WPL 2024: “পাওয়ার হিটিং-এর মাস্টারক্লাস…” রানের রোশনাই রিচা’র ব্যাটে, বঙ্গকন্যাকে শুভেচ্ছায় ভরালো নেটজনতা !! 1

WPL 2024: গতকাল থেকে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)। প্রথম দিনের খেলায় মুম্বই ইন্ডিয়ান্স রুদ্ধশ্বাস থ্রিলারে হারিয়েছে দিল্লী ক্যাপিটালসকে। আজ দ্বিতীয় দিনে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউ পি ওয়ারিয়র্স। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান ইউ পি অধিনায়ক অ্যালিসা হিলি। ব্যাট হাতে শুরুটা ভালো হয় নি স্মৃতি মন্ধানাদের। দীর্ঘায়িত হয় নি ওপেনিং জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট হারান নিউজিল্যান্ড তারকা সোফি ডিভাইন। ৫ বলে ১ রানের বেশী এগোতে পারেন নি তিনি। রান আসে নি অধিনায়ক স্মৃতির ব্যাটেও। ১১ বলে ১৩ রান করে তালিয়া ম্যাকগ্রা’র শিকার হন তিনি। গত মরসুমে বেঙ্গালুরুর পারফর্ম্যান্স আহামরি না হলেও সাফল্য পেয়েছিলেন এলিস পেরী। অজি তারকা আজ ফিরলেন ৭ বলে ৮ রান করে।

Read More : WPL 2024: “শুধু তোমারই জন্য…”, ইউপি ম্যাচের আগে টসের সময় স্মৃতী মান্ধানার হাসি দেখে ফিদা নেটপাড়া !!

৫৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে ছিলো বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ১২০ বা ১৩০ উঠবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিলো সমর্থকদের মধ্যে। এরপর ব্যাট হাতে রুখে দাঁড়ান দুই তরুণী-অন্ধ্রের সাব্বিনানি মেঘনা আর বাংলার রিচা ঘোষ। দুজনের ব্যাটে ইনিংসের ভিত মজবুত করে বেঙ্গালুরু। ৪৪ বলে ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলেন মেঘনা। অপরপ্রান্তে ঝড় তোলেন শিলিগুড়ির রিচা। শুরুতে বেশ খানিকটা সময় নিয়েছিলেন তিনি। পরে গিয়ার বদলান তিনি। প্রথম ১২ রান করেছিলেন ১৪ বলে। আর উনিশতম ওভারের শেষ বলে দীপ্তি শর্মা’কে স্কুপ করতে গিয়ে যখন বোল্ড হলেন, তখন তাঁর নামের পাশে ৩৭ বলে ৬২ রান। অর্থাৎ শেষ ৫০ রান তিনি করেছেন ২৩ বলে। রিচার সৌজন্যেই ২০ ওভারে ১৫৭ অবধি পৌঁছতে পারলো বেঙ্গালুরু।

বাংলার মেয়ের ব্যাটিং বিক্রমে মোহিত ক্রিকেটজনতা। নেটমাধ্যম ভরেছে শুভেচ্ছায়। সাইমা ঠাকুর’কে এক ওভারে চারটি চার মেরেছেন রিচা। তার উল্লেখ করে এক নেটিজেন লিখেছেন, “ভারতীয় মহিলা দলে রিচার চেয়ে বিধ্বংসী আর কেউ এই মুহূর্তে নেই,’ ইনিংসে ১২টি চার হাঁকিয়েছেন রিচা। তাঁর প্রশংসা করে এক নেটনাগরিক লিখেছেন, ‘পাওয়ার হিটিং-এর প্রদর্শনী দেখা গেলো, মন ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ রিচা।’ অনেকেই রিচার মধ্যে খুঁজে পেয়েছেন ভারতের পুরুষ দলের তারকা ঋষভ পন্থের আগ্রাসন। দুজনেই উইকেটরক্ষক, তাই মিল আরও প্রকট হয়েছে তাঁদের কাছে। ‘রিচা লম্বা রেসের ঘোড়া’ মন্তব্য এক ক্রিকেটপ্রেমীর। দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজ চিন্নাস্বামীতে ফের রিচার ব্যাটিং বিক্রম দেখে নেটদুনিয়ার বক্তব্য, ‘এগিয়ে চলো।’

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: WPL 2024, MI-W vs DC-W: হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করলো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *