"বুঝতে পারছিলাম না..." বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়ে মন ভেঙেছে রোহিত শর্মার, করলেন বেদনাদায়ক মন্তব্য !! 1

World Cup 2023: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ২০২৩ ম্যাচ শেষ হয়েছে প্রায় ৩ সপ্তাহ আগে। বিশ্বকাপ ট্রফির একেবারে কাছে থেকেও ট্রফির স্বাদ পেলো না রোহিত-বিরাটরা। ২০২৩ সালে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয় টিম ইন্ডিয়াকে, মাত্র ২৪০ রান বানাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া এবং ৪৪তম ওভারে প্রয়োজনীয় রান সংখ্যা বানিয়ে ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে উঠলো তিন অস্ট্রেলিয়া। মেগা ফাইনালে ট্র্যাভিস হেড (Travis Head) ১৩৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যা অস্ট্রেলিয়াকে খুব স্বাচ্ছন্দ্যে জিততে সাহায্য করে। বিশ্বকাপ হেরে হৃদয় ভেঙেছিল ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma)। ৩ সপ্তাহ পর আসলেন প্রকাশ্যে এবং জানালেন তার মনের অবস্থা।

আরও পড়ুন- IPL 2024: নিলামের আগেই চরম অপমানিত হলেন ধোনির প্রিয়পাত্র, সটান ছেঁটে ফেললো BCCI !!

ফাইনাল হেরে মর্মাহত রোহিত

Rohit Sharma, world cup 2023
Rohit Sharma | Image: Getty Images

MI’টিভির ইনস্টাগ্রাম ভিডিওতে প্রকাশ্যে আসেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বকাপ ফাইনাল (World Cup 2023 Final) হেরে মর্মাহত হন রোহিত, মন্তব্য করে তিনি বলেন, “প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো। আমার পরিবার, আমার বন্ধুরা আমাকে অনুপ্রাণিত করেছে এই সময়ে। ফাইনালের পরাজয় হজম করে কঠিন। তবে এগিয়ে যেতে হবে, এটাই একজন খেলোয়াড়ের কাজ।” ভক্তদের থেকে অজস্র সমর্থন পেয়েছেন রোহিত, ভক্তদের উদ্দেশ্যে রোহিত বার্তা দিয়ে বলেছেন যে, “সবাই আমাকে বলতো যে দল নিয়ে গর্বিত, এগুলো সত্যি শুনতে ভালো লাগে। এগুলো থেকেই ব্যাথা অনেকটা কমানো যায়।

ফিরে আসার ইঙ্গিত দিলেন রোহিত

Rohit Sharma, world cup 2023
Rohit Sharma | Image: Getty Images

ভক্তদের ধন্যবাদ জানিয়ে রোহিত বলেছেন, “ভক্তরা যখন বুঝতে পারেন খেলোয়াড়রা কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তারা তাদের হতাশা বা ক্ষোভ প্রকাশ করে না, এটাই আমাদের জন্য সবথেকে বড় বিষয়। মানুষের মনে কোনো ক্ষোভ ছিল না, যখনই তাদের সামনে এসেছি তারা ভালোবাসা বর্ষণ করেছে।” পাশাপশি তিনি আরও একটি বিশ্বকাপ খেলার দিলেন ইঙ্গিত। তিনি বলেন, “এটাই আমাকে অনুপ্রাণিত করেছে ফিরে এসে নতুন করে শুরু করতে। আরও একবার শীর্ষে পৌঁছানোর চেষ্টা করতে হবে।

৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছেন রোহিত এবং এই ট্রফি জিততেও চেয়েছিলেন তিনি। রোহিত বলেন, “পুরো বিশ্বকাপে আমরা দর্শকদের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। কিন্তু বিশ্বকাপ নিয়ে যতই ভাবি, ততই দুঃখ হয়। আমি ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছি। এটাই আমার জীবনের সেরা পুরস্কার, আমরা কঠোর পরিশ্রম করেছি তবে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছি।

আরও পড়ুন – World Cup 2023: এই কারণে বিশ্বকাপের ফাইনালে হার টিম ইন্ডিয়ার, রহস্য ফাঁস করলেন কোচ রাহুল দ্রাবিড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *