Champions Trophy 2025: বিশ্বকাপের মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা ভারতীয় শিবিরে, সামনে এলো সম্ভাব্য ১৫ সদস্যের দল !! 1

Champions Trophy 2025: দেশের মাটিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। এখনও অবধি ছয় ম্যাচ খেলেছে তারা। জিতেছে ছটিতেই। ১২ পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে ‘মেন ইন ব্লু।’ ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শীর্ষে থেকে রাউন্ড রবিন পর্ব শেষ করতে পারলে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনাল খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’রা। সেখানে জিতলে ১৯ নভেম্বর আহমেদাবাদের ফাইনালে খেতাব জয়ের স্বপ্ন পূরণের সুযোগ মিলবে। ১৯৮৩ সালে লর্ডসের ব্যাকলকনিতে ট্রফি হাতে দাঁড়িয়েছিলেন কপিল দেব, ২০১১ সালের খেতাব এসেছিলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। এই ‘এলিট’ তালিকায় নিজের নামটিও জুড়ে নিতে মরিয়া বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

বিশ্বকাপ (ICC World Cup 2023) শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে। এর মধ্যেই আগামীর ভাবনাও শুরু করে দিয়েছে থিঙ্কট্যাঙ্ক। পরের মিশন ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। কুড়ি-বিশের ক্রিকেটে সিনিয়রদের সরিয়ে কেবলমাত্র তরুণদের উপর আস্থা রাখার যে নীতি ২০২২-এর শেষ থেকে নেওয়া হয়েছে, মনে করা হচ্ছে আসন্ন বিশ্বকাপেও তা থেকে সরবে না টিম ইন্ডিয়া। তবে একদিনের ক্রিকেটে তারুণ্যের সাথে অভিজ্ঞতার সংমিশ্রন ঘটানোর ভাবনা রয়েছে ভারতীয় দলের। রোহিত শর্মা (Virat Kohli), বিরাট কোহলির মত তারকাদের রেখেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দলের ভাবনা ‘মেন ইন ব্লু’র। বেশ কিছু নতুন চমকও থাকছে টিম ইন্ডিয়া অনুরাগীদের জন্য।

Read More: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া, BCCI করলো বড় খোলসা !!

রোহিতের নেতৃত্বেই মাঠে নামবে টিম ইন্ডিয়া-

Rohit Sharma | Champions Trophy 2025 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২৩-এর ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে আইসিসি আয়োজিত আগামী প্রতিযোগিতা হতে চলেছে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। সূচি অনুযায়ী পাকিস্তানে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এর আগে এশিয়া কাপের (Asia Cup 2023)জন্য পাকিস্তান যেতে রাজী হয় নি ভারতীয় শিবির। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওয়াঘা সীমান্ত পেরোতে রাজী হয় কিনা সেইদিকে নজর থাকবে সকলের। যদি ভারত অংশগ্রহণে সম্মতি না জানায় তাহলে সম্ভবত সরে যেতে পারে টুর্নামেন্ট। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। এমনকি ২০২৩-এর এশিয়া কাপের মত হাইব্রিড মডেলও দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে।

২০২৩-এর একদিনের বিশ্বকাপে ভালো পারফর্ম্যান্স করছে ভারত। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) সেই ছন্দ ধরে রাখতে চাইবে তারা। চলতি বিশ্বকাপে প্রশংসিত হচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব। যেভাবে তিনি ওপেনার হিসেবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ইনিংস গড়ছেন ভারতীয় দলের জন্য, যেভাবে মাঝের ওভারগুলিতে বোলিং পরিবর্তনে একের পর এক চমক দিয়ে জয় ছিনিয়ে নিচ্ছেন, তা মুগ্ধ করেছে বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতা হিসেবে তাঁকেই দেখা যাবে। বর্তমানে রোহিতের বয়স ৩৬। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সময় তাঁর বয়স দাঁড়াবে ৩৮। সম্ভবত অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর শেষ আইসিসি প্রতিযোগিতা হতে চলেছে।

বাদ পড়তে পারেন শামি এবং শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | ICC Champions Trophy 2025 | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

বর্তমানে যে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে তাঁদের অনেককেই। তবে কিছু রদবদলও থাকার সম্ভাবনা। যেমন ২০২৫ সালে নিঃসন্দেহে খেলতে দেখা যাবে  না রবিচন্দ্রণ অশ্বিনকে (Ravichandran Ashwin)। বিশ্বকাপের ঠিক আগে তাঁকে ওডিআই-তে ফেরানো হয়েছে, তবে বছর ৩৭ এর অশ্বিন আরও দুই বছর সাদা বলের ফর্ম্যাটে খেলবেন না বলেই ধারণা বিশেষজ্ঞদের। বয়সজনিত কারণে বাদ পড়তে পারেন মহম্মদ শামি’ও (Mohammed Shami)। বিশ্বকাপে দুটি ম্যাচে সুযোগ পেয়ে ৯ উইকেট নিয়েছেন শামি। ছন্দেই রয়েছেন, তবে মাঝেমধ্যেই চোটের কবলে পড়তে দেখা যায় বাংলার পেসারকে। যা সাদা বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার সংক্ষিপ্ত করে দিতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দলে জায়গা না হতে পারে শ্রেয়স আইয়ার-এর (Shreyas Iyer)। বর্তমানে টিম ইন্ডিয়ার হয়ে চার নম্বরে ব্যাটিং করছেন তিনি। কিন্তু বিশ্বকাপে বিশেষ আস্থা যোগাতে পারেন নি মুম্বই-এর ডানহাতি ব্যাটার। বারবার শর্ট বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতা সামনে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখনও দুই বছর সময় রয়েছে। এর মধ্যে রিঙ্কু সিং (Rinku Singh) বা তিলক বর্মার (Tilak Varma) মত ব্যাটারকে মিডল অর্ডারে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। এমনকি সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) চার নম্বরে সুযোগ দিয়ে দেখতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলের মত তারকারা ২০২৫-এর দলেও থাকছেন।

Champions Trophy 2025-এর জন্য সম্ভাব্য ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষণ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ।

Also Read: World Cup 2023: “রুট কো উখাড় দো…’, জো রুটের উইকেট পড়তেই ভাইরাল হল অমিতাভ বচ্চনের পুরোনো টুইট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *