দিল্লি: গৌতম গম্ভীরকে ‘গম্ভীর’ ক্রিকেটার হিসেবেই চেনে ক্রিকেট মহল। আর সেটা শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও। দেখে মনে হতেই পারে, ক্রিকেট ছাড়া এই জগতে আর কিছু্ই চেনেন না তিনি। সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন গম্ভীর। শুধু আইপিএল নয়, দেশের ঘরোয়া টুর্নামেন্টেও ব্যাট হাতে ভুরি ভুরি রান করেছেন এই বাঁ হাতি ওপেনারটি। এবার তাঁর নেতৃত্বেই আইপিএলের কোয়ালিফায়ারে ওঠে কলকাতা নাইট রাইডার্স।
ম্যাঞ্চেস্টারে জোড়া বিস্ফোরণ, ভারত আদৌ যোগ দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? তড়িঘড়ি বৈঠক বসছে বিসিসিআই
গোটা মরশুম জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন গম্ভীর। আর তার পুরস্কার স্বরূপ বেশ কয়েকটি সম্মানও জিতে নেন তিনি। এবারের আইপিএলে তিনি পেয়েছেন ‘এফবিবি স্টাইলিস প্লেয়ার অফ দ্য সিজন’ অ্যাওয়ার্ড। এই পুরস্কার জেতার সঙ্গে সঙ্গে তাঁকে অভিনন্দন জানিয়ে দেন তাঁর দিল্লির সতীর্থ শিখর ধাওয়ান।
ঘটনাচক্রে এই দুই ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলের ওপেনিং স্লট নিয়ে ক্রিকেটীয় লড়াই চলছিল। গম্ভীর যে ফর্মে ছিলেন, তাতে অনেকেই মনে করছিলেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা করে নেবেন কেকেআর অধিনায়ক। তবে নির্বাচকরা তাঁর বদলে শিখর ধাওয়ানকে দলে জায়গা করে দিয়েছেন। চলতি আইপিএলে গম্ভীর দ্বিতীয় রান সংগ্রহকারী ছিলেন। ঠিক তাঁর পিছনেই শেষ করেন ধাওয়ান। শিখরের এই ফর্মের কথা মাথায় রেখেই গম্ভীরকে বাদ দিয়ে নির্বাচকরা তাঁর নাম সুপারিশ করেন।
এমন একটা ঘটনার পর অনেকেই মনে করছিলেন, গম্ভীর ও ধাওয়ানের মধ্যে তিক্ততা বাড়বে। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দু’জনেই দু’জনকে প্রশংসাসূচক শব্দে ভরিয়ে দিচ্ছেন। সেই ইঙ্গিত দিয়েই ধাওয়ান প্রথম টুইট করে লেখেন, “গম্ভীরই এফবিবি স্টাইলিস প্লেয়ারের পুরস্কারের যোগ্য। রাব রাখা।”
Truly deserving of the FBB Stylish award @GautamGambhir Rabb Rakha ??????
— Shikhar Dhawan (@SDhawan25) May 22, 2017
এর উত্তরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখরের ভালো ফর্ম আশা করে গম্ভীর লেখেন, “ধন্যবাদ শিখি। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমি দারুণ খেলবে।”
@SDhawan25 Thanks shikhi gud luck for the champions trophy do well.
— Gautam Gambhir (@GautamGambhir) May 22, 2017
এরপর অবশ্য সিনিয়র ক্রিকেটার, অর্থাৎ গম্ভীরকে ধন্যবাদ জানাতে ভোলেননি টিম ইন্ডিয়ার ওপেনারটি।
@GautamGambhir Thank you Gauti bhai
— Shikhar Dhawan (@SDhawan25) May 22, 2017
রোহিত শর্মাই কি হবেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক? জানিয়ে দিলেন স্বয়ং ‘হিটম্যান’