Asia Cup 2023: স্টেডিয়ামে ‘রাম সিয়া রাম’ বেজে উঠতে মারকারাটি মেজাজে হার্দিক-ইশান, পাক বোলিংকে পাঠালেন বাউন্ডারির বাইরে !!

Asia Cup 2023: টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এবং ইশান কিষাণের মধ্যে এ দিন মারকুটে মেজাজ দেখা যায়। এ দিন, বেশ কিছুটা সময় ব্যাট হাতে চুপচাপ থাকা হার্দিক এ দিন পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। তিনি বেছে বেছে পাকিস্তানের প্রতিটি বোলারকে বাউন্ডারির বাইরে পাঠান। একইসঙ্গে এই ব্যাপারে পিছিয়ে ছিলেন ইশানও। যাই হোক, কিভাবে এই দু’জন […]