বাদ পড়লেন ধোনি- দ্রাবিড়, যুবরাজ সিং-এর পছন্দের তালিকায় শীর্ষস্থানে এই মহাতারকা !! 1

এই মুহূর্তে ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। প্রাক্তন অলরাউন্ডারের জীবনের ওঠাপড়ার কাহিনী নিয়ে আসছে বায়োপিক। ইতিপূর্বে মহম্মদ আজহারউদ্দীন, শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি-র মত ক্রিকেট তারকাদের জীবনের কাহিনী দেখা গিয়েছে রুপোলি পর্দায়। তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিক’ও। সেই লম্বা তালিকার নবতম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন যুবরাজ সিং। টি-সিরিজ ও ২০০ নট-আউট ফিল্মসের যৌথ প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ছবিটি। বায়োপিকের পাশাপাশি যুবরাজের কোচিং কেরিয়ার নিয়ে এই মুহূর্তে চলছে আলোচনা। শোনা যাচ্ছে দিল্লী ক্যাপিটালস (DC) অথবা গুজরাত টাইটান্সের (GT) প্রশিক্ষক হিসেবে আগামী আইপিএলে (IPL 2025) দেখা যেতে পারে তাঁকে।

Read More: ঈশান কিষণের দুর্ধর্ষ শতরানে কপাল পুড়লো এই তারকা’র, জাতীয় দলের দরজা হতে চলেছে বন্ধ !!

পছন্দের অধিনায়ক বেছে নিলেন যুবরাজ-

Yuvraj Singh | Image: Getty Images
Yuvraj Singh | Image: Getty Images

জাতীয় দলের হয়ে যুবরাজের (Yuvraj Singh) পথচলা শুরু হয় ২০০০ সালে। ১৮ বছর বয়সে প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন। পরবর্তী দেড় দশকেরও বেশী সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিরন্তর পারফর্ম করে গিয়েছেন তিনি। দেশের হয়ে খেলেছেন ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-২০ ম্যাচ। লাল বলের খেলায় করেছেন ১৯০০ রান, নিয়েছেন ৯টি উইকেট। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ৮৭০১ রান ও সংগ্রহে রয়েছে ১১১ উইকেট। কুড়ি-বিশের খেলায় তাঁর ব্যাট থেকে এসেছে ১১৭৭ রান, উইকেট সংখ্যা ২৮টি। লম্বা কেরিয়ারে বহু ট্রফি জিতেছেন তিনি। মেরেছেন এক ওভারে ছয় ছক্কা, বিশ্বকাপের একই ম্যাচে পঞ্চাশের বেশী রান ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড’ও রয়েছে তাঁর। ২০০০ থেকে ২০১৭-এই দীর্ঘ সময়কালে বেশ কয়েকজন অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। তাঁদের মধ্যে নিজের পছন্দের নাম’টি বেছে নিলেন তারকা ক্রিকেটার।

সৌরভকেই প্রিয় ‘ক্যাপ্টেন’ বলছেন যুবরাজ-

Sourav Ganguly and Yuvraj Singh | Image: Getty Images
Sourav Ganguly and Yuvraj Singh | Image: Getty Images

সম্প্রতি স্পোর্টসকীড়া ক্রিকেট ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। র‍্যাপিড ফায়ার রাউন্ডে তাঁকে জিজ্ঞাসা করা হয়, “(সৌরভ) গঙ্গোপাধ্যায়, (রাহুল) দ্রাবিড় ও (মহেন্দ্র সিং) ধোনির মধ্যে সেরা অধিনায়ক কে?” প্রশ্নের উত্তরে যুবরাজ তিন মহারথীকেই কুর্নিশ জানান। তবে সৌরভকে যে তিনি খানিকটা এগিয়ে রাখতে চান, তা বলতেও কোনো রকম দ্বিধা করেন নি তিনি। “ওরা প্রত্যেকেই ভালো অধিনায়ক ছিলেন। আমি (মহেন্দ্র সিং) ধোনি ও (সৌরভ) গঙ্গোপাধ্যায়ের অধীনে লম্বা সময় খেলেছি। আমি শুরুটা করেছিলাম (সৌরভ) গঙ্গোপাধ্যায়ের আমলে। তাই ওঁকেই বেছে নেবো” স্পষ্ট মন্তব্য তাঁর। ২০০০ সালে আঠারো বছর বয়সী যুবরাজ’কে কেনিয়ার মাঠে টিম ইন্ডিয়া’র একাদশে জায়গা দেওয়ার সাহস দেখিয়েছিলেন সৌরভ’ই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ঐ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলে অধিনায়কের আস্থার দাম দেন যুবি।

দেখে নিন কি বলছেন কিংবদন্তি-

ধোনির অধীনেও সাফল্যের শিখর ছুঁয়েছেন যুবি-

Ms Dhoni and Yuvraj Singh | Image: Getty Images
Ms Dhoni and Yuvraj Singh | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি’র আমলেও দীর্ঘ সময় ক্রিকেট খেলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। দেশকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। ২০০৭ সালে যখন অধিনায়ক হিসেবে প্রথম সাফল্য পান ঝাড়খণ্ডের মাহি, তখন তাঁর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যুবি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২ বলে অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি। স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) মেরেছিলেন ছয় ছক্কা। তার ঠিক চার বছর পর ধোনির (MS Dhoni) নেতৃত্বেই দেশের মাঠে ওডিআই বিশ্বকাপ জেতে ভারতীয় দল। সেখানেও বড় ভূমিকা ছিলো যুবরাজের। শরীরে বাসা বেঁধেছিলো দুরারোগ্য ক্যান্সার। শারীরিক কষ্টকে জয় করে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ব্যাট ও বল হাতে অনবদ্য ক্রিকেট খেলার পুরষ্কারস্বরূপ বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে যখন শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তখন যুবরাজের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

Also Read: গম্ভীরের পরীক্ষায় পাস করতে মরিয়া হার্দিক, অনুশীলনে ফিরলেন তারকা অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *