wpl-fans-troll-rcbw-as-dcw-wins-match

WPL 2024: দেখতে দেখতে এক সপ্তাহে পা দিলো উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL 2024)। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালস। ঘরের মাঠে খেলা, গ্যালারির সমর্থন পুরোপুরি পেলেন স্মৃতি মন্ধানারা। একই সাথে মরসুমের প্রথম দুই ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসও সঙ্গী ছিলো বেঙ্গালুরুর। সব মিলিয়ে’ফেভারিট’ হয়েই মাঠে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। সুযোগ ছিলো তৃতীয় ম্যাচ জিতে লীগ শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করা। কিন্তু জয়ের হ্যাট্রিক আর করা হলো না। মেগ ল্যানিং-এর অধিনায়কত্বে দুরন্ত জয় ছিনিয়ে নিলো দিল্লী ক্যাপিটালস। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর টানা দুই ম্যাচ জিতে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ালো গতবারের রানার্স-আপ’রা।

Read More: “যদি গাঙ্গুলী-জাদেজা’রা এটা করতে পারে…”, শ্রেয়াস-ইশানদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিষ্ফোরক মেজাজে হর্ষ ভোগলে !!

টসে জিতে দিল্লীকেই প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। অজি তারকা মেগ ল্যানিং আজ মাত্র ১১ রান করেই ফেরেন সাজঘরে। স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শেফালী ভার্মা। ভারতীয় তরুণীর ৩১ বলে ৫০ রানের ইনিংস বড় রানের ভিত গড়ে দেয়। ইনিংসে ৪টি বিশাল ছক্কা হাঁকান তিনি। শেফালীকে গত ম্যাচ থেকেই ‘লেডি হিটম্যা’ নামে ডাকছে সোশ্যাল মিডিয়া। আজকের ম্যাচের পর সেই নামে ফের একবার মুখরিত হলো সমাজমাধ্যমের দেওয়াল। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসিও ঝড় তোলেন আজ। করেন ৩৩ বলে ৪৬ রান। নিঃসন্দেহে বিশেষ প্রতিভা, মন্তব্য সোশ্যাল মিডিয়ার। জেমিমা ০ রান করে ফিরলেও ফিনিশার হিসেবে ঝোড়ো ইনিংস খেলেন মারিজান কাপ ও জেস জোনাসেন। যথাক্রমে ১৬ বলে ৩২ ও ১৬ বলে ৩৬* করেন তাঁরা। প্রতিপক্ষকে ১৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিল্লী।

রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুকে লড়াইতে রেখেছিলো তাদের ওপেনিং জুটি। সোফি ডিভাইন গত দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফেরার আভাস দিলেন। করেন ২৭। তবে আজ ঝড় তোলেন স্মৃতি মন্ধানা। ৪৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। কমলা টুপির দৌড়ে পিছনে ফেললেন হরমনপ্রীত’কে। ‘স্মৃতি বুঝিয়ে দিলো বিশ্বের সেরা ওপেনার এই মুহূর্তে কে’ প্রশংসায় ভরিয়ে লিখেছিলেন এক নেটিজেন। তবে বেঙ্গালুরুর শুরুটা ভালো হলেও চাপ বজায় রাখতে পারলো না তারা। রিচা ঘোষ, জর্জিয়া ওয়্যারহ্যাম, নাদিন দে ক্লার্ক-পরপর উইকেট হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৩০ রানের ব্যবধানে। কটাক্ষ করে অনেকে বলেছেন, ‘এবার মনে হচ্ছে আসল আরসিবি,’ ‘এর থেকে তো তাসের ঘর’ও মজবুত’, মন্তব্য আরও একজনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: WPL 2024: চিন্নাস্বামীতে এবি ডি ভিলিয়ার্সকে মনে করালেন ওয়ারহাম, বাউন্ডারিতে তার অবিশ্বাস্য ফিল্ডিং মুহূর্তে হল ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *