wpl-2024-miw-vs-dcw-harmanpreet-potm

WPL 2024: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) দ্বিতীয় মরসুম। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়লো টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ, শাহিদ কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা। ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান’ও (Shah Rukh Khan)। তাঁর সাথে ‘ঝুমে যো পাঠান’ গানে কোমর দোলাতে দেখা গেলো পাঁচ দলের পাঁচ অধিনায়ককেও। ৪৫ মিনিট ধরে চলা অনুষ্ঠানের পর শুরু হয় ব্যাট-বলের দ্বৈরথ। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DCW)। গত বছরের ফাইনালে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালসকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪-এ ভেন্যু বদলালেও বদল হলো না ফলাফল। ‘লাস্ট বল’ থ্রিলারে দিল্লীকে হারিয়ে ফের একবার সাফল্যের স্বাদ পেলো মুম্বই (MIW)।

টসে হেরে প্রথমে ব্যাট করে দিল্লী। ওপেনার শেফালী ভার্মা আজ ফেরেন ১ রান করে। অ্যালিস ক্যাপসিকে সাথে নিয়ে ইনিংস পুনর্গঠনের কাজে হাত লাগান দিল্লী অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। অজি কিংবদন্তি করেন ৩১। অ্যালিস ক্যাপসি’র ব্যাট থেকে আসে ৭৫ রানের চমৎকার ইনিংস। ঝড় তোলেন জেমিমা রড্রিগস। ২৪ বলে করেন ৪২ রান। নির্ধারিত ২০ ওভারে দিল্লীর স্কোরবোর্ড পৌঁছেছিলো ১৭১ রানে। ক্যারিবিয়ান তারকা হেইলি উইলিয়ামস ০ রান করে ফেরায় চাপে পড়েছিলো মুম্বই। রান পান নি ন্যাটালি স্কিভার-ব্রান্ট’ও। ইয়াস্তিকা ভাটিয়া ও হরমনপ্রীত কৌরের জোড়া অর্ধশতকে লড়াইতে টিকে ছিলো মুম্বই। শেষ ওভারে দুই উইকেট নিয়ে দিল্লীকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন ক্যাপসি। ম্যাচের অন্তিম বলে ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩৫ বলে ৫৫ করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)।

Read More: IND vs ENG: “এটাই যেন আমার শেষ ম্যাচ…”, প্রথমদিন বল হাতে ঝড় তোলার পর বড় রহস্য খোলসা করলেন আকাশদীপ !!

‘এখানে দাঁড়িয়ে আছি সাজানার জন্য,’ সতীর্থের প্রশংসায় হরমন-

Harmanpreet Kaur | WPL 2024 | Image: Getty Images
Harmanpreet Kaur | WPL 2024 | Image: Getty Images

জয় দিয়ে শেষ হয়েছিলো ২০২৩ মরসুম। ২০২৪-এর শুরুটাও হলো জয় দিয়ে। স্বভাবতই তৃপ্ত মুম্বই ইন্ডিয়ান্স (MIW) দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দুরন্ত অর্ধশতক করে ম্যাচের সেরার পুরষ্কার পান তিনি। ব্যাটিং বিক্রমের জন্য কৃতজ্ঞতা জানালেন কোচ’কে। সঞ্চালক মুরলী কার্তিককে হরমনপ্রীত জানান, “যেভাবে খেলেছি আমরা, তাতে আমি খুশি। আমি কৃতিত্ব দিতে চাইব আমার ব্যাটিং কোচ হিমাংশ ভাই’কে। অস্ট্রেলিয়া সফরের পর আমি আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু উনি আমায় আত্মবিশ্বাস যুগিয়েছিলেন। আমি ঘরোয়া ক্রিকেট খেলি নি (সেই সময়)। আমার ভালো লাগছিলো না। সেই সময় এই বিরতিটা খুব কাজে দিয়েছে মানসিকভাবে তরতাজা হয়ে উঠতে।”

পিচ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। বলেন, “ব্যাটিং-এর সময় পিচ ভালোই লেগেছে। আমরা ভেবেছিলাম ম্যাচটা শেষ অবধি টেনে নিয়ে যাবো। আমরা জানতাম আমরা জিততে পারবো।” শেষ বলের মুখোমুখি হতে মাঠে নেমেছিলেন এস সাজানা (S Sajana)। আর তাতেই ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন কেরলের তরুণী। সতীর্থের দক্ষতার উপর পূর্ণ আস্থা ছিলো। জানাচ্ছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। বলেন, “ও অনুশীলনে লাগাতার ছক্কা হাঁকাচ্ছিলো। আজ ম্যাচেও দেখিয়ে দিলো। আমরা চেয়েছিলাম প্রথম তিন বলে ম্যাচ শেষ করতে। কিন্তু সাজানার কারণে আমাদের ব্যাটিং-এ যে গভীরতা রয়েছে, তা আমরা জানি। ওর জন্যই আজ এখানে দাঁড়িয়ে আছি। প্রথমে ব্যাটিং করি বা পরে, সেটা কোনো ব্যাপার নয়। কেবল পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনাতে বদল আনার ভাবনা রয়েছে আমাদের।”

Also Read: WPL 2024, Opening Ceremony: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী বসলো ‘চাঁদের হাট’, শাহরুখ-টাইগাররা মাতালেন মঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *