পুল করতে গিয়ে গলায় বল লাগলো জুড়েলের, আছড়ে পড়লেন মাটিতে !! 1

আইপিএলের (IPL 2024) মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস (SRH vs RR)। কলকাতার বিরুদ্ধে পরাজিত হয়ে আজকের ম্যাচের জন্য কোয়ালিফাই করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাটিং করতে এসে হায়দ্রাবাদ দল ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান বানাতে সক্ষম হয়েছিল। দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen)। পাশাপশি, ১৫ বল খেলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)।

কোয়ালিফায়ারের দুই ম্যাচেই অসাধারণ ব্যাটিং করলেন তিনি। পাওয়ার প্লের ভিতরে ঝুঁকি নিতে গিয়েই ৩ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স। পরবর্তী সময় হেড ও ক্লাসেনের পার্টনারশিপে ১০ ওভারে ৯৯ রানে পৌঁছে যায় হায়দ্রাবাদ। তবে হেড আউট হওয়ার পরেই নীতিশ রেড্ডি ও আব্দুল সামাদ ব্যাটিং করতে এসে চট জলদি প্যাভিলিয়নে ফিরে যান, অভেষ খানের দুরন্ত স্পেলে আবার ব্যাকফুটে পরে যায় হায়দ্রাবাদ। তবে ২০ ওভার শেষে তারা ১৭৫ রান বানিয়ে প্রতিপক্ষকে একটি লড়াকু টোটাল দিয়েছিল। রান তাড়া করতে এসে, চতুর্থ ওভারের শেষ বলেই টম কোলহার-ক্যাডমোর ১৬ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

READ MORE: IPL 2024: “ঝুলি থেকে বেড়াল বেরিয়েই গেলো…” BCCI-এর ‘স্ক্রিপ্ট’ মেনেই এগোচ্ছে আইপিএল, জোর তরজা সোশ্যাল মিডিয়ায় !!

গলায় বল লাগলো জুড়েলের

Dhruv Jurel, ipl 2024
Dhruv Jurel | Image: Twitter

পাওয়ার প্লেতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল, ২১ বলে ২০০ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ৪২ রান। পাওয়ার প্লে শেষে পিচ ধীরগতির হয়ে গেলেই সমস্যায় পড়ে রাজস্থান। অভিষেক ও শাহবাজের ফিরকির সামনে তাসের ঘরের মতন ভেঙে পড়ে রাজস্থান দলের ব্যাটিং। ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। তবে কঠিন অবস্থায় আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেললেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। ১৮ তম ওভারে বোলিং করতে এসেছিলেন নটরজন, প্রথম বলটি তিনি বাউন্সার মারেন তবে পিচ ধীরগতির থাকার কারনে বলটি ঠিকঠাক উচ্চতা না পেয়ে জুড়েলের গলায় গিয়ে লাগে, এরপরেই মাটিতে আছড়ে পড়েন তিনি।

দেখেনিন ভিডিও

ব্যাট হাতে দলের হয়ে সর্বাধিক রানটি তিনিই বানিয়েছেন। ব্যাট হাতে ৩৫ বলে ৭টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৫৬ রান বানান জুড়েল। ২০ ওভার শেষে ১৩৯ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস। ৩৬ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো রাজস্থান বাহিনীকে।

Read Also: আগামী IPL-এ বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট কোহলি, নতুন জার্সিতে জিতবেন ট্রফি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *