Use your ← → (arrow) keys to browse
যে কোনও খেলায় সাপোর্ট-স্টাফ এবং কোচিং বিভাগ একটা বড় ব্য়াপার। এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলের পারফরম্য়ান্সেও প্রভাব পড়ে। ক্রিকেটেও তাই। আর যাঁরা এই পরিবর্তনকে মানিয়ে নিয়ে এক-দেড় দশক কাটিয়ে দেন ধারাবাহিকভাবে পারফর্ম করে, ইতিহাস তাঁদেরকেই লেজেন্ড নামে চেনায়। অনিল কুম্বলের জায়গায় রবি শাস্ত্রী কোচ হওয়ায় তেমনই কিছু পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ক্রিকট দলে।

আসুন দেখে নিই এমন পাঁচ ভারতীয় ক্রিকেটারকে –
এখানে দেখুনঃ দ্রাবিড়-জাহিরকে অপমান, ট্য়ুইটারে তোপ প্রাক্তন কমিটি সদস্য়ের
Use your ← → (arrow) keys to browse