বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরের ঘোষণা দিলেন ভুবনেশ্বর কুমার, সমাজ মাধ্যমে দিলেন এই বার্তা !!

T20 World Cup 2024: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি সিজিন (IPL 2024)। ইতিমধ্যেই অর্ধেকের বেশি ম্যাচ সমাপ্ত হয়ে গিয়েছে। পয়েন্ট তালিকার বিচারে আপাতত শীর্ষ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। গতকাল টেবিল টপার রাজস্থানকে পরাস্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল ম্যাচের নায়ক হয়েছেন সুইং কিং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। একসময় একা হাতেই টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচ […]

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ভারতের উত্তর প্রদেশের মিরাটে ১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা কিরণ পাল সিং সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার মায়ের নাম ইন্দ্রেশ সিং এবং তিনি হোম মেকার (Bhuvneshwar Kumar Family)। তার বোন তাকে ক্রিকেট খেলতে উৎসাহিত করেন এবং ১৩ বছর বয়সে তাকে মিরাটের ভামাশাহ ক্রিকেট একাডেমিতে নিয়ে যান। ২৫ ডিসেম্বর ২০১২-এ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত ছিলেন।

৩০ ডিসেম্বর ২০১২ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ওডিআই অভিষেক করেন এবং একটি দুর্দান্ত পারফরম্যান্স দেন। ২২ ফেব্রুয়ারি ২০১৩-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক টেস্ট অভিষেক হয় (Bhuvneshwar Kumar Career)। ভুবি একজন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার যিনি দুই দিকেই দক্ষতার সাথে বল সুইং করেন। তার ইনসুইংরা আউটসুইংয়ের চেয়ে বেশি কার্যকরী। বিশেষ করে দেরীতে সুইং করাতে পারদর্শী। এর সঙ্গে একজন কার্যকর লোয়ার অর্ডার ডানহাতি ব্যাটসম্যান তিনি।

Bhuvneshwar Kumar Biography in Bengali-

সম্পূর্ণ নাম ভুবনেশ্বর কুমার
ডাকনাম ভুবি
জন্মস্থান মিরাট, উত্তরপ্রদেশ
জন্মতারিখ ০৫ ফেব্রুয়ারি, ১৯৯০
উচ্চতা ৫ ফিট ১০ ইঞ্চি (১৭৮ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ
জার্সি নম্বর ১৫
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা পেস বোলার
স্ত্রী-র নাম নুপূর নাগার
সন্তানের নাম আকসা
রাশিচিহ্ন কুম্ভ
শখ বই পড়া ও ভিডিও গেমস
পঠনপাঠন ট্রানস্লাম অ্যাকাডেমি, মিরাট
ইন্সটাগ্রাম প্রোফাইল @imbhuvi
ফেসবুক প্রোফাইল @KumarBhuvneshwar
ট্যুইটার (X) হ্যান্ডেল @bhuviofficial

Bhuvneshwar Kumar Debut in International Cricket-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ২২/০২/২০১৩ অস্ট্রেলিয়া চেন্নাই
ওয়ানডে ৩০/১২/২০১২ পাকিস্তান চেন্নাই
টি-২০ ২৫/১২/২০১২ পাকিস্তান বেঙ্গালুরু

Bhuvneshwar Kumar Stats in Bengali-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
TEST ২১ ৫৫২ ৬৩ ২২.১ ৪৫.১ ০০ ০৩ ৬৩
ODI ১২১ ৫৫২ ৫৩ ১৪.২ ৭৩.৯ ০০ ০১ ১৪১
T20i ৮৭ ৬৭ ১৬ ৮.৪ ৭১.৩ ০০ ০০ ৯০
IPL ১৬৬ ২৮৯ ২৭ ৮.৮ ৯৪.৮ ০০ ০০ ১৭৩
                 

Bhuvneshwar Kumar Teams-

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স, ইন্ডিয়া এ, সেন্ট্রাল জোন, উত্তর প্রদেশ, ভারত, ইন্ডিয়া ব্লু, ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দ্রাবাদ, উত্তর প্রদেশ।

Bhuvneshwar Kumar Records in Bengali-

  • টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচে প্রথম উইকেট নেওয়ার ক্ষেত্রে ব্যাটসম্যানদের বোল্ড আউট করেছেন।
  • প্রথম-শ্রেণীর ক্রিকেটে শচীন তেন্ডুলকারকে শূন্য রানে আউট করা একমাত্র বোলার।
  • টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সবচেয়ে মিতব্যয়ী পরিসংখ্যানের রেকর্ড। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওভারে ৩ রান দেন তিনি।

Bhuvneshwar Kumar Salary and Net Worth-

  • আইপিএল ২০২৪- ৪.২ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৬৫ কোটি টাকা

Bhuvneshwar Kumar Car Collection in Bengali-

গাড়ির নাম দাম (ভারতীয় টাকায়)
BMW 5-সিরিজ M         ৭৩ লক্ষ
অডি Q3         ৪৩ লক্ষ
মার্সিডিজ সি-ক্লাস ৬০ লক্ষ
CBR বাইক ২.৩০ লক্ষ

Bhuvneshwar Kumar Brand Endorsements in Bengali-

  • অ্যাসিক্স
  • ভোটার সচেতনতা অভিযান
  • হিমালয়
  • প্লেয়ারজপট
  • ক্লাব মাহিন্দ্রা
  • এফবিএস ইন্ডিয়া
  • ড্যানিয়েল ওয়েলিংটন

ভুবনেশ্বর কুমার সম্পর্কীত প্রশ্নাবলী (Bhuvneshwar Kumar FAQs)

কোথায় থাকেন ভুবনেশ্বর কুমার ?

উত্তরপ্রদেশের মিরাটে বাড়ি ভুবনেশ্বর কুমারের।

কোন বছর দেশের হয়ে প্রথমবার খেলেন ভুবি?

২০১২ সালে দেশের হয়ে প্রথমবার খেলেন ভুবনেশ্বর।

আইপিএলে কোন দলের হয়ে খেলেন ভুবনেশ্বর কুমার?

ভুবনেশ্বর কুমার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন।

কোন কিংবদন্তি ব্যাটম্যানকে শূন্য রানে আউট করেন ভুবনেশ্বর?

ঘরোয়া ক্রিকেটে শচীন তেন্ডুলকারকে শূন্য রানে আউট করেন ভুবি।

ভুবনেশ্বর কুমার দলের বিপক্ষে টি-২০ তে অভিষেক করেন?

পাকিস্তান দলের বিরুদ্ধে টি-২০তে ২০১২ সালে অভিষেক করেন।