World Cup 2023: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পাকা করলো টিম ইন্ডিয়া, ১০ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল শীর্ষস্থানে !! 1

চলতি বিশ্বকাপ বেশ জমে উঠেছে (World Cup 2023)। এই বিশ্বকাপ নিজেদের নাম করতে মোরিয়া টিম ইন্ডিয়া। এবারই বিশ্বকাপে খেলা ৫ ই ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচেই জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও ২০ বছরে প্রথম বার নিউজিল্যান্ডকে পরাজিত করলো টিম ইন্ডিয়া এবং +১.৩৫৩ রেটিংয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ভারত। অন্যদিকে ভারতের কাছে এই বিশ্বকাপে প্রথম বার পরাজিত হয়ে শীর্ষস্থান খোয়ালো নিউজিল্যান্ড। যদিও তারা ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ জিতেছে এবং +১.৪৮১ রেটিং ও ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

Read More: World Cup 2023: বিরাটের দুর্ধর্ষ ইনিংসে কাটলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি বছরের জয়ের খরা, ব্যাট হাতে একাই নিলেন প্রতিশোধ !!

শীর্ষ চারে বিরাজমান রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

Aus vs sa, world cup 2023
AUS vs SA | Image: Getty Images

এবারের বিশ্বকাপে (World Cup 2023) বেশ ভালো পারফরমেন্সের পরিচয় দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপে ৩ ম্যাচেই ৩০০’র বেশি রান বানিয়েছে তারা। আপাতত তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট ও বিশ্বকাপ ২০২৩’এর সবথেকে ভালো রান রেট রয়েছে তাদের দখলেই, +২.২১২ রেটিং নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রোটিয়া’বাহিনী। শীর্ষ চারে জায়গা বানিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া, প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর পয়েন্ট তালিকার শেষে পৌঁছে গোয়েছিলো অস্ট্রেলিয়া। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে পরাস্ত করে ৪ পয়েন্ট ও -০.১৯৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অজি বাহিনী।

সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের

England team, world cup 2023
England Cricket Team | Image: Getty Images

৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান, তাদের রান রেট -০.৪৫৬। এছাড়া বাকি ৫ টি দল ১ টি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বিরাজমান রয়েছে। বাংলাদেশ -০.৭৮৪ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে, -০.৭৯০ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ড ও শেষ তিনটি স্থানে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান রয়েছে।

Read More: World Cup 2023, PAK VS AFG: আফগানদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে মোরিয়া টিম পাকিস্তান, এই প্লেয়ারের হলো দলে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *