান্ড’কে পৌঁছে দেয় ৪২০ রানে। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিলো ২৩১। চতুর্থ ইনিংসে বল হাতে ঘাতক হয়ে ওঠেন নবাগত টম হার্টলি (Tom Hartley)। মাত্র ৬২ রানের বিনিময়ে ৭ উইকেট নেন তিনি। ২০২ রানের মাথায় মহম্মদ সিরাজ ফিরতেই শেষ হয় ভারতীয় ইনিংস। এই প্রথম হায়দ্রাবাদে টেস্ট হারলো ভারত। ১০০ রানের বেশী লিড নিয়েও হারের নজিরও এই প্রথম। একই সঙ্গে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) খেলার স্বপ্নও আপাতত বিশ বাঁও জলে।

Read More: IND vs ENG, 1st Test, Stats Review: ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের, দেখে নিন এই ম্যাচে তৈরি হওয়া বেশ কিছু রেকর্ড !!

টেস্টে হেরে WTC স্বপ্ন চুরমার ভারতের-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

২০১৯-২১ ও ২০২১-২৩ গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সাইকেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। যদিও কোনোবারই খেতাব জেতার স্বপ্ন পূরণ হয় নি। ২০২১-এ সাউদাম্পটনের মাঠে হারতে হয়েছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেনিংটন ওভালে জুটেছিলো পরাজয়। গত দুই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয়বারে সাফল্যের শৃঙ্গ আরোহনই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু আপাতত খানিক বেকায়দাতেই রয়েছে তারা। গত বছরে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ২০২৩-২৫ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের দৌড় শুরু করেছে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি জয় ও একটি ড্র জুটেছে ভারতের ভাগ্যে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পরাজয়ের সংখ্যা ১-১। ইংল্যান্ডের বিপক্ষে ০-১ পিছিয়ে পড়ায় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বপ্ন ক্রমে দূরে সরছে তাদের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে হার ও স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ায় ছয় নম্বরে নেমে গিয়েছিলো ভারত। কেপ টাউনে জিতে প্রত্যাবর্তন ঘটিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ ফিরেছিলো দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে হার ফের পঞ্চম স্থানে নামিয়ে দিলো তাদের। আপাতত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪৩.৩৩ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ভারত। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতেছে তারা, হেরেছে দুটি। অমীমাংসিত একটি ম্যাচ। পক্ষান্তরে গতকাল গাব্বার মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরেও শীর্ষে অস্ট্রেলিয়া। ৬টি জয় ৩টি হার ও ১টি ড্র-সহ তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৫৫। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড রয়েছে অষ্টম স্থানে।

দেখে নিন সম্পূর্ণ WTC পয়েন্ট তালিকা-

WTC 2023-25 Table | Image: Twitter
WTC 2023-25 Table | Image: Twitter

ফাইনালে মুখোমুখি হতে পারে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-

Australia Test Team | Image: Getty Images
Australia Test Team | Image: Getty Images

এখনও অবধি যা গতিপ্রকৃতি, তাতে ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল জয়ী অস্ট্রেলিয়া ৫৫ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইবেন প্যাট কামিন্সরা। অন্যদিকে ৫০ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ম্যাচ খেলে একটিতে জিতেছে তারা, হার অন্যটিতে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে তাদের। কিউইরা আপাতত রয়েছে তালিকার তৃতীয় স্থানে। যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জিততে পারেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson), সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রান-তাসমান প্রতিদ্বন্দ্বিতা দেখার সম্ভাবনা থাকছে।

এখনও অবধি দুটি টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল আয়োজিত হয়েছে। দুইবারই খেলা হয়েছে ইংল্যান্ডের মাটিতে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি সম্প্রতি জানিয়েছে ২০২৫ ও ২০২৭ ফাইনাল’ও ইংল্যান্ডেই আয়োজিত হবে। ২০২৫-এর ফাইনালে দেখা যেতে পারে ইংল্যান্ডকেও। ভারতকে ইতিমধ্যেই হায়দ্রাবাদে হারিয়েছে তারা। বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচী বা ধর্মশালার বাকি টেস্টগুলিতেও যদি সাফল্য পান জো রুট’রা (Joe Root), তখন অষ্টম স্থান থেকে বড় লাফ দিয়ে উপরের দিকে উঠে আসতে পারেন তাঁরা। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের  (WTC) ফাইনালে ‘মিনি অ্যাসেজ’-এর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Also Read: IND vs ENG: হায়দ্রাবাদে লজ্জার হার ভারতের, এই তিন কারণেই বাজবলের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *