জয়ের ধারা বজায় রাখতে আবারও সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে আরসিবি, দেখে নিন সম্ভাব্য একাদশ 1

প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ব্যাটিং ও বোলিংয়ের ধার যথেষ্টই ভালো রয়েছে আরসিবির, তা প্রমাণিত হয়েছিল সেই ম্যাচে। কিন্তু এবার সামনে শক্তিশালী কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের বিরুদ্ধে কি রণনীতি নিয়ে আসবেন কোহলি অ্যান্ড কোম্পানি? দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ।

Kings XI Punjab vs Royal Challengers Bangalore 2020, 6th Match, Live Cricket Streaming Details: When And Where to Watch Online KXIP vs RCB, Latest IPL 2020 Match, Timings in India And Full

১. দেবদত্ত পাড্ডিক্কাল

Indian Premier League 2020: Enjoyed Watching Devdutt Padikkal Play, Says BCCI President Sourav Ganguly | Cricket News

নিজের প্রথম আইপিএল ম্যাচে সকলকে অবাক করে দিয়ে ৫৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন এই তরুণ ভারতীয় ওপেনার। বাঁ হাতি এই ব্যাটসম্যানের এলেগেন্স এবং স্কিলের প্রশংসা করেছেন সুনীল গাভাস্কারের মত কিংবদন্তীরা। ফলে পাঞ্জাব ম্যাচেও পার্থিব প্যাটেলকে সরিয়ে তিনিই ওপেন করবেন, সে বিষয়ে সন্দেহ নেই।

২. অ্যারন ফিঞ্চ

Dew factor will gain more significance as pitches get slower, reckons RCB's Aaron Finch | Cricket News – India TV

গত ম্যাচে পাড্ডিক্কালের ইনিংসে কার্যত দর্শকের ভূমিকায় ছিলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক। যদিও ওপেনিংয়ে সলিডিটি ও প্রয়োজনে আগ্রাসী হওয়ার দুর্ধর্ষ ক্ষমতা রয়েছে ফিঞ্চের। ফলে দেবদত্তের সাথে ওপেনিংয়েই থাকবেন ফিঞ্চ।

৩. বিরাট কোহলি

IPL 2019: Is Virat Kohli the right man to lead Royal Challengers Bangalore in the IPL?

এই নিয়ে কোনও সন্দেহ নেই যে তিন নম্বরে বিশ্বের সেরা ব্যাটসম্যান তথা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিরাট কোহলি আসবেন। এনার বিষয়ে বেশি কিছু বলা উচিতই নয়।

৪. এ বি ডিভিলিয়ার্স

IPL 2020 – Aaron Finch reckons THIS factor will influence results immensely

তিনে বিরাট হলে চারে আসবেন মিস্টার ৩৬০ এবিডি। গত ম্যাচে ব্যাঙ্গালোরকে ভালো স্কোরে নিয়ে গিয়েছিলেন ডিভিলিয়ার্স। ফলে চারে তিনিই আসবেন।

৫. জস ফিলিপ

IPL 2020: Aaron Finch backs Josh Philippe to play finisher's role in RCB

মূলত কিপিংয়ের জন্য এবং ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য ক্রিস মরিস ও মইন আলির জায়গায় দলে এসেছিলেন অস্ট্রেলিয়ার এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। প্রয়োজনে শেষের ওভারে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে এই অসির।

৬. শিবম দুবে

Guts, madness and glory: As Shivam Dube makes his India debut, a look at his remarkable journey

বিরাট কোহলির অত্যন্ত পছন্দের এই অলরাউন্ডার শিবম দুবে ব্যাটিং ও বোলিংয়ে যথেষ্ট কার্যকরী। অধিনায়কের আস্থায় দিনের পর দিন দলে জায়গা করে নিচ্ছেন শিবম। আর সেই আস্থার প্রতি আশ্বাসও রাখছেন তিনি। গত ম্যাচে ব্যাটিংয়ে সেরকম কিছু না করলেও বোলিংয়ে তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন শিবম।

৭. ওয়াশিংটন সুন্দর

Why is Kohli not using Washington Sundar though RCB has a weak bowling lineup? - Quora

গত ম্যাচে মাত্র এক ওভার করলেও কৃপণ বোলিংয়ে বেশ কার্যকরী ভূমিকা নেন ওয়াশিংটন। তার অফস্পিনের প্রতি আস্থা রয়েছে ক্যাপ্টেন কোহলির। এছাড়াও শেষের দিকের ওভারে মারকাটারি ব্যাটিংও করে দিতে পারেন এই তরুণ অলরাউন্ডার।

 ৮. ডেল স্টেইন

IPL 2020: Dale Steyn Gives a Fitting Reply to a Fan's Tweet - EssentiallySports

বোলিংয়ের ধার বাড়াতে বিশ্বের অন্যতম সেরা পেসার থাকবেনই প্রথম একাদশে। গত ম্যাচে নিজের পুরোনো জাত চিনিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই দুর্ধর্ষ পেসার। ফলে পাঞ্জাব ম্যাচেও দলে অবশ্যই জায়গা করে নেবেন ডেল স্টেইন।

৯. উমেশ যাদব

CWC 2019: "I am the fourth pacer to be picked for the World Cup," says Umesh Yadav

ভারতীয় দলের অন্যতম তারকা এই পেসার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। বেশিরভাগ দিনে প্রচুর রান দিয়ে আসলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন এই পেসার। পাশাপাশি শুরুর দিকে ওভারে নিজের অতিরিক্ত গতির ব্যবহারও ভালোমত করেন উমেশ।

১০. যুজবেন্দ্র চাহাল

I came to know of four fractures while wringing out a wet towel: Yuzvendra Chahal | Sports News,The Indian Express

ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা লেগস্পিনার অবশ্যই জায়গা পাবেন প্রথম একাদশে। গত ম্যাচে কার্যত তিনিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। হায়দ্রাবাদের হয়ে জ্বলে ওঠা মনীশ পান্ডে ও জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে আরসিবিকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তিনি।

১১. নভদীপ সাইনি

IPL 2019, RCB vs KXIP Turning Point - Navdeep Saini bowls a perfect penultimate over - cricket - Hindustan Times

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সম্পদ নভদীপ গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। নিজের দুরন্ত গতি এবং লাইন ও লেংথের সঠিক ব্যবহারে ব্যাটসম্যানদের উপর চাপ বজায় রাখতে পারেন সাইনি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *