wpl-2024-fans-react-to-dcw-win-vs-upw

WPL 2024: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো ইউ পি ওয়ারিয়র্স ও দিল্লী ক্যাপিটালস। গত মরসুমে দুই সাক্ষাতে দুইবারই ইউপি’কে হারিয়েছিলো মেগ ল্যানিং-এর দল। ২০২৪-এও বদল হলো না ফলাফলে। বেঙ্গালুরুর মাঠে ৯ উইকেটের বিরাট ব্যবধানে অ্যালিসা হিলি, গ্রেস হ্যারিসদের হারালো গতবারের রানার্স আপ’রা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরসুমের উদ্বোধনী ম্যাচে শেষ বলে ছক্কা হজম করে হারতে হয়েছিলো দিল্লীকে। আজ দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালো তারা। অন্যদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে যাত্রাশুরু করেছিলো ইউপি। আজ টানা দ্বিতীয় হারের সম্মুখীন হতে হলো তাদের।

Read More: IND vs ENG, 4th Test, Stats Review: ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাস্ত করে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া, রাঁচিতে তৈরি হল একঝাঁক নয়া রেকর্ড !!

টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় দিল্লী। দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ ও ভারতের রাধা যাদবের বোলিং বিক্রমে মুখ থুবড়ে পড়ে ওয়ারিয়র্স ব্যাটিং। ৪ ওভারে ৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন কাপ। রাধা যাদবের ঝুলিতে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট। ইউ পি অধিনায়ক অ্যালিসা হিলি আজ’ও ব্যর্থ। করেন মাত্র ১৩ রান। হার্ড-হিটার বলে পরিচিত গ্রেস হ্যারিস’ও ফেরেন ১৭ রান করে। তা সত্ত্বেও ওয়ারিয়র্সরা যে ১০০ রানের গণ্ডী পেরোলো, তার নেপথ্যে ১৯ বর্ষীয়া ভারতীয় তরুণী শ্বেতা শেহরাওয়াত। ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। মহাতারকাদের ব্যর্থতার দিনে শ্বেতার ব্যাটিং তারিফ কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘কঠিন পরিস্থিতিতে কেমন খেলা উচিৎ, তা শিখিয়ে গেলো শ্বেতা’ প্রশংসা করে জানিয়েছেন এক নেটিজেন।

১২০ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমেছিলো দিল্লী ক্যাপিটালস। তাদের রুখে দেওয়ার মন্ত্র আজ খুঁজে পেলো না ইউ পি। অজি কিংবদন্তি মেগ ল্যানিং ক্রিজে থিতু হতে সময় নিলেন ঠিকই, কিন্তু তাঁর ওপেনিং পার্টনার শেফালী ভার্মার ব্যাটে শুরু থেকেই রানের ফুলঝুড়ি। তাঁকে নিয়মিত চার-ছক্কা মারতে দেখে নেটদুনিয়ায় অনেকেই তাঁকে ডাকছেন, ‘লেডি হিটম্যান’ নামে। আজ ৪৩ বলে করেন ৬৪*। ‘এভাবেই ছন্দে ফিরতে হয়’ শেফালীর ব্যাটিং দেখে মন্তব্য নেটজনতার। রানের গতি বাড়ান মেগ ল্যানিং-ও। ৫১ রানের ইনিংস খেললেন তিনি। ‘টুর্নামেন্টের সেরা ওপেনিং জুটি দিল্লীরই’ নিঃসংশয়ে বলেছেন নেটিজেনরা। জয়ের দোরগোড়ায় পৌঁছে মেগ উইকেট হারানোয় হতাশ ফ্যানেরা। মাঠে নেমেই চার হাঁকিয়ে ৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিলো দিল্লী। ক্যাপিটালসদের বিরাট জয় সত্ত্বেও অনেকেই বলছেন, ‘এহেন একপেশে ম্যাচ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন মোটেই নয়।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WPL 2024, UP-W vs DC-W, Match 4: ইউপি ওয়ারিয়ার্সকে ৯ উইকেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *