dhruv-jurel-to-stay-in-ind-test-set-up

ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম নক্ষত্র হিসেবে উত্থান হয়েছে ধ্রুব জুড়েলের (Dhruv Jurel)। ঋষভ পন্থ (Rishabh Pant) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ভারতের টেস্ট দলে উইকেটরক্ষক হিসেবে কে এস ভরত, ঈশান কিষণ এমনকি কে এল রাহুলকেও (KL Rahul) ব্যবহার করে দেখেছিলো টিম ম্যানেজমেন্ট। বিদেশের পেস সহায়ক উইকেটে রাহুল চলনসই বিকল্প হলেও ঘরের মাঠে ঘূর্ণি উইকেটে পন্থের আদর্শ বিকল্প খুঁজতে মাথায় ঘাম পায়ে ফেলতে হচ্ছিলো নির্বাচকদের। চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে সুযোগ দিয়ে দেখা হয়েছিলো কে এস ভরতকে (KS Bharat)। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নি তিনি। রাজকোটের মাঠে অবশেষ সুযোগ আসে উত্তরপ্রদেশের আগ্রার বছর ২২-এর জুড়েলের সামনে। মুশকিল আসান হয়ে উঠলেন তিনিই।

কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচে ব্যাট করতে নেমে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন ধ্রুব। পন্থ আহত হয়ে ছিটকে যাওয়ার পর ভারতীয় ব্যাটিং-এ যে শূন্যতা সৃষ্টি হয়েছিলো, তা যে তিনি পূরণ করতে সক্ষম সেই ইঙ্গিত জুড়েলের (Dhruv Jurel) খেলার মধ্যে দেখেছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা যে মিথ্যা ছিলো না, তার প্রমাণ মেলে রাঁচী টেস্টেই। ইংল্যান্ডের স্পিন আক্রমণের সামনে একটা সময় দিশাহারা হয়ে পড়েছিলো ভারতের ব্যাটাররা। সেখানে একা কুম্ভ হয়ে রুখে দাঁড়ান জুড়েল (Dhruv Jurel)। সাত নম্বরের আগে ব্যাটিং-এর সুযোগ পান নি। তাও অসামান্য ৯০ রান করেন প্রথম ইনিংসে। একার কাঁধে ইনিংসকে ৩০০’র গণ্ডী পার করান। দ্বিতীয় ইনিংসেও লড়াকু ৩৮* রান করে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই হয়েছেন ম্যাচের সেরা। বছর ২২-এর তরুণকে লম্বা রেসের ঘোড়া ভাবছে ক্রিকেটমহল।

Read More: WPL 2024: চিন্নাস্বামীতে অপ্রতিরোধ্য বেঙ্গালুরুর মেয়েরা, মাঠেই বিবাহপ্রস্তাব পেলেন এই ক্রিকেটার !!

দলের স্থায়ী সদস্য হতে চলেছেন জুড়েল, খবর বোর্ড সূত্রে-

Dhruv Jurel | Image: Getty Images
Dhruv Jurel | Image: Getty Images

২০২২-এর ডিসেম্বর মাসের ৩০ তারিখ দিল্লী থেকে গাড়ি চালিয়ে রুরকিতে নিজের বাড়ি ফিরছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভোররাতে হাইওয়ে’র ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় তা। আগুন ধরে যায় গাড়িতে। কোনোক্রমে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ঋষভ। প্রথমে দেহরাদুন ও পরে মুম্বইতে চিকিৎসা চলে তাঁর। কোকিলাবেন আম্বানি হাসপাতালে হয় হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার। গত এক বছরের বেশী সময় এই চোট থেকে ফিরে আসার লড়াই চালিয়ে যাচ্ছেন ঋষভ (Rishabh Pant)। জানা গিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের ফলে আপাতত পুরোপুরি ফিট তিনি। আশা করা হচ্ছে আগামী মাসের আইপিএল (IPL) দিয়েই ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটাতে পারেন তিনি। ঋষভের খেলার খবরে সিলমোহর দিয়েছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের কোচ, কর্মকর্তারা।

আইপিএলে দলে প্রত্যাবর্তনটা মসৃণ হলেও জাতীয় দলে ফেরার পথটা বিশেষ সহজ নাও হতে পারে ঋষভের কাছে। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “জুড়েলের পারফর্ম্যান্স নিঃসন্দেহে নির্বাচন পদ্ধতিকে নাড়িয়ে দিয়েছে। টেস্ট দলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে। ও ঋষভ পন্থের পাশাপাশি নিজের জায়গা ধরে রাখে নাকি বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলে তা ভবিষ্যৎ বলবে। তবে একটা জিনিস পরিষ্কার যে ধ্রুব জুড়েল সমর্থক ও নির্বাচকদের থেকে শ্রদ্ধা আদায় করে নিয়েছে। উজ্জ্বল ভবিষ্যতের দরজা ও খুলে ফেলেছে।” আপাতত উইকেটকিপিং করবেন না পন্থ, যা জুড়েলের সুযোগ বাড়িয়েছে ভারতীয় দলে। পরে পন্থ উইকেটরক্ষকের দস্তানা হাতে গলালেও জুড়েল যে থাকছেন রেডারে, তা স্পষ্ট বোর্ড কর্তার কথায়।

বিদেশের মাঠে পরীক্ষা তরুণদের-

Dhruv Jurel and Shubman Gill | Image: Getty Images
Dhruv Jurel and Shubman Gill | Image: Getty Images

বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারদের মত একঝাঁক নামীদামী ক্রিকেটারকে ইংল্যান্ড সিরিজে পায় নি টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও হায়দ্রাবাদে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচীতে পরপর তিন টেস্ট জিতে সিরিজ নিয়েছে নিজেদের মুঠোয়। এই সাফল্যে বড় অবদান ভারতের তরুণ তুর্কিদের। ব্যাট হাতে ঝড় তুলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আপাতত ৪ টেস্টে ৬১৮ রান রয়েছে তাঁর। করেছেন জোড়া দ্বিশতক, দুটি অর্ধশতক। রান পেয়েছেন শুভমান গিল’ও। একটি শতরান ও দুটি অর্ধশতক করেছেন তিনি। নবাগত সরফরাজ খান, ধ্রুব জুড়েলরাও (Dhruv Jurel) নজর কেড়েছেন। বল হাতে চলতি সিরিজে অভিষেক হয়েছে আকাশ দীপের। রাঁচীতে প্রথম স্পেলে তিন উইকেট তুলেছেন বাংলার পেসারও।

এই তরুণ ব্রিগেডের বড় পরীক্ষা হতে চলেছে বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে। ২০২৪ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তবে তা ঘরের মাঠে। ফেভারিট হিসেবেই সেখানে মাঠে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু অজিদের ডেরায় গিয়ে কেমন পারফর্ম করে দল, নজর থাকবে সেই দিকে। এর আগে ২০১৮ ও ২০২০-২১ সালে প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ জিতে এসেছিলো ভারত। সেই ধারাবাহিকতা এবারও ক্যাঙারুদের দেশে ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে তাদের। ঋষভ পন্থ (Rishabh Pant), ওয়াশিংটন সুন্দররা ২০২০-২১ মরসুমে স্মরণীয় সিরিজ জয় উপহার দিয়েছিলেন ভারতকে। ২০২৪-এ পরীক্ষা যশস্বী, জুড়েলদের।

Also Read: ট্যুইটারে তীব্র বাদানুবাদ রোহিত শর্মা ও বিরাট কোহলির? ভাইরাল স্ক্রিনশট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *