কিংস ইলেভেন পাঞ্জাব, বা বলা ভালো পাঞ্জাব কিংসের আইপিএল ২০২০ এর মরশুমটি কার্যত একটি রোলার কোস্টার রাইড ছিল, সেই সংস্করণে তারা ষষ্ঠ অবস্থানে শেষ করেছিল। এক পর্যায়ে, পাঞ্জাব কিংস পরপর পাঁচটি জয় আনায় মনে হয়েছিল প্লে অফসে তারা উঠতে পারবে। কিন্তু পরের দিকে খারাপ পারফর্মেন্স ও হারের জেরে অনেকটাই নীচে পৌঁছে গিয়েছিল। যাইহোক, শেষের দিকে […]