wpl-2024-ggw-vs-miw-match-03-report

WPL 2024: দেখতে দেখতে ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) পা দিলো তৃতীয় দিনে। প্রথম দুই দিনে দুই থ্রিলারের সাক্ষী থাকার সৌভাগ্য হয়েছিলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের। প্রথম ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। বিজিতের তালিকায় নাম লেখাতে হয়েছিলো দিল্লী ক্যাপিটালসকে। দ্বিতীয় ম্যাচে মাত্র ২ রানের ব্যবধানে ইউ পি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ তৃতীয় দিনে অবশ্য তত রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেলো না। ডব্লুপিএলের প্রথম ‘সুপার সানডে’তে একপেশে দাপট বজায় রেখে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটের ব্যবধানে সহজ জয় পেলো মুম্বই ইন্ডিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় গুজরাতকে। ১২৬ রানের বেশী করতে পারে নি তারা। ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

Read More: WPL 2024: “এটা তো মাস্তানির সমান…”, চিন্নাস্বামীতে মুম্বাই ইন্ডিয়ান্সের পতাকা নিয়ে গন্ডগোল, সরব হল নেটপাড়া !!

শাবনিম-এমিলিয়া কাঁপুনি ধরালেন গুজরাত ব্যাটিং-এ-

Shabnim Ismail  | WPL 2024 | Image: Getty Images
Shabnim Ismail | WPL 2024 | Image: Getty Images

গত মরসুমের ব্যর্থতাকে পিছনে ফেলে এগিয়ে চলার লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিলো গুজরাত জায়ান্টস দল। কিন্তু চিন্নাস্বামীতে তাদের যাত্রাপথের সূচনাটা শুভ হলো না। প্রথমে ব্যাট করতে নেমেছিলো তারা। দক্ষিণ আফ্রিকার তারকা শাবনিম ইসমাইলের প্রথম স্পেলেই ছত্রভঙ্গ হয়ে পড়ে গুজরাত টপ অর্ডার। ইনিংসের শুরুতেই তিনি ফেরান বেদা কৃষ্ণমূর্তি’কে। ০ রান করে ফেরেন তিনি। গুজরাত মিডল অর্ডারের অন্যতম ভরসা হরলীন দেওল’ও আজ ব্যর্থ হলেন ব্যাট হাতে। শাবনিমের বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলীয় তরুণী ফিবি লিচফিল্ডকে নিয়ে আশা ছিলো সমর্থকদের। বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডার্সের হয়ে চমৎকার খেলেছিলেন তিনি। কিন্তু ডব্লুপিএল (WPL) অভিষেকে ৭ রানের বেশী এগোতে পারলেন না তিনি। তাঁকে ফেরান ন্যাটালি স্কিভার-ব্রান্ট।

গুজরাতের ব্যাটিং অর্ডারে ধস রোখা যায় নি আজ। পাওয়ার-প্লে’র মধ্যেই ৩ উইকেট হারিয়েছিলো তারা। এরপর অষ্টম ওভারে হেইলি ম্যাথিউজের বলে আউট হন হেমলতা। লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক বেথ মুনি। গত মরসুমে প্রথম ম্যাচেই কাফ মাসলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। আজ দলের দায়িত্ব একার কাঁধে তুলে নেওয়ার প্রয়াস করলেন অজি তারকা। কিন্তু শাবনিম ইসমাইলের বলে ২২ বলে ২৪ করে ফিরতে হয় তাঁকে। গুজরাত ব্যাটিং-কে ধরাশায়ী করতে বড় ভূমিকা নিলেন এমিলিয়া কের। পরপর অ্যাশলি গার্ডনার, স্নেহ রানা, তনুজা কানওয়ার ও লিয়া তাহুহু’কে আউট করেন তিনি। মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। শাবনিম-এমিলিয়া ঝড়ে গুজরাত থেমে যায় ১২৬ রানে।

টানা দ্বিতীয় জয় মুম্বই ইন্ডিয়ান্সের-

Amelia Kerr | WPL 2024 | Image: Getty Images
Amelia Kerr | WPL 2024 | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্সের মত তারকাখচিত দলের বিরুদ্ধে ১২৭ রানের লক্ষ্যমাত্রা কখনও যথেষ্ট নয়, বিশেষত চিন্নাস্বামীর মত ব্যাটিং বান্ধব পিচে। তবুও অঘটনের অপেক্ষায় ছিলেন গুজরাত জায়ান্টস সমর্থকেরা। ২১ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে আশার আলো জ্বালিয়েছিলেন গুজরাত বোলাররা। কিন্তু অচিরেই নিভে যায় তা। ৭ রান করে ফিরেছিলেন গত ম্যাচে দুরন্ত অর্ধশতক করা ইয়াস্তিকা ভাটিয়া, ৭ রানেই থামতে হয় গত ডব্লুপিএলের (WPL) সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হেইলি ম্যাথিউজকেও। এরপর ইনিংসের হাল ন্যাটালি স্কিভার-ব্রান্ট ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে গুজরাত। ১৮ বলে ২২ করে ন্যাটালি আউট হলেও লড়াইতে ফেরা সম্ভব হয় নি বেথ মুনি’র দলের পক্ষে।

বল হাতে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ভেঙেছিলেন এমিলিয়া কের। নিউজিল্যান্ডের তারকা ব্যাট হাতেও গুজরাতের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান। হরমনপ্রীতের সাথে জুটি বেঁধে ম্যাচ এনে দেন মুম্বইয়ের হাতের মুঠোয়। ২৫ বলে ৩১ রান করে যখন আউট হন, তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় কেবল সময়ের অপেক্ষা। পূজা বস্ত্রকার ছয় নম্বরে ব্যাট করতে নেমে সফল হন নি। মাত্র ১ রান করে উইকেট হারান। তাতে অবশ্য চাপ বাড়ে নি মুম্বই ইন্ডিয়ান্সের উপর। আমানজ্যোত কৌরকে সাথে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক হরমনপ্রীত। গত ম্যাচে দিল্লীর বিরুদ্ধে অনবদ্য অর্ধশতক করেছিলেন। হয়েছিলেন ম্যাচের সেরা। আজও দায়িত্বশীল ৪১ বলে ৪৬* রানের ইনিংস খেলেন তিনি।  টানা দ্বিতীয় জয় হাসিল করে লীগ শীর্ষে জায়গা করে নিলো মুম্বই। খেতাব রক্ষার উদ্দেশ্যে দৌড় শুরু করে দিলেন হরমনপ্রীত, সাইকা ঈশাকরা।

Also Read: IND vs ENG: তৃতীয় দিনে প্রত্যাঘাত ভারতের, অশ্বিন-কুলদীপের ঘূর্ণিতে সিরিজ হারের দোরগোড়ায় ইংল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *