World Cup 2023: দুর্বার গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়ার জয়রথ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু করেছিলো ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে দিল্লীতে আফগানিস্তানের বিরুদ্ধে জয় এসেছিলো ৮ উইকেটে। তৃতীয় ম্যাচ খেলতে টিম ইন্ডিয়া পাড়ি দিয়েছিলো দেশের পশ্চিম প্রান্তে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ১ লাখ ৩০ হাজার দর্শককে এক ক্রিকেটীয় মাস্টারক্লাস উপহার দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় হাসিল করে নেয় রোহিত শর্মার (Rohit Sharma) দল। এরপর চতুর্থ ম্যাচে ভারত জেতে বাংলাদেশের বিপক্ষে। পঞ্চম ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করেছিলো কঠিনতম পরীক্ষা। ছন্দে থাকা নিউজিল্যান্ড ছিলো প্রতিপক্ষ। পাহাড়ে ঘেরা ধর্মশালার মাঠে ল্যাথাম, কনওয়েরাও রুখতে পারলেন না ভারতকে।
গত বিশ্বকাপে (ICC World Cup) এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই ফাইনালে যাওয়ার স্বপ্ন চুরমার হয়েছিলো ভারতের। ২০০৩-এর পর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় কিউইদের বিপক্ষে জয়ের মুখ দেখে নি টিম ইন্ডিয়া। রবিবারের ম্যাচের আগে চাপের পাহাড় জমেছিলো কোহলি, রোহিত, বুমরাহ’দের উপরে। মাঠের পারফর্ম্যান্সে অবশ্য তার বিশেষ প্রভাব পড়লো না। টসে জিতে বোলিং বেছে নিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। শুরুতে দুই উইকেট পেলেও একটা সময় ড্র্যারিল মিচেল এবং রচিন রবীন্দ্রের জুটি খানিক ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে। মাঝের ওভারে আরও একবার দলকে খেলায় ফেরালেন বোলাররা। ২৭৩ রানে আটকে যায় কিউইরা। ব্যাট হাতে রোহিত-শুভমানের ধুন্ধুমার সূচনার পরেও একটা সময় ম্যাচের ভবিতব্য ঝুলছিলো সূক্ষ্ম সুতোয়। টিম ইন্ডিয়াকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন কিং কোহলি (Virat Kohli)। তাঁর ব্যাটিং বিক্রমেই ৪ উইকেটে জেতে ‘মেন ইন ব্লু।’
Read More: World Cup 2023: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পাকা করলো টিম ইন্ডিয়া, ১০ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল শীর্ষস্থানে !!
এখনি ধর্মশালা ছাড়ছে না ভারতীয় দল-

পাঁচ ম্যাচে টিম ইন্ডিয়ার পয়েন্ট বর্তমানে ১০। এখনও পর্যন্ত বিশ্বকাপের (ICC World Cup 2023) একমাত্র অপরাজিত দল। সেমিফাইনাল এখন থেকেই দেখতে পাচ্ছে ভারতীয় শিবির। যে দাপটের সঙ্গে রোহিত-বিরাট’রা ক্রিকেট খেলছেন তাতে তাঁদের হাতেই ট্রফি দেখছেন অধিকাংশ বিশেষজ্ঞ। দীর্ঘ টুর্নামেন্টে মানসিক চাপ যাতে পারফর্ম্যান্সে প্রভাব না ফেলে তা নিশ্চিত করার জন্য ক্রিকেটারদের দিনকয়েকের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলের পরবর্তী ম্যাচ সেই ২৯ তারিখ, লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝে রয়েছে একটা গোটা সপ্তাহ। সংবাদমাধ্যম টিভি-১৮ জানাচ্ছে, নিউজিল্যান্ড দ্বৈরথের পরেই অনুশীলনে ফেরার বদলে হিমাচল প্রদেশের ধর্মশালাতে আগামী দুটো দিন কাটাবেন ভারতীয় ক্রিকেটাররা। উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্য্য। ইংল্যান্ড ম্যাচের দিনকয়েক আগে উড়ে যাবেন লক্ষ্ণৌ। ভ্যাকেশন মোড ছেড়ে ফের ডুবে যাবেন ক্রিকেটে।
লক্ষ্ণৌতে আগামী ম্যাচে মাঠে নামার আগে শক্তিও বাড়তে চলেছে ভারতের। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নিউজিল্যান্ড ম্যাচে ছিলেন না তিনি। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সরাসরি লক্ষ্ণৌতে দলের সাথে যোগ দেবেন তিনি। হার্দিক একাদশে ফিরলে ভারত কোন টিম কম্বিনেশন ব্যবহার করে তা নিয়ে চলছে জল্পনা। গতকালকের ম্যাচে সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামিকে (Mohammed Shami) খেলানো হয়েছিলো। হার্দিকের পাশাপাশি বাইরে রাখা হয়েছিলো শার্দুল ঠাকুরকে। ইংল্যান্ডের বিপক্ষে সূর্যকুমার যে বাইরে বসছেন তা একপ্রকার নিশ্চিত। শার্দুলকে (Shardul Thakur) আদৌ ফেরানো হবে নাকি কিউইদের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া শামিকে রেখেই একাদশ সাজাবেন কোচ রাহুল দ্রাবিড়? প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটমহল।