এবারের আইপিএল দর্শক শূন্য মাঠে আয়োজিত হলেও ক্রিকেটের মজা এতটুকুও কমেনি। মরুশহরের উত্তাপ আরও বেড়ে গিয়েছিল ক্রিকেটের এই রোমাঞ্চকর মুহুর্তে। এবারের আইপিএল এ সাসপেন্স ও থ্রিলারের অভাব এতটুকুও হয়নি। এমন খুব কম ম্যাচ হয়েছে, যা আকর্ষণীয় ছিল না। আর গ্রুপ পর্যায়ে একেবারে শেষ দিন অবধি লড়াই চলেছে প্লে অফসে ওঠার। ফলে রোমাঞ্চকতার অভাব একেবারেই ছিল […]