IPL 2023: "কেরিয়ার নষ্ট করছে..." আজকেও অর্জুন তেন্ডুলকরকে না খেলিয়ে নেটমাধ্যমের ক্ষোভের মুখে রোহিত ও মুম্বই ইন্ডিয়ান্স !! 1

IPL 2023: আইপিএলের ষোড়শ মরসুমে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নদের সাম্প্রতিক ফর্ম খুবই খারাপ। গতবার দশ দলের লীগে তারা শেষ করেছে দশম স্থানে। এবারও বিশেষ উন্নতি দেখা যাচ্ছে না ফর্মের দিক থেকে। প্রথম দুই ম্যাচের দুটিতে পর্যুদস্ত হতে হয়েছে রোহিত শর্মাদের। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছে ৮ উইকেটে, আর নিজেদের ডেরা ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে মুম্বই হেরেছে ৭ উইকেটে।

আজ অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বইয়ের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। টুর্নামেন্টে এখনও অবধি তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে দিল্লী। চোটের কারণে তাদের অধিনায়ক ঋষভ পন্থ ছিটকে যাওয়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারে নি তারা। মরসুমের প্রথম জয় তুলে নিতে এটাই যে সুবর্ণ সুযোগ তা বুঝছেন মুম্বই সমর্থকেরা। অনেক আশা এবং উৎকন্ঠা নিয়ে টেলিভিশন বা স্মার্টফোনের পর্দায় চোখ রেখেছেন তাঁরা। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

অর্জুনের পক্ষ নিয়ে গর্জে উঠলো সমাজমাধ্যম-

Arjun Tendulkar | IPL 2023 | image: twitter
Arjun Tendulkar has not yet played a single IPL game despite being a part of MI camp for the last three years

মুম্বইয়ের দল চয়ন নিয়ে ক্ষোভের স্ফুলিঙ্গ দাবানল হয়ে জ্বলেছে আজ। প্রায় তিন বছরের বেশী সময় দলের সঙ্গে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুনকে এই তিন বছরে একটিও ম্যাচ খেলায় নি মুম্বই শিবির। তিলক বর্মা, নিখিল ওয়াধারে, হৃত্বিক শোকিনের মত একের পর এক তরুণ মুখকে প্রথম একাদশে জায়গা দিলেও ডাগ-আউটে বছরের পর বছর বসিয়ে রাখা হয়েছে তাঁকে। প্রতিভাবান অলরাউন্ডার অর্জুন ইতিমধ্যে গোয়ার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে বুঝিয়েছেন ব্যাটে-বলে সাফল্য পাওয়ার মশলা রয়েছে তাঁর মধ্যে। তবুও বারবার আইপিএলের মঞ্চে তাঁকে ব্রাত্য করে রেখে মুম্বই সমর্থকদের রোষের মুখে অধিনায়ক রোহিত-সহ গোটা টিম ম্যানেজমেন্ট।

ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্স

MUMBAI INDIANS

দল ফর্মে নেই। প্রথম এগারো অগোছালো অবস্থায়, এমন সময় নতুন মুখদের সুযোগ দেওয়ার সেরা সময় বলে মনে করছেন ক্রিকেটজনতা। ট্যুইটারের দেওয়ালে সে কথা মনে করিয়ে দেওয়া হয়েছে রোহিত ও কোচ বাউচারকে। আজ অর্জুনকে ‘ইমপ্যাক্ট প্লেয়ারের’ তালিকায় রাখা হলেও বোলিং-এর সময় নামানো হয় নি। ‘না খেলালে নিলাম থেকে দলে নেওয়ার কি প্রয়োজন?’ লিখেছেন জনৈক নেটনাগরিক। ‘অর্জুন আইপিএল খেলার আগে অবসর নিয়ে নেবে’ কটাক্ষের সুরে জানিয়েছেন আরেকজন। বিখ্যাত পিতার ছায়ার সাথে যুদ্ধ করতে গিয়ে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েও সমস্যায় পড়েছিলেন জুনিয়র তেন্ডুলকর। তারপর গোয়ায় পাড়ি জমিয়ে সাফল্য পেয়েছেন তিনি। তরুণ অলরাউন্ডারকে পরামর্শ দিয়ে নেটমাধ্যমের একাংশ জানিয়েছেন, ‘কেরিয়ার বাঁচাতে চাইলে মুম্বই ইন্ডিয়ান্স ত্যাগ করো।’

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *