IPL 2024: ঘরের মাঠে মুখ থুবড়ে পড়লো কলকাতা নাইট রাইডার্স (KKR)। গতকাল ইডেন গার্ডেন্সে তারা মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংসের (PBKS)। বীর ও জারা’র দলের দ্বৈরথ ঘিরে চড়েছিলো উত্তেজনার পারদ। নিজের ভিআইপি বক্সের আসনে বসে নাইট মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) দেখলেন তাঁর দলের অসহায় আত্মসমর্পণ। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়ে কলকাতা। অথচ দিনের শুরুটা কিন্তু হয়েছিলো সম্পূর্ণ অন্যরকম। টসে জিতে হোম টিমকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন অধিনায়ক স্যাম কারান। ফিল সল্ট ও সুনীল নারাইনের (Sunil Narine) জুটির সৌজন্যে ঝোড়ো গতিতে ইনিংস শুরু করেছিলো নাইটরা।
১০.১ ওভারে স্কোরবোর্ডে ১৩৮ তুলে দিয়েছিলেন নারাইন ও ফিল সল্ট। ক্যারিবিয়ান তারকার রহস্য বোলিং এতদিন প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চলতি মরসুমে তিনি যেভাবে ব্যাটিং করছেন তা অন্য দলগুলিকে রীতিমত আতঙ্কগ্রস্ত করে তুলতে বাধ্য। গতকাল ৭১ করেন তিনি। সল্টের ব্যাট থেকেও আসে ৭৫ রান। এরপর আন্দ্রে রাসেলের ২৪, ভেঙ্কটেশ আইয়ারের ৩৯, শ্রেয়স আইয়ারের ২৮ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৬২ রান যোগ করে কলকাতা (KKR)। পাঞ্জাবের বিরুদ্ধে এই বিশাল রান যথেষ্ট ধরে নিয়ে বিরতিতেই উৎসবে মেতেছিলেন সমর্থকেরা। কিন্তু পরবর্তী এক-দেড় ঘন্টায় সম্পূর্ণ বদলে গেলো ছবি। বোলিং বিভাগের চূড়ান্ত ব্যর্থতায় দুই পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়লো কলকাতা।
Read More: বিশ্বকাপ জয় নিশ্চিত ভারতের, এই দুর্দান্ত দল ঘোষণা করলেন BCCI নির্বাচক !!
চূড়ান্ত হতাশ করলেন নাইট বোলার’রা-

এই বছর বোলিং বিভাগকে ঢেলে সাজিয়েছিলো নাইট রাইডার্স। ২৪.৭৫ কোটির রেকর্ড মূল্যে তারা দলে নিয়েছিলো মিচেল স্টার্ককে (Mitchell Starc)। হতশ্রী পারফর্ম্যান্সের জন্য গতকাল অজি তারকাকে বাদ দিয়েই মাঠে নেমেছিলো দল। সুযোগ পেয়েছিলেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। হতাশ করলেন তিনিও। ২৬২ রানের পুঁজি রক্ষা করতে নেমে শুরুতেই প্রভসিমরণ সিং ও জনি বেয়ারেস্টোর (Jonny Bairstow) তোপের মুখে পড়ে উড়ে গেলেন চামিরা। শেষমেশ ৩ ওভারে খরচ করেন ৪৮ রান। হর্ষিত রাণা, অনুকূল রায়দের পারফর্ম্যান্সও তথৈবচ। ৪ ওভারে ৬১ খরচ করেন হর্ষিত, ২ ওভারে ৩৬ অনুকূল। উইকেট পান নি কেউই। অভিজ্ঞ রাসেলও ব্যর্থ গতকাল। ২ ওভারে ৩৬ বিলোলেন তিনিও।
ইডেনে খেলা যত গড়ায় স্পিন তত কার্যকর হয়, ময়দানের এই প্রবাদও এবার মিথ হতে চলেছে সম্ভবত। কলকাতার স্পিনারদের নিয়েও ছেলেখেলা কিরলেন পাঞ্জাবের প্রভসিমরণ, বেয়ারেস্টো, শশাঙ্ক সিং-রা। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ৩ ওভারে দিলেন ৪৬। মিডিয়াম পেসার রমনদীপ সিং ৪ বলে খরচ করেন ৯ রান। এই ব্যাটিং বিস্ফোরণের মাঝে ব্যতিক্রম কেবল সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করলেন তিনি। প্রভসিমরণকে রান-আউট করেন। ফেরান রাইলি রুশো’কে (১৯)। ক্যারিবিয়ান তারকার অলরাউন্ড পারফর্ম্যান্সও যথেষ্ট হলো না গতকাল। বেয়ারেস্টোর ৪৮ বলে ১০৮* ও শশাঙ্ক সিং-এর ২৮ বলে ৬৮* জয় এনে দিলো পাঞ্জাবকে। আইপিএল তথা টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতলো প্রীতি জিন্টার দল।
গোটা মরসুম জুড়েই ভুগিয়েছে বোলিং-

নাইট রাইডার্সের (KKR) বোলিং মরসুমের শুরু থেকেই হৃদকম্পন বাড়াচ্ছে সমর্থকদের। সপ্তদশতম আইপিএলে (IPL) নিজেদের প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলেছিলো কলকাতা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২০৮ তুলেও চাপে ছিলো তারা। শেষমেশ সানরাইজার্স (SRH) থামে ২০৮ রানে। ৪ রানে জেতে বেগুনি-সোনালী বাহিনী। গত ১৬ এপ্রিল ইডেনেই প্রথমে ব্যাটিং করে ২২৩ রান স্কোরবোর্ডে যোগ করেছিলো কলকাতা। শতরান করেছিলেন সুনীল নারাইন (Sunil Narine)। ক্যারিবিয়ান মায়েস্ত্রোর লড়াই ব্যর্থ হয় সেদিনও। জস বাটলারের এক অবিশ্বাস্য ইনিংসে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে যায় রাজস্থান। গতকালের আগে পর্যন্ত এটাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিলো। পাঞ্জাবের ব্যাটিং বিক্রম পিছনে ফেললো রাজস্থানকেও।
বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ২২২ তুলেও নিশ্চিন্ত হতে পারে নি কেকেআর ডাগ-আউট। শেষ ওভারে বাকি ২১, এমন অবস্থায় বোলার কর্ণ শর্মা’র হাতে ছক্কার হ্যাট্রিক হজম করে বসেছিলেন মিচেল স্টার্ক। শেষমেশ নিজের বোলিং-এর ফলো থ্রু’তে স্টার্কের এক চমৎকার ক্যাচ ও ফিল সল্টের অসাধারণ রান-আউটে ১ রানের ব্যবধানে জয় পায় কলকাতা। পরিসংখ্যান দেখলেই নাইট বোলিং-এর কঙ্কালসার দশা সামনে আসে। পৌনে পঁচিশ কোটির স্টার্ক ৭ ম্যাচে প্রায় ৪৮ গড় ও ১২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রাসেলের সংগ্রহ ৮ ম্যাচে ৯ উইকেট। ইকোনমি তাঁরও ১১’র বেশী। বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, বৈভব আরোরা-সফল নন কেউই। প্লে-অফে লড়াইটা যে সহজ হবে, বোলিং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তা।