গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তৃতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ শিরোপা জয় করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কপিল দেবের (Kapil Dev) অধিনায়কত্বে ভারত প্রথম বারের জন্য ১৯৮৩ সালে বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। এরপর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয় করে।
দীর্ঘ ১৩টি বছর কেটে গেলেও ভারতীয় দলের কাছে বিশ্বকাপ শিরোপা আর হাতে উঠতে দেখা যায়নি। তবে শেষমেষ ২০২৪ সালে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব ও চতুর্থ বারের জন্য বিশ্বকাপের খেতাব জয় করলো।
Read More: Rohit Sharma: মেরিন ড্রাইভ সাক্ষী থাকলো রোহিত-কোহলির ব্রোম্যান্সের, ভক্তদের সামনে ট্রফি নিয়ে চললো উচ্ছাস !!
দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ে ভক্তদের ভিড়
বিশ্বকাপ জয়ের পরেও ভারতীয় দলকে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়তে লেগে গেল লম্বা সময়। তীব্র হারিকেন ঝড়ে আটকা পরে ভারতীয় দল, অবশেষে বিসিসিআইয়ের প্রচেষ্টায় গতকাল ভারতে পৌঁছায় রোহিত শর্মারা (Rohit Sharma)। ভারতীয় দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ে ভক্তদের ভিড়, এরপর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রাতরাশ সেরে ফেলে ভারতীয় দলের সদস্যরা।
তারপর বিকালে বিশ্ব চ্যাম্পিয়নদের দেখতে হাজার হাজার ভক্ত মুম্বইয়ের রাস্তায় নামল। খোল ছাদে ট্রফি নিয়ে চলতে থাকে উদযাপন। মুম্বাইয়ের বিজয় কুচকাওয়াজে কোহলি কিন্তু রোহিতকে ডেকে নিয়ে ট্রফি একসঙ্গে তুলে নেন। এরপর ওয়ানখেড়েতে শুরু হয় অনুষ্ঠান। পুরো ওয়ানখেড়ে জুড়ে ভারতীয় প্লেয়াররা ভিক্টরী ল্যাপ লাগায়। আর সেই সময়েই জয়ের অনুষ্ঠানে রোহিত-কোহলির নাচ শুরু হয়ে যায়।
রোহিত ও বিরাটের নাচ ভাইরাল
তাদের দুজনের নাচ দেখে ওয়ানখেড়েতে উপস্থিত ভক্তরা সবাই হা। রোহিত শর্মাকে দেখা গেল বিরাট কোহলির সঙ্গে ভাঙড়ার তালে তালে নাচতে। ‘চক দে ইন্ডিয়া’র গানের তালেও জমিয়ে নাচলেন ভারত অধিনায়ক। বিশ্বকাপ ট্রফি জয়ের পরেই অর্ষদীপ, রিংকুকে দের সঙ্গে নাচ জুড়ে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি, এরপর গতকাল দিল্লি হোটেলে পৌঁছানোর আগে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা’দের নাচতে দেখা যায়। কিন্তু, গতকাল রাতে ভক্তদের সামনে রোহিত ও বিরাটের এই ভ্যাংড়া ডান্স সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।
Nothing beats watching them dance together 🥹🥳🕺💙#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/FOsEhaFpmv
— Mumbai Indians (@mipaltan) July 4, 2024