অনেকটাই বাড়লো চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য, চ্যাম্পিয়ন দল কত পাবে, জানলে চমকে যাবেন 1

সামনের জুন মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ডে এবং ওয়েলসে আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টকে ঘিরে রীতিমতো বিশ্বক্রিকেট জুড়ে ছড়িয়ে পড়েছে আলাদা একটা উন্মাদনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফলাফলের লক্ষ্যে অংশগ্রহণকারি আটটি ক্রিকেটখেলিয়ে দেশ এরইমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তারই মধ্যিখানে এদিন আবার বিশ্বক্রিকেট নিয়ামক সংস্থা ওই প্রতিযোগিতার উন্মত্ততা বাড়িয়ে দিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য আগের চেয়ে অনেকটা বাড়িয়ে দিল। এবারে তা বেড়ে দাঁড়ালো ৪.৫ মিলিয়ন ডলার। আগে ছিল ৫ লক্ষ ডলার। এর মধ্যে সবচেয়ে মজাদার বিষয়টি হল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দল পাবে ২.২ মিলিয়ন ডলার। যার ভারতীয় অর্থমূল্য প্রায় ১৪ কোটি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে পাঁচজন স্ট্যান্ডবাই ক্রিকেটার রাখার পরিকল্পনা কার? জানলে অবাক হবেন

মোট আটটি দলকে নিয়ে আগামী ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চলতে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলটি যেমন ২.২ মিলিয়ন ডলার পাবে, একইভাবে রানার্স আপ দলটিও ১.১ মিলিয়ন ডলার পাবে। সেখানে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া বাকি দুটি দল পাবে ৪.৫ লক্ষ মার্কিন ডলার করে। চমক অবশ্য এখনও শেষ হয়নি। সেমিফাইনালে উঠতে না পারা দলগুলির মধ্যে, যারা গ্রুপের তৃতীয় স্থানে শেষ করবে তারা পাবে ৯০ হাজার মার্কিন ডলার করে। এবং যারা গ্রুপের চতুর্থ তথা শেষ স্থানে শেষ করবে, সেই দলগুলি পাবে ৬০ হাজার মার্কিন ডলার করে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলি একে অপরের সঙ্গে খেলবে। গ্রুপ ‘এ’ তে রয়েছে আয়োজক ইংল্যান্ড সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। সেখানে গ্রুপ ‘বি’ তে রয়েছে ভারত সহ পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ৪ঠা জুনের ওই ম্যাচকে ঘিরে এরই মধ্যে উত্তেজনার পারদ চরমে। প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ড মুখোমুখি হবে বাংলাদেশের। ২০১৩ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির নেতৃত্বে জয় পেয়েছিল ভারত। ফাইনালে ভারত মাত্র পাঁচ রানে ইংল্যান্ডকে পরাজিত করে। সেবারেও এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ইংল্যান্ড ও ওয়েলসেই।

‘অধিনায়ক’ কোহলিকে পেরিয়ে বাজিমাত ‘ক্যাপ্টেন’ ধোনির, নেতার স্বীকৃতি ধোনিকেই!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *