yograj-singh-targets-ms-dhoni

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর আর ভারতের নীল জার্সি গায়ে মাঠে নামেন নি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০২০ সালে নিজের জন্মদিন অর্থাৎ ৭ জুলাই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে দেন তিনি। এরপর কেটে গিয়েছে প্রায় চার বছর। মাঝে জাতীয় দলের মেন্টর হিসেবে তিনি যোগ দিয়েছিলেন ২০২১-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য। কিন্তু সাফল্য আসে নি। পাশাপাশি আইপিএলে (IPL) নিয়মিত খেলা চালিয়ে গিয়েছেন তিনি। ২০২০-এর পরেও দুইবার ট্রফি জিতেছেন চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক হিসেবে। ২০২৪-এ ছাড়েন নেতৃত্ব। তবে প্রায় ৪২ ছুঁইছুঁই বয়সেও মাঠে নেমেছেন ব্যাট হাতে। কিন্তু এবারের টুর্নামেন্টে প্লে-অফের গণ্ডী পার করাতে পারেন নি দলকে।

এমনিতেই বরাবর সংবাদমাধ্যমের থেকে দূরে থাকা পছন্দ করেন ধোনি (MS Dhoni)। আন্তর্জতিক অবসরের পর থেকে আরও গুটিয়ে নিয়েছেন নিজেকে। সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন না কিছুই। মাঝেসাঝে নিজের বাইক, পরিবার বা পোষ্যদের সাথেই কেবল ছবি শেয়ার করেন। বিতর্ক থেকে শত হস্ত দূরে থাকতে চাওয়া তারকাকে নিয়েও এবার তৈরি হলো জটিলতার মেঘ। ধোনি (MS Dhoni) নাকি যুবরাজ-ভারতীয় দলের সেরা ম্যাচ উইনার কে তা নিয়ে গত দশকের প্রথম দিকেও তীব্র বাদানুবাদ চলেছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। পরে তা পরিবর্তিত হয় কোহলি বনাম রোহিতে। তবে প্রায়বিস্মৃত সেই বিতর্কের আগুন আবার লাগিয়ে দিলেন স্বয়ং যুবরাজ সিং-এর (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং-এর (Yograj Singh)। একটি সাক্ষাৎকার দিতে বসে ধোনি সম্পর্কে তিনি যা বললেন তা নিয়ে শুরু হয়েছে জটিলতা।

Read More: IND vs ZIM: ফ্লাইং কিস-এর মাশুল দিতে হচ্ছে হর্ষিত রাণা’কে, প্রাপ্য সুযোগ থেকে BCCI করলো বঞ্চিত !!

ধোনিকে দুষলেন যোগরাজ-

Yograj Singh | MS Dhoni | Image: Getty Images
Yograj Singh | Image: Getty Images

ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের সম্ভাবনা কতদূর? এই প্রশ্নই রাখা হয়েছিলো কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং-কাছে (Yograj Singh)। সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ টেনে এনে বলেন, “ভারতের উচিৎ টি-২০ বিশ্বকাপ জেতা। কারণ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ওখানে নেই। যুবরাজ সিং আইসিসি’র দূত। হিংসায় ওর সাথে হাতও মেলায় নি ধোনি। সেই কারণেই এই বছর চেন্নাই সুপার কিংস ব্যর্থ হয়েছে।” ক্রিকেটের সাথে দীর্ঘদিন যুক্ত যোগরাজ। ভারতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন তিনি। এখনও কোচিং করান নিয়মিত। মাঝেমধ্যে নেমে পড়েন ব্যাট হাতেও।  তা সত্ত্বেও অন্য এক ক্রিকেটারের প্রতি এহেন মন্তব্য কেন? ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটজনতা। ‘যুবরাজ নিজেও এমন মন্তব্য সমর্থন করবেন না’ লিখেছেন একজন।

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সুযোগ পেলেই মহেন্দ্র সিং ধোনির দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে যোগরাজ সিং-কে। ছেলে যুবরাজের কেরিয়ারে উন্নতির পথে নাকি বাধা সৃষ্টি করেছিলেন ঝাড়খণ্ডের মাহি, অভিযোগ করেছেন তিনি। ২০১৭’র পর যুবি’র জাতীয় দল থেকে বাদ পড়ার পেছনেও ধোনি কলকাঠি নেড়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যোগরাজ। বলেন, “যুবরাজকে নিয়ে আমার যা স্বপ্ন ছিলো, তা চুরমার করেছেন ধোনি। যতদিন বেঁচে থাকবো সেই ক্ষোভ আমার কমবে না। আমি সকলকে সঠিক পথ বেছে নেওয়ার পরামর্শ দিই। কিন্তু দিনের শেষে ঠিক-ভুলের বিচার করেন ঈশ্বর।” ক্রিকেটমাঠে একসাথে বহু ম্যাচ ভারত’কে জিতিয়েছেন ধোনি ও যুবরাজ। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’কে নিজের বন্ধু বলতে নারাজ প্রাক্তন অলরাউন্ডারও। একটি পডকাস্টে দিনকয়েক আগেই তাঁকে ‘সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

দেখে নিন কি বলছেন যোগরাজ-

Also Read: টি-২০ বিশ্বকাপের অফ ফর্ম’ই হয়ে দাঁড়ালো কাল, অবসর নিতে বাধ্য হলেন কিংবদন্তি ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *