World Cup 2023: জোরকদমে চলছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ছুটছে টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া। চেন্নাইতে অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রার শুরুটা করেছিলো ভারত। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে এসেছিলো বড় জয়। আহমেদাবাদে লাখ দর্শকের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ’রা। চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ছিলো আরেক উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। তাদের বিরুদ্ধেও জয় আসে সহজেই। ফর্মের শিখরে থাকা ভারতের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারতো নিউজিল্যান্ড। কিন্তু তাদের বিরুদ্ধেও ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে দুই পয়েন্ট সঙ্গে করেই মাঠ ছাড়ে ‘মেন ইন ব্লু’। কাটায় কুড়ি বছরের অভিশাপ। সাম্প্রতিক অতীতে আইসিসি প্রতিযোগিতাগুলিতে বারবার হারতে হয়েছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে। গতকাল লক্ষ্ণৌতে তাদের ১০০ রানের ব্যবধানে হারিয়ে সেই চ্যালেঞ্জও পেরিয়ে এলো টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের (ICC World Cup 2023) লীগ পর্বে বাকি আর তিন ম্যাচ। ইতিমধ্যে ছয় ম্যাচে ছটি জয় সহ সেমিফাইনালে একপ্রকার নিশ্চিত ভারতীয় দল। তবুও বাকি খেলাগুলিকে হাল্কা ভাবে নিতে নারাজ রোহিত-বাহিনী। ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলবে ভারত। তারপর বাণিজ্য নগরী ছেড়ে ক্রিকেটাররা পা রাখবেন ‘সিটি অফ জয়’ কলকাতাতে। ইডেন গার্ডেন্সে ৫ নভেম্বর ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। আপাতত ছয় ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সংখ্যা ১০। নেট রান রেট’ও বেশ ভালো তাদের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয় বাদে প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছে তারা। বড় পরীক্ষার সামনে পড়তে হতে পারে ভারতীয় দলকে। ইডেনে বাইশ গজের দ্বৈরথের মাঝেই দর্শকদের মনোরঞ্জনের জন্য বিশেষ এক অনুষ্ঠানের ভাবনাও রাখা হচ্ছে। বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন উপলক্ষ্যে অভিনব ভাবনা বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার।
Read More: World Cup 2023: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও পাকিস্তান থাকছে বাইরে, বিশ্বকাপই হল কাল !!
বিরাটের জন্য বিশেষ আয়োজন সিএবি’র-

চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সময় ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিলো টিম ইন্ডিয়া। সেখান থেকে ভারতকে জয়ের সরণিতে নিয়ে আসে কোহলির দুর্দান্ত ৮৫ রানের ইনিংস। এরপরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও করেন অপরাজিত ৫৫ রান। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান পান নি। তবে চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফের জ্বলে ওঠে বিরাটের ব্যাট। অপরাজিত ১০৩ রান করে মাঠ ছাড়েন তিনি। জয় এনে দেন ‘মেন ইন ব্লু’কে। টানা দ্বিতীয় শতকের হাতছানিও ছিলো কোহলির সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার মাঠে ৯৫ রান করে আউট না হলে হয়ত চলে আসত ৪৯তম একদিনের আন্তর্জাতিক শতরান। ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য তাঁর ৯ বলে ০ রানের ইনিংসকে ‘কোহলি-সুলভ’ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামী ৫ নভেম্বর ভারতীয় তারকা ব্যাটার পা দিচ্ছেন ৩৫-এ। জন্মদিনের দিনই তিনি নামছেন কলকাতার ইডেন গার্ডেন্সে। ‘কিং কোহলি’র জন্মদিনকে ‘স্পেশ্যাল’ করে রাখতে চায় বঙ্গ ক্রিকেট সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে খবর বিরাটের (Virat Kohli) জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেক কেটে জন্মদিন উদযাপন করা হবে। একই সঙ্গে থাকছে আতসবাজির প্রদর্শনী, থাকছে লেসার আলোর খেলা। এমনকি ইডেনে উপস্থিত প্রায় ৭০০০০ দর্শকের মধ্যে বিরাট কোহলির মুখোশ’ও বিলি করা হবে সিএবি’র তরফ থেকে। নভেম্বরের প্রথম রবিবারে ক্রিকেটের নন্দনকানন যে রঙিন হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। ইডেন গার্ডেন্সে ইতিপূর্বে ৭টি একদিনের ম্যাচ খেলেছেন বিরাট। গড় প্রায় ৪৮। রয়েছে ১টি শতক, ৩টি অর্ধশতক। ৫ নভেম্বর বড় রান করে অনুরাগীদের ‘রিটার্ন গিফট’ নিঃসন্দেহে দিতে চাইবেন তিনি।