জাতীয় দল থেকে নাম কাটা যাচ্ছে ঋষভ পন্থের, গুরু ‘গম্ভীরের’ নজরে এই ৩ বিকল্প !!

দীর্ঘ টালবাহানার পর অবশেষে গত ৯ জুলাই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই। ভারতের নতুন কোচ হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাহুল দ্রাবিড় যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর আর থাকছেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিলো। প্রাথমিক […]

ধ্রুব জুড়েল (Dhruv Jurel)-

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকাদের তালিকায় রয়েছেন ধ্রুব জুড়েল। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে নজর কেড়েছেন তিনি। ২০০১ সালের ২১ জানুয়ারি উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম ধ্রুব জুড়েলের। তাঁর বাবা নিম সিং জুড়েল ভারতীয় সেনার হাবিলদার পদে ছিলেন। কার্গিলের যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। মা রজনী জুড়েল গৃহবধূ। ধ্রুবের সহোদরার নাম নীরু জুড়েল (Dhruv Jurel Family Infoirmation)। বিদ্যালয়েই এক সামার ক্যাম্পে ক্রিকেটে হাতেখড়ি তাঁর। স্কুল ক্রিকেটে মাত্র ২১ বলে শতরান করে নজর কেড়েছিলেন ধ্রুব জুড়েল। পরবর্তীতে পরবেন্দ্র যাদব, অভয় সিং-দের মত কোচের তত্ত্বাবধানে নিজের ক্রিকেটশিক্ষা সম্পন্ন করেছেন তিনি। বিদ্যালয়ের পাঠ সমাপ্ত হওয়ার পর উচ্চশিক্ষায় আর যান নি তিনি। মন দিয়েছেন কেবলই ক্রিকেটে।

২০২০ সালে অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ধ্রুব। ঘরোয়া ক্রিকেটে অভিষেকের জন্য এরপর আর বেশীদিন অপেক্ষা করতে হয় নি ধ্রুব’কে। ২০২১ সালের জানুয়ারি মাসে কর্ণাটকের আলুরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে প্রথমবার রাজ্য দলের হয়ে টি-২০ ক্রিকেটে মাঠে নামেন তিনি। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ আসে ২০২২-এর ফেব্রুয়ারি মাসে। সুলতানপুরের মাঠে বিদর্ভের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। লিস্ট-এ ক্রিকেটে পথচলা শুরু করার জন্য ২০২৩ অবধি অপেক্ষা করতে হয়েছিলো ধ্রুব’কে। কলম্বোর মাঠে এমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত-এ’র জার্সিতে প্রথমবার খেলেন ৫০ ওভারের ফর্ম্যাটে (Dhruv Jurel Debut)।

বাংলায় ধ্রুব জুড়েলের বায়োগ্রাফি (Dhruv Jurel Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ধ্রুব চাঁদ জুড়েল
ডাকনাম
জন্মস্থান আগ্রা, উত্তরপ্রদেশ
জন্মতারিখ ২১ জানুয়ারি ২০০১
উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি (১৭৩ সেমি)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল রাজস্থান রয়্যালস
জার্সি নম্বর ১৬
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি মিডিয়াম পেস
ক্রিকেটীয় ভূমিকা উইকেটরক্ষক-ব্যাটার
স্ত্রী/ বান্ধবী -র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন কুম্ভ
শখ
পঠনপাঠন আর্মি পাবলিক স্কুল
ইন্সটাগ্রাম প্রোফাইল @dhruvjurel
ফেসবুক প্রোফাইল @dhruvjurel21
ট্যুইটার (X) হ্যান্ডেল @dhruvjurel21

ধ্রুব জুড়েলের আন্তর্জাতিক অভিষেক (Dhruv Jurel International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১৫/০২/২০২৪ ইংল্যান্ড রাজকোট
ওয়ান ডে
টি-২০

ধ্রুব জুড়েল কেরিয়ার পরিসংখ্যান (Dhruv Jurel Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক
Test ০৩ ১৯০ ৯০ ৬৩.৩৩ ৫৩.৬৭ ০০ ০১
ODI
T20i
IPL ২১ ২০২ ৩৪* ১৮.৩৬ ১৫৫.৩৮ ০০ ০০
FC ১৮ ৯৮০ ২৪৯ ৪৯.০০ ৫৬.০৩ ০১ ০৬
List-A ১০ ১৮৯ ৭৭ ৪৭.২৫ ৯২.১৯ ০০ ০২
T20 ৩১ ২৯৪ ৩৪* ১৮.৩৭ ১৩৩.৬৩ ০০ ০০

যে দলগুলির হয়ে খেলেছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel Teams)-

ভারত, ভারত-এ অনুর্দ্ধ-১৯, অবশিষ্ট ভারত, উত্তরপ্রদেশ, রাজস্থান রয়্যালস

ধ্রুব জুড়েল রেকর্ড ও কৃতিত্বসমূহ (Dhruv Jurel Records in Bengali)-

  • স্কুল ক্রিকেটে একটি ম্যাচে ২১ বলে শতরান করে সাড়া ফেলে দিয়েছিলেন ধ্রুব জুড়েল।
  • আইপিএলের অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ১৫ বলে ৩২ রান করেন তিনি।
  • রঞ্জি ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৪৯ রানের ইনিংস খেলেছেন ধ্রুব জুড়েল। (Dhruv Jurel Achievements)
  • ৩১২তম ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ধ্রুব জুড়েল।

ধ্রুব জুড়েল নেট ওয়ার্থ (Dhruv Jurel Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ২০ লক্ষ টাকা
  • ভারতীয় ক্রিকেট বোর্ড গ্রেড C চুক্তি- ১ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৮ কোটি ৩০ লক্ষ টাকা (আনুমানিক)

ধ্রুব জুড়েলের গ্যারেজে রয়েছে যে গাড়িগুলি (Dhruv Jurel Car Collection)-

ধ্রুব জুড়েলের গ্যারাজে রয়েছে মরিস গ্যারাজ কোম্পানির হেক্টর গাড়িটি। যেটির দাম ভারতের বাজারে ঘোরাফেরা করে ১৩.৯৯ থেকে ২১.৯৫ লক্ষ টাকার মধ্যে।

ধ্রুব জুড়েল সম্পর্কীত প্রশ্নাবলী (Dhruv Jurel FAQs)-

ক্রিকেট ছাড়া ধ্রুব জুড়েলের পছন্দের খেলা কি?

ক্রিকেট ছাড়া ধ্রুব জুড়েল বাস্কেটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন।

ধ্রুব জুড়েলের বাবার নাম কি?

ধ্রুব জুড়েলের বাবার নাম নিম সিং জুড়েল। তিনি ভারতীয় সেনার হাবিলদার পদে ছিলেন। অংশ নিয়েছিলেন কার্গিলের যুদ্ধে।

কোন দলের বিরুদ্ধে ধ্রুব জুড়েলের আন্তর্জাতিক অভিষেক হয়?

ইংল্যান্ডের বিরুদ্ধে ধ্রুব জুড়েলের আন্তর্জাতিক অভিষেক হয়।

ধ্রুব জুড়েল কোন দলের হয়ে আইপিএল খেলেন?

ধ্রুব জুড়েল আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেন।

ধ্রুব জুড়েলের আইপিএল অভিষেক কোন দলের বিরুদ্ধে হয়েছিলো?

ধ্রুব জুড়েলের আইপিএল অভিষেক হয়েছিলো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।