এজবাস্টন: চলতি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে রবিবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত।চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ১২৪ রানের বড় জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার এই জয়ে অবদান রাখলেও, ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বেছে নেওয়া হয় যুবরাজ সিং-কে। ৩২ বলে যুবির ৫৩ রানের ইনিংসটাই শেষ দিয়ে ভারতকে বড় রান তুলতে সাহায্য করে।এ দিন পাক বোলাররা যুবরাজের মারমুখি রূপটিই দেখেন। কিন্তু ম্যাচের পর দেখা গেল যুবরাজের অন্য মুখটি।পাকিস্তানের বিরুদ্ধে করা লড়াকু ইনিংসটি উৎসর্গ করলেন ক্যানসার রোগ থেকে যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের উদ্দেশ্যে।
পাশাপাশি ম্যাচের আগের দিনই লন্ডনে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তাও দিলেন তিনি। বুঝিয়ে দিলেন মাঠ হোক কী মাঠের বাইরে, তিনি সবসময়ই ‘হিরো’।
সোমবার ‘ক্যানসার সারভাইভার ডে’।যাঁরা মারণরোগকে হারিয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়।সেই দলে রয়েছেন যুবরাজও। ২০১১ সালে বিশ্বকাপ চলাকালীনই যুবির শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার।সেখান থেকেই ফের একবার ফিরে এসেছেন ক্রিকেটের বাইশ গজে।তাই ‘ক্যানসার সারভাইভার ডে’- প্রাক্কালে তাঁদের উদ্দেশ্যেই নিজের ইনিংসটি উৎসর্গ করলেন তিনি।এদিকে, যুবরাজের দলে থাকা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে এদিনের এই ইনিংসের পর তাঁরাও চুপ করে যাবে বলেই মনে করছে ক্রিকেট মহল। পাকিস্তানের বিরুদ্দে পুরোনো যুবরাজকে দেখা যায়।
পাকিস্তান ম্যাচের পর নিজের টুইটার যুবরাজ লেখেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসটি সেই সব নায়ক ও যোদ্ধাদের উৎসর্গ করছি যাঁরা ক্যানসারের মতো মারণরোগকে হারিয়েছে।এর পাশাপাশি লন্ডন হামলায় আক্রান্তদের জন্যও সমবেদনা জানাচ্ছি।তাঁদের জন্য প্রার্থনা করছি।’ টুইটের সঙ্গে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর ট্রফি হাতে একটি ছবিও পোস্ট করেন যুবরাজ।
My innings on #CancerSurvivorDay is dedicated to all the heroes & survivors. Also my thoughts & Prayers to all impacted in #londonattack pic.twitter.com/x9sFn6OMf1
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 4, 2017
সব মিলিয়ে এই মুহূর্তে তিনি বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।