২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) দিল্লী ডেয়ারডেভিলসের (DD) জার্সি গায়ে মাঠে নেমেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এর পরের সতেরো মরসুমে তাঁকে দেখা গিয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগে। কখনও দিল্লী (DC), কখনও গুজরাত লায়ন্স, পাঞ্জাব কিংস (PBKS), কখনও কলকাতা নাইট রাইডার্সের (KKR) মত দলের জার্সি গায়ে চাপিয়েছেন। নাইটদের হয়ে অধিনায়কত্ব অবধি করেছেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে […]
দীনেশ কার্তিক (Dinesh Karthik)
দীনেশ কার্তিক (Dinesh Karthik)
ভারতের উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে অন্যতম সেরাদের তালিকায় উপরের দিকেই নাম থাকবে দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন তিনি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে জন্মগ্রহণ করেন দীনেশ। তাঁর পিতার নাম কৃষ্ণকুমার (Krishnakumar) ও মা পদ্মা। (Dinesh Karthik Family Information) কার্তিকের ছেলেবেলার দুটি বছর কেটেছে কুয়েতে। (Dinesh Karthik Childhood) তাঁর পিতাও প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। পুত্রকেও ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। সেই কারণে শৈশবকাল থেকেই দীনেশকে তালিম দিয়েছেন কৃষ্ণকুমার। প্রথমে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে যাত্রা শুরু করলেও পরে তামিলনাড়ু যুব দলে উইকেটরক্ষক হিসেবে নিজের দক্ষতায় শান দেন তিনি।
১৯৯৯ সালে অনুর্দ্ধ-১৪ ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে অভিষেক হয় দীনেশ কার্তিকের। সিনিয়র রাজ্য দলের জার্সি গায়ে চাপাতেও দেরী হয় নি তাঁর। ২০০২ সালে অভিষেক হয় তামিলনাড়ুর হয়ে। বছর দুয়েকের মধ্যে খেলে ফেলেন ভারতীয় দলের হয়েও। (Dinesh Karthik Debut) ঘরোয়া ক্রিকেটে যেমন উল্কার গতিতে উত্থান হয়েছিলো কার্তিকের, আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য তেমনটা হয় নি। সুযোগ মিললেও ধারাবাহিকতা দেখাতে পারেন নি তিনি। ফলত বাদ পড়তে হয়। গত দশকের অধিকাংশ সময়েই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ছায়ায় ঢাকা পড়েছিলেন কার্তিক। কিন্তু তা সত্ত্বেও বারবার দলে ফিরে ক্রিকেটের প্রতি নিজের নিষ্ঠার প্রমাণ দিয়েছেন তিনি। প্রথম স্ত্রী’র সাথে বিচ্ছেদের পর বর্তমানে স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালকে বিবাহ করেছেন তিনি।
Dinesh Karthik Biography in Bengali-
সম্পূর্ণ নাম | কৃষ্ণকুমার দীনেশ কার্তিক |
ডাকনাম | ডিকে |
জন্মস্থান | চেন্নাই, তামিলনাড়ু |
জন্মতারিখ | ১ জুন, ১৯৮৫ |
উচ্চতা | ৫ ফিট ৭ ইঞ্চি (১৭০ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | ভারত |
আইপিএল দল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
জার্সি নম্বর | ২১, ১৯ |
ব্যাটিং-এর ধরণ | ডান হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | ডান হাতি অফব্রেক |
ক্রিকেটীয় ভূমিকা | উইকেটরক্ষক-ব্যাটার |
স্ত্রী-র নাম | দীপিকা পাল্লিকাল |
সন্তানের নাম | কবীর কার্তিক ও জিয়ান কার্তিক |
রাশিচিহ্ন | মিথুন |
শখ | সুডোকু, সাঁতার, বই পড়া, ভ্রমণ |
পঠনপাঠন | ডন বস্কো স্কুল, চেন্নাই, সেন্ট বিড’স অ্যাংলো ইন্ডিয়ান হাই স্কুল, চেন্নাই ইন্ডিয়ান পাবলিক স্কুল, কুয়েত |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @dk00019 |
ফেসবুক প্রোফাইল | @dineshdkkarthik |
ট্যুইটার (X) হ্যান্ডেল | @DineshKarthik |
Dinesh Karthik Debut in International Cricket-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | ০৩/১১/২০০৪ | অস্ট্রেলিয়া | মুম্বই |
ওয়ান ডে | ০৫/০৯/২০০৪ | ইংল্যান্ড | লন্ডন |
টি-২০ | ০১/১২/২০০৬ | দক্ষিণ আফ্রিকা | জোহানেসবার্গ |
Dinesh Karthik Career Stats in Bengali-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক |
Test | ২৬ | ১০২৫ | ১২৯ | ২৫.০০ | ৪৯.২৭ | ০১ | ০৭ |
ODI | ৯৪ | ১৭৫২ | ৭৯ | ৩০.২০ | ৭৩.২৪ | ০০ | ০৯ |
T20i | ৬০ | ৬৮৬ | ৫৫ | ২৬.৩৮ | ১৪২.৬১ | ০০ | ০১ |
IPL | ১৪৯ | ৪৭৪২ | ৯৭* | ২৬.৬৪ | ১৩৪.৯৮ | ০০ | ২২ |
FC | ১৬৭ | ৯৬২০ | ২১৩ | ৪০.৯৩ | ৫৮.৬৮ | ২৮ | ৪৩ |
List-A | ২৬০ | ৭৬০৩ | ১৫৪* | ৪০.০১ | ৯২.৩৪ | ১২ | ৪১ |
T20 | ৩৯৩ | ৭৩০৭ | ৯৭* | ২৭.৩৬ | ১৩৬.৭৩ | ০০ | ৩৪ |
যে দলগুলির হয়ে খেলেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik Teams)-
ভারত, ভারত-এ, তামিলনাড়ু, গুজরাত লায়ন্স, আবাহনী লিমিটেড, ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশ, অ্যালবার্ট টুটি প্যাট্রিয়টস, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লী ডেয়ারডেভিলস, দক্ষিণাঞ্চল, ভারত ব্লু, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, আইড্রিম কারাইকুডি কালাই, ভারত অনুর্দ্ধ-১৯, আইসিসি বিশ্ব একাদশ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দীনেশ কার্তিকের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Dinesh Karthik Records in Bengali)-
- প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ম্যাচের সেরার পুরষ্কার জিতেছিলেন দীনেশ কার্তিক। (২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে)
- এক থেকে সাত নম্বরের মধ্যে সবকটি পজিশনে ব্যাটিং করেছেন তিনি। (Dinesh Karthik Achievements)
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার শূন্য রানে আউট হওয়ার আগে ৪১টি ইনিংস খেলেছিলেন কার্তিক।
- আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শূন্য করার নজির রয়েছে কার্তিকের। গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা’র সাথে সর্বোচ্চ ১৭টি শূন্য করার নজির ভাগ করে নিচ্ছেন তিনি।
- ভারতের হয়ে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন দীনেশ কার্তিক। দেশের জার্সিতে ২০১০ ও ২০১৮-র এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
যে সকল বিতর্কে জড়িয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik Controversies in Bengali)-
- ২০০৭ সালে দীর্ঘদিনের বান্ধবী নিকিতা বাঞ্জারাকে বিবাহ করেছিলেন দীনেশ কার্তিক। যদিও সেই বিয়ে টেকে নি। দীনেশের রাজ্য ও জাতীয় দলের সতীর্থ মুরলী বিজয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নিকিতা। বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন কার্তিক। পরে ২০১৫ সালে ভারতীয় স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকাল’কে বিবাহ করেন তিনি।
- ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা কুড়িয়েছেন দীনেশ কার্তিক। কিন্তু মাইক হাতে তাঁর একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিলো। মহিলাদের অপমান করেছেন কার্তিক, উঠেছিলো অভিযোগ। তাই জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি।
Dinesh Karthik Net Worth-
- আইপিএল ২০২৪- ৫ কোটি ৫০ লক্ষ টাকা
- নেট ওয়ার্থ- ৯৫ কোটি টাকা
Dinesh Karthik Car Collection-
ব্র্যান্ড | মূল্য (ভারতীয় টাকায়) |
পর্শ কেম্যান এস | ১.২০ কোটি |
পর্শ ৯১১ টার্বো এস | ৩.৩৫ কোটি |
বি এম ডব্লু | ১ কোটি |
রেঞ্জ রোভার | ১ কোটি |
Dinesh Karthik Brand Endorsements-
- গিজমোর
- রেয়ারিও
- ঝাণ্ডু বাম
- খাদিম ইন্ডিয়া লিমিটেড
- ভিনাস
- ব্ল্যাকবেরি
দীনেশ কার্তিক সম্পর্কীত প্রশ্নাবলী (Dinesh Karthik FAQs)-
দীনেশ কার্তিকের পছন্দের ব্যাটার শচীন তেন্ডুলকর। পছন্দের বোলার রবিচন্দ্রণ অশ্বিন।
দীনেশ কার্তিকের পছন্দের ক্রীড়াবিদ রজার ফেডেরার।
দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে থাকেন।
২০০৮ সালে নিগার খানের সাথে দীনেশ কার্তিক ‘এক খিলাড়ি এক হাসিনা’ টেলিভিশন রিয়্যালিটি শো’তে অংশ নিয়েছিলেন।
২০০৭ সালে নিকিতা বাঞ্জারাকে বিবাহ করেন কার্তিক। ২০১২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে ভারতীয় স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালকে বিবাহ করেন তিনি।