WTC Final: “এই লোকটাই অপয়া…” টিভি স্ক্রিনে জয় শাহ, পরের বলেই আউট পূজারা, ফুঁসে উঠলেন নেটজনতা !! 1

WTC Final: টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে আসে। প্রথম ইনিংসে স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডের জোড়া শতরানের দাপটে ৪৬৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে বেশ নড়বড়ে লেগেছিলো ভারতীয় টপ-অর্ডারকে। রাহানে, জাদেজা, শার্দুলের লড়াই ভারতকে ফলো-অনের হাত থেকে বাঁচালেও ব্যাগি গ্রিন বাহিনীর রানের আশেপাশেও পৌঁছে দিতে পারে নি। ২৯৬ রানে শেষ হয় ‘টিম ইন্ডিয়া’র প্রথম ইনিংস। অজিদের তুলনায় ১৭৩ রানে পিছিয়ে পড়ে তারা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে বরং অনেকটা সপ্রতিভ লেগেছে ভারতকে। সিরাজ-শামি-উমেশ, উইকেট পেয়েছেন সকলেই। ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজাও। লাবুশেনের ৪১ এবং অ্যালেক্স ক্যারির অপরাজিত ৬৬ রানের ইনিংস তাদের স্কোরবোর্ডকে সচল রাখে আজ। চতুর্থ দিনে ২৭০ রানের মাথায় ডিক্লেয়ার করে তারা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। ওভালের ইতিহাস বলছে ২৬৩ রানের বেশী এখানে চতুর্থ ইনিংসে তাড়া করে কেউ জেতে নি। প্রায় অসম্ভব কাজটাই জিততে গেলে করতে হবে ভারতকে। এই পরিস্থিতিতে মরণপণ ব্যাটিং ছাড়া জয়ের কোনো রাস্তা খোলা নেই ভারতের সামনে। প্রথম ইনিংসের ভুলচুক শুধরে নিয়ে খেলবেন রোহিত, পূজারারা। এমনটাই আশা ছিলো ভারতীয় সমর্থকদের। কিন্তু সেই আশায় জল ঢাললেন ভারতের ব্যাটাররা। শুভমানকে দিয়ে শুরুটা হয়েছিলো। এরপর আউট হন রোহিত শর্মা। অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফিরলেন চেতেশ্বর পূজারাও। মিডল অর্ডারের স্তম্ভ পূজারা আউট হতে নেটজনতার রোষ গিয়ে পড়েছে বোর্ড সচিব জয় শাহের ওপর।

Read More: WTC Final: “অনেক হয়েছে, এবার অবসর…” ওভালে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন রোহিত, তীব্র কটাক্ষ নেটিজেনদের !!

সমর্থকদের রোষানলে পড়তে হলো জয় শাহকে-

Jay Shah | WTC Final | Image: Twitter
Jay Shah | Image: Twitter

রোহিত ও শুভমান শুরুটা বেশ ভালোই করেছিলেন আজ। কিন্তু স্কট বোল্যান্ডের বলে দুর্ভাগ্যের শিকার হয়ে শুভমান গিল প্রথমে ফেরেন সাজঘরে। ক্যামেরন গ্রিনের ক্যাচটি বৈধ কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে রোহিত শর্মা যেভাবে আউট হলেন তা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। নাথান লিয়ঁর বলে স্যুইপ মারতে গিয়ে এলবিডব্লু হলেন তিনি। অহেতুক এই শট মারতে গিয়ে দলের বিপদ বাড়ালেন খোদ অধিনায়কই। দুই ওপেনার আউট হওয়ার পর চেতেশ্বর পূজারাকে লম্বা ইনিংস খেলতে দেখতে চেয়েছিলেন সমর্থকেরা। কিন্তু তিনি আউট হলেন চরম অপূজারাচিত একটি শট মারতে গিয়ে। প্রথম ইনিংসে করেছিলেন ১৪। দ্বিতীয় ইনিংসে ফিরলেন ২৮ রান করে।

অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের শর্ট বল ‘ডাক’ করার বদলে আপাত কাট মারতে যান পূজারা। ব্যাট স্পর্শ করে তা জমা পড়ে উইকেটরক্ষক অ্যালেন্স ক্যারির দস্তানায়। মিডল অর্ডারের স্তম্ভ পূজারা দুই ইনিংসেই ব্যর্থ হলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ‘টেস্ট স্পেশ্যালিস্ট’-এর ব্যাটে রানের খরা দেখে বিরক্ত নেটজনতা আক্রমণ শানিয়েছেন তাঁর দিকে। ঘটনাচক্রে যখন পূজারা আউট হন, ঠিক তার আগের মুহূর্তে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরেছিলো জয় শাহের মুখ। ভারতীয় বোর্ড সচিবকে গ্যালারিতে কানে ফোন দিয়ে কিছু কথাবার্তা বলতে দেখা যায়। পরমুহূর্তেই অঘটন ঘটায় ভারতীয় সমর্থকেরা জয় শাহকেই ‘অপয়া’ আখ্যা দিচ্ছেন। অনেকেই তাঁর আমলে ভারতীয় ক্রিকেটের একটানা ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ট্যুইটার চিত্র-

Also Read: WTC Final: ওভালে ‘বেনিফিট অফ দ্য ডাউট’ পেলেন না শুভমান গিল, উইকেট হারিয়ে চাপের মুখে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *