WPL 2024, UP-W vs DC-W, Match 4: ইউপি ওয়ারিয়ার্সকে ৯ উইকেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস !! 1

WPL 2024: পুরুষ ক্রিকেটের পাশাপশি মহিলা ক্রিকেটের ক্রেজ দিনদিন বেড়েই চলেছে। যে কারণে ২০২৩ সাল থেকে ভারতের মাটিতে শুরু হয়ে গিয়েছে ডব্লিউপিএল (WPL)। প্রথম সিজিনে ৫ দলকে নিয়ে মুম্বইয়ের বিভিন্ন মাঠে হয়েছিল সমগ্র টুর্নামেন্ট। তবে এবার বেঙ্গালুরু ও দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। ইতিমধ্যে চারটি ম্যাচ শেষে হয়েছে প্রতিযোগীতার কথা বলতে গেলে, প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে শেষ বলার ছক্কা হাঁকিয়ে মুম্বইয়ের হয়ে জয় সুনিশ্চিত করেন সঞ্জনা। পাশাপশি, দ্বিতীয় ম্যাচে একই পরিস্থিতিতে বোলিং দল রয়্যাল চালরঞ্জার্স ব্যাঙ্গালুরু জয় সুনিশ্চিত করে। গতকাল তৃতীয় ম্যাচে মুম্বই জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যায় এবং আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউপি ও দিল্লি।

ইউপিকে ৯ উইকেটে পরাস্ত করলো দিল্লি ক্যাপিটালস

UP-W vs DC-W, WPL 2024
UP-W vs DC-W | Image: Getty Images

ম্যাচের কথা বলতে গেলে, পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইউপির তিন ব্যাটার। শ্বেতা শেরাওয়াত দলের হয়ে সর্বাধিক ৪৫ রানের ইনিংস খেলেন। ১৭ রান বানাতে সক্ষম হয়েছেন গ্রেস হ্যারিস, মাত্র ১১৯ রানে শেষ হয় ইউপির ব্যাটিং। দিল্লির হয়ে মার্টিনেজ ক্যাপ ৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৪ উইকেট পান রাধা যাদব, ১ টি করে উইকেট নিয়েছেন অরুন্ধতী ও সুধারল্যান্ড। জবাবে ব্যাটিং করতে এসে শেফালী ভার্মা ৬টি চার ও ৪ টি ছক্কার বিনিময়ে ৬৪ রান বানান এবং ক্যাপ্টেন মেগ ল্যানিং ৫১ রান বানিয়ে দিল্লির (DC-W) হয়ে জয় সুনিশ্চিত করেন এবং পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছেন।

Read More | WPL 2024: “এদের থামানো অসম্ভব….”, টানা দুই ম্যাচে জয় পাওয়া মুম্বাইকে নিয়ে উল্লাস নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *