WPL 2024: ফেব্রুয়ারিতে ফিরছে উইমেন্স প্রিমিয়ার লীগ, রইলো সম্পূর্ণ ক্রীড়াসূচি, দেখে নিন পাঁচ দলের সম্পূর্ণ স্কোয়াড’ও !! 1

WPL 2024: ছেলেদের IPL আত্মপ্রকাশ করেছিলো ২০০৮ সালে। এরপর যত সময় এগিয়েছে, ততই বেড়েছে বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের জনপ্রিয়তা। আইপিএলের পথচলা শুরু হওয়ার তার ঠিক দেড় দশক বাদে মেয়েদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ চালু করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২৩ সালে প্রথম মরসুমে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলো উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)। ব্র্যাবোর্ন ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) সাথে নাতালি স্কিভার-ব্রান্ট বা এলিস পেরীদের মত আন্তর্জাতিক তারকাদের এক দলের হয়ে মাঠে নামা দেখতে হাজির হয়েছিলেন বহু দর্শক। প্রথম মরসুমের সাফল্য আরও বড় পরিসরে WPL-এর দ্বিতীয় মরসুম আয়োজন করার আত্মবিশ্বাস যুগিয়েছে বিসিসিআই-কে।

সংবাদমাধ্যম সূত্রে আগেই জানা গিয়েছিলো যে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হতে পারে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)। সেই তথ্যেই সিলমোহর পড়লো আজ। জানানো হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। চলবে ১৭ মার্চ অবধি। গত বছর কেবল মুম্বইতে আয়োজিত হয়েছিলো WPL। এবার আর একটি মাত্র শহরে সীমাবদ্ধ থাকছে না টুর্নামেন্ট। বদলে ক্যারাভান মডেল অনুসরণ করা হচ্ছে এবার। টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলি হবে বেঙ্গালুরুতে। পরবর্তীতে টুর্নামেন্ট পাড়ি দেবে দিল্লী। ১৭ মার্চ ফাইনাল আয়োজিত হবে অরুণ জেটলি স্টেডিয়ামেই। এবারের টুর্নামেন্টে থাকছে মোট ২২টি ম্যাচ। লীগ পর্ব শেষে শীর্ষে থাকা দল পৌঁছে যাবে ফাইনালে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল’কে বসতে হবে এলিমিনেটরের পরীক্ষায়। প্রথম খেলাতেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস।

Read More: IND vs ENG: ফাঁস হলো ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের একাদশ, কোহলির জায়গায় দলে জায়গা করে নিলেন এই ম্যাচ উইনার !!

WPL-এর সম্পূর্ণ সূচি-

WPL 2024 | Image: Twitter

Match No. Date Teams Venue
০১ ২৩/০২/২০২৪ মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস বেঙ্গালুরু
০২ ২৪/০২/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম ইউ পি ওয়ারিয়র্স বেঙ্গালুরু
০৩ ২৫/০২/২০২৪ গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স বেঙ্গালুরু
০৪ ২৬/০২/২০২৪ ইউ পি ওয়ারিয়র্স বনাম দিল্লী ক্যাপিটালস বেঙ্গালুরু
০৫ ২৭/০২/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত জায়ান্টস বেঙ্গালুরু
০৬ ২৮/০২/২০২৪ মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউ পি ওয়ারিয়র্স বেঙ্গালুরু
০৭ ২৯/০২/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালস বেঙ্গালুরু
০৮ ০১/০৩/২০২৪ ইউ পি ওয়ারিয়র্স বনাম গুজরাত জায়ান্টস বেঙ্গালুরু
০৯ ০২/০৩/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স বেঙ্গালুরু
১০ ০৩/০৩/২০২৪ গুজরাত জায়ান্টস বনাম দিল্লী ক্যাপিটালস বেঙ্গালুরু
১১ ০৪/০৩/২০২৪ ইউ পি ওয়ারিয়র্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু
১২ ০৫/০৩/২০২৪ দিল্লী ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স দিল্লী
১৩ ০৬/০৩/২০২৪ গুজরাত জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লী
১৪ ০৭/০৩/২০২৪ ইউ পি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স দিল্লী
১৫ ০৮/০৩/২০২৪ দিল্লী ক্যাপিটালস বনাম ইউ পি ওয়ারিয়র্স দিল্লী
১৬ ০৯/০৩/২০২৪ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টস দিল্লী
১৭ ১০/০৩/২০২৪ দিল্লী ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লী
১৮ ১১/০৩/২০২৪ গুজরাত জায়ান্টস বনাম ইউ পি ওয়ারিয়র্স দিল্লী
১৯ ১২/০৩/২০২৪ মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লী
২০ ১৩/০৩/২০২৪ দিল্লী ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস দিল্লী
২১ ১৫/০৩/২০২৪ এলিমিনেটর দিল্লী
২২ ১৭/০৩/২০২৪ ফাইনাল দিল্লী

* প্রত্যেকটি ম্যাচ সন্ধ্যা ৭ঃ৩০ থেকে শুরু হবে।

পাঁচ দলের সম্পূর্ণ স্কোয়াড-

WPL 2024 | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালস-

অ্যালিস ক্যাপসি, অরুন্ধতী রেড্ডি, জেমিমা রড্রিগস, জেস জোনাসেন, লরা হ্যারিস, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিনু মনি, পুনম যাদব, রাধা যাদব, শেফালী বর্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সাধু, অ্যানাবেল সাদারল্যান্ড, অপর্ণা মণ্ডল, অশ্বিনী কুমারি।

গুজরাত জায়ান্টস-

অ্যাশলি গার্ডনার, বেথ মুনি, দয়ালন হেমলথা, হরলীন দেওল, লরা উলভার্ট, শবনম শাকিল, স্নেহ রানা, তনুজা কানওয়ার, ফিবি লিচফিল্ড, মেঘনা সিং, তৃষা পুজিথা, কাশভি গৌতম, প্রিয়া মিশ্র, লরেন চিট্‌ল, ক্যাথরিন ব্রাইস, মন্নত কাশ্যপ, বেদা কৃষ্ণমূর্তি, তারান্নুম পাঠান।

মুম্বই ইন্ডিয়ান্স-

আমানজ্যোত কৌর, এমেলিয়া কের, ক্লোয়ি টাইরন, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথিউজ, হুমাইরা কাজি, ইসি ওঙ্গ, জিন্তিমনি কলিতা, নাতালি স্কিভার-ব্রান্ট, পূজা বস্ত্রকার, প্রিয়াঙ্কা বালা, সাইকা ঈশাক, ইয়াস্তিকা ভাটিয়া, শাবনিম ইসমাইল, এস সঞ্জনা, আমানদীপ কৌর, ফতিমা জাফর, কীর্তনা বালাকৃষ্ণণ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

আশা শোভনা, দিশা কাসাত, এলিস পেরি, হিদার নাইট, ইন্দ্রাণী রায়, কণিকা আহুজা, রেণুকা সিং, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিল, স্মৃতি মন্ধানা, সোফি ডিভাইন, জর্জিয়া ওয়ারহ্যাম, কেট ক্রস, একতা বিস্ত, শুভা সতীশ, এস মেঘনা, সিমরণ বাহাদুর, সোফি মোলিনে।

ইউ পি ওয়ারিয়র্স-

অ্যালিসা হিলি, অঞ্জলী সর্বাণী, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, কিরণ নাভগিরে, লরেন বেল, লক্ষ্মী যাদব, প্বার্শভী চোপড়া, রাজেশ্বরী গায়কোয়াড়, সোপ্পাডাণ্ডী যশশ্রী, শ্বেতা সেহরাওয়াত, সোফি একলেস্টোন, তালিয়া ম্যাকগ্রা, ড্যানি ওয়্যাট, বৃন্দা দীনেশ, পুনম খেমনার, সায়মা ঠাকুর, গৌহর সুলতানা।

Also Read: IND vs ENG: নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রিঙ্কু সিং, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে হলো এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *