৪, ৬, ৪, ৪, ৪…ব্যাটিং তাণ্ডব ইউসুফ পাঠানের, বল হাতে নাজেহাল দশা ব্রেট লি’র !! 1

যুবরাজ সিং (Yuvraj Singh), ইরফান পাঠান, ইউসুফ পাঠান (Yusuf Pathan), হরভজন সিং- ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (World Championship of Legends) প্রতিযোগিতায় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলে তারকার ছড়াছড়ি। বাইশ গজের দুনিয়া থেকে অবসর নিলেও ক্রিকেট যে তাঁদের ছেড়ে যায় নি তার প্রমাণ দিলেন তাঁরা। পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে একটি ম্যাচ ব্যতিত প্রতিটি খেলাতেই দুরন্ত পারফর্ম্যান্স করেছেন ভারতীয় প্রাক্তনীরা। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তাঁরা। ভারতের হয়ে ব্যাট হাতে নায়ক হয়ে উঠতে দেখা গেলো রবিন উথাপ্পা, যুবরাজ সিং, ইউসুফ পাঠানদের (Yusuf Pathan)। নিয়মিত উইকেট নিয়ে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সকে রুখে দিলেন পবন নেগি, ধবল কুলকার্ণিরাও। জমজমাট ম্যাচ সহজে জিতে ফাইনালে টিম ইন্ডিয়া

Read More: 6,6,6,1,1,4,6…অস্ট্রেলিয়ার সেরা বোলারকে পিটিয়ে ছাতু করলেন ইরফান পাঠান, ব্যাট হাতে চালালেন ধ্বংসযজ্ঞ !!

ব্রেট লি’র বিরুদ্ধে জ্বলে উঠলেন ইউসুফ-

Yusuf Pathan | Image: Twitter
Yusuf Pathan | Image: Twitter

দিনকয়েক আগেই রাজনীতিতে পা দিয়ে ঝড় তুলেছিলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে জিতে নেন সাধারণ নির্বাচন। পরাজিত করেন দীর্ঘদিনের সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে। তবে সাংসদ হওয়ার পরেও রাজনৈতিক দায়িত্ব থেকে দিনকয়েকের ছুটি নিয়ে ইউসুফ অংশ নিয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (World Championship of Legends) টুর্নামেন্টে। ভোটের ময়দানে যেমন সফল তিনি, তেমনই প্রাক্তনীদের বিশ্বচ্যাম্পিয়নশিপেও ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেলো বিশ্বজয়ী ক্রিকেটারকে। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স দলের বিরুদ্ধে সেমিফাইনালে ঝড় তোলেন তিনি।

নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের (INDIA CHAMPIONS) হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ইউসুফ (Yusuf Pathan)। প্রথমে দলনায়ক যুবরাজ ও পরে ভাই ইরফান পাঠানের সাথে জুটি বাঁধেন। শুরু থেকেই মারমুখী ছিলেন বহরমপুরের সাংসদ। তাঁর ব্যাটিং-এর আগুনে ঝলসে গেলেন অজি প্রাক্তনী ব্রেট লি (Brett Lee)। ১৯তম ওভারে বোলিং করতে এসেছিলেন লি। প্রথম ডেলিভারিটি ওয়াইড হয়। এরপর ঝড় তোলেন ইউসুফ (Yusuf Pathan)। মারেন বাউন্ডারি। পরের বলটিকে ডিপ-মিড উইকেটের উপর দিয়ে আছড়ে ফেলেন গ্যালারিতে। পরের তিনটি বলেও রেহাই পান নি অজি পেসার। যথাক্রমে ডিপ মিড উইকেট, এক্সট্রা কভার ও ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ দিয়ে ঠেলে দেন বাউন্ডারিতে। শেষমেশ ২৩ বলে ৫১ করে নিট-আউট থাকেন ইউসুফ।

দেখুন পাঠান ভাইদের ধ্বংসযজ্ঞ-

দুরন্ত খেলে ফাইনালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স-

Irfan Pathan and Yusuf Pathan | Image: Twitter
Irfan Pathan and Yusuf Pathan | Image: Twitter

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (World Championship of Legends) টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ ভালো খেলেছিলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। ছিনিয়ে নিয়েছিলো জয়। কিন্তু তৃতীয় ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে বড় ধাক্কা খায় তারা। হেরে লীগ তালিকায় শীর্ষস্থান হারাতে হয়েছিলো তাদের। তারপর অবশ্য হতদ্যম হয়ে পড়েন নি যুবরাজ সিং (Yuvraj Singh), অম্বাতি রায়ুডু’রা। লড়াই করে ফেরেন লড়াইতে। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় প্রাক্তনীরা। নজর কাড়লেন তাঁরা। নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে একপেশে লড়াইতে অজি দল’কে ৮৬ রানের ব্যবধানে হারিয়ে তারা জায়গা করে নিলো ফাইনালে। খেতাবী লড়াইতে আরও একবার পাকিস্তানের মুখোমুখি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (INDIA CHAMPIONS)।

টসে জেতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। অধিনায়ক ব্রেট লি (Brett Lee) ভারতকে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানান। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। অম্বাতি রায়ুডু ও সুরেশ রায়না যথাক্রমে ১৪ ও ৫ করে আউট হলেও ঝড়ের গতিতে রান এগিয়ে নিয়ে যান রবিন উথাপ্পা (Robin Uthappa), যুবরাজ সিং-রা। উথাপ্পা ৩৫ বলে ৬৫ ও যুবরাজ করেন ২৮ বলে ৫৯ রান। এরপর ঝড় তোলেন ইউসুফ (Yusuf Pathan) ও ইরফান পাঠান (Irfan Pathan)। দুই ভাইয়ের জোড়া অর্ধশতকে রানের পাহাড় গড়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। ২০ ওভার শেষে থামে ২৫৪তে। রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। টিম পেইনের (Tim Paine) ৪০ ও নাথান কুল্টার নাইলের ১৩ বলে ৩০ রানের ইনিংস সত্ত্বেও তারা থমকে যায় ১৬৮ রানেই।

Also Read: 6,6,6,6,4,4,4… আগুন ঝরানো ব্যাটিং করলেন অর্জুন তেন্ডুলকর, মাত্র ৩৭ বলে জুড়ে দিলেন শতরান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *