আরও ধারালো হয়ে উঠবেন বুমরাহ-সিরাজ’রা, বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন এই কিংবদন্তি !! 1

যবে থেকে জানা গিয়েছিলো যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), তবে থেকেই টিম ইন্ডিয়ার (Team India) পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিলো। কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যে ৬টা অবধি। সূত্রের খবর, প্রায় ৩০০০ আবেদনপত্র জমা পড়েছিলো কোহলি-রোহিতদের (Rohit Sharma) হেডস্যর হতে চেয়ে। এর মধ্যে থেকে ভুয়ো আবেদন বেছে তা বাদ দিতেই বেশ বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিলো বোর্ড’কে। সংবাদমাধ্যম জানায় প্রথমে নাকি বিদেশী কোচ পছন্দ ছিলো বিসিসিআই। পরে অবশ্য মত বদলান জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা।

কোচ বাছাইয়ের প্রাথমিক পর্বে নাম ভাসছিলো রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ারদের মধ্যে। পন্টিং জানান যে পরিবারকে সময় দিতে চান তিনি, এছাড়া অন্যান্য কাজকর্ম থাকায় দীর্ঘমেয়াদী চুক্তিতে এই মুহূর্তে ভারতের দায়িত্ব নিতে চান না তিনি। রাজী হন নি জাস্টিন ল্যাঙ্গারও। তবে তাঁদের সাথে টিম ইন্ডিয়ার (Team India) তরফে যোগাযোগ করা হয় নি বলেই জানান বোর্ড সচিব। এমতাবস্থায় কোচ হওয়ার দৌড়ে আচমকাই ‘ফেভারিট’ হয়ে উঠেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে তাঁর সাফল্যই তাঁকে জায়গা করে দিয়েছিলো সকলের পছন্দের তালিকায়। আগ্রহী ছিলেন গম্ভীর নিজেও। সরকারী ঘোষণার অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে দীর্ঘ টালবাহানার পর তা এলো গতকাল।

Read More: দায়িত্ব নিতেই দল গুছাতে ব্যাস্ত গম্ভীর, অভিষেক নায়ার সহ এই পরম বন্ধুকে করছে যুক্ত !!

সিলমোহর পড়লো গম্ভীরের নিয়োগে-

Gautam Gambhir | INDIA | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

গত ১৮ জুন বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (CAC) সামনে ইন্টারভিউ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিয়োগ প্রক্রিয়ায় তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন উরিকারি রামন (WV Raman)। ঘরোয়া ক্রিকেট ও ভারতের মহিলা দলের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার কারণে রামন’কেও বাজিয়ে দেখতে চেয়েছিলো বিসিসিআই। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো যে গম্ভীর (Gautam Gambhir) ও রামন-দুজনেই যে রোডম্যাপ স্থির করেছেন ভারতীয় ক্রিকেটের জন্য তা বেশ পছন্দ হয়েছে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (CAC) তিন সদস্য যতীন পরাঞ্জাপে, সুলক্ষণা নায়েক ও অশোক মালহোত্রের। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাই সব কিছু পর্যালোচনা করে দেখতে চাইছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। শেষমেশ গম্ভীরেই সায় দেন বোর্ড কর্তা’রা।

গতকাল প্রাক্তন ওপেনারের টিম ইন্ডিয়ার (Team India) কোচ পদে নিয়োগ নিশ্চিত করেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিনি লেখেন, “আনন্দের সাথে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক যুগের ক্রিকেট দ্রুত পরিবর্তিত হয়েছে। গৌতম খুব কাছ থেকে তা প্রত্যক্ষ করেছেন। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় উনি সফল হয়েছেন। আমি নিশ্চিত যে ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গৌতম’ই সেরা ব্যক্তি।” ভারতীয় দলের কোচ হওয়ার জন্য নাইট রাইডার্সের (KKR) চাকরি ছেড়েছেন গম্ভীর। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই যাত্রাপথের অংশীদার হতে পেরে আমি প্রচণ্ড আনন্দিত।” সব ঠিক থাকলে চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সিরিজে প্রথমবার হটসিটে বসবেন তিনি।

দেখুন গম্ভীরের নিয়োগের পোস্টটি-

বোলিং কোচ হতে পারেন জাহির খান-

Zaheer Khan | INDIA | Image: Getty Images
Zaheer Khan | Image: Getty Images

কেবল হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নন, একই সাথে সরে দাঁড়াচ্ছেন তাঁর কোচিং স্টাফের বাকি সদস্যরাও। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour), বোলিং কোচ পরশ মামব্রে (Parash Mhambrey) ও ফিল্ডিং কোচ টি.দিলীপের (T.Dilip) সাথেও চুক্তি শেষ হচ্ছে বিসিসিআই-এর। কোচ বাছাইয়ের ইন্টারভিউ দেওয়ার সময়েই গৌতম গম্ভীর (Gautam Gambhir) পাঁচটি শর্ত দিয়েছিলেন বিসিসিআই-কে। সেখানে তিনি জানিয়ে দেন যে টিম ইন্ডিয়ার (Team India) প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিলে তিনি নিজের সাপোর্ট স্টাফ নিজেই বেছে নিতে চান। আগেই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো যে সেই স্বাধীনতা তাঁকে দেওয়ার কথাই ভাবছেন জয় শাহ’রা (Jay Shah)। যেহেতু গম্ভীর নিজেই একজন প্রতিথযশা ব্যাটার ছিলেন, সেহেতু আপাতত ব্যাটিং কোচ নিয়োগ নাও করা হতে পারে। কিন্তু বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগ নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ‘গুরু’ গম্ভীর।

পরশ মামব্রের জায়গায় ভারতের নতুন বোলিং কোচ হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন বাম হাতি পেসার জাহির খান (Zaheer Khan)। গম্ভীরের সাথে দীর্ঘদিন টিম ইন্ডিয়ার (Team India) হয়ে খেলেছেন তিনি। দু’জনের সম্পর্কও অত্যন্ত ভালো। এই ব্যক্তিগত সম্পর্কের রসায়ন কোচিং জুটি হিসেবে তাঁদের সাফল্য এনে দিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলে জাহির উইকেট নিয়েছেন ৬১০টি। ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট (৩১১)-এর মালিক তিনি। সুইং-এর জাদুকর বলা হতে তাঁকে। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও রিভার্স সুইং-এর সাহায্যে কি করে উইকেট তুলে নিতে হয় তা ভালোই জানেন জাহির। সাম্প্রতিক অতীতে বিভিন্ন টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন ভারতের বোলাররা। জাহিরের (Zaheer Khan) কাছে প্রশিক্ষণ পেলে বুমরাহ, সিরাজ, শামি’রা যে আরও ধারালো হয়ে উঠবেন তা নিঃসন্দেহেই বলা যায়।

Also Read: গম্ভীরেই আস্থা বোর্ডের, দায়িত্ব নেওয়ার আগে দল গোছানোর স্বাধীনতা পাচ্ছেন নয়া কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *