world-cup-shami-on-meeting-pm-modi

World Cup 2023: তীরে এসে আরও একবার তরী ডুবেছে ভারতের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রবিবার বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে পরাজিতের তকমা সঙ্গে করেই মাঠ ছাড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। টানা দশ ম্যাচ জিতে ‘ফেভারিট’ হিসেবেই ফাইনালে মাঠে নেমেছিলো ভারত, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় নি শেষমেশ। বারো বছর আগে শেষ যেবার ভারতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো, তখন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ট্রফি ঘরে তুলেছিলো ‘মেন ইন ব্লু।’ নিজেদের সর্বস্ব দিয়ে প্রয়াস করেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। ২০১৫ এবং ২০১৯ সালে সেমিফাইনালে শেষ হয়েছিলো ভারতের বিশ্বকাপ যাত্রা। এবার তার থেকে এক ধাপ এগোলেও অন্তিম বাধাটুকু আর অতিক্রম করতে পারলো না তারা।

টসে জিতে ফাইনালে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো অস্ট্রেলিয়া। অধিনায়ক রোহিত শর্মা পরিচিত ধুন্ধুমার ভঙ্গিতে ইনিংস শুরু করলেও শুভমান গিল ফেরেন দ্রুত। রোহিত’ও আউট হন ৩১ বলে ৪৭ রান করে। এরপর বিরাট কোহলি এবং কে এল রাহুল কঠিন পিচে অর্ধশতক করলেও ভারতের রান ২৪০-এর বেশী এগোয় নি। রান তাড়া করতে নেমে শুরুটা সহজ হয় নি অস্ট্রেলিয়ার’ও। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ এবং স্টিভ স্মিথকে দ্রুত সাজঘরের পথ দেখান জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। অজিরা ঘুরে দাঁড়ায় ট্র্যাভিস হেড (Travis Head) ও মার্নাস লাবুশেনের ব্যাটে। তাঁদের ১৯২ রানের জুটি অস্ট্রেলিয়ার ৬ উইকেটে জয় সুনিশ্চিত করে। কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোচাতে না পারায় ভেঙে পড়তে দেখা গিয়েছিলো ভারতীয় ক্রিকেটারদের। দর্শকাসন থেকে সাজঘরে এসে তাঁদের সান্ত্বনা দিতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)।

Read More: IPL 2024: KKR থেকে ছাটাই হচ্ছে আন্দ্রে রাসেলের, বিশ্বকাপের এই আতঙ্ককে দলে করছে শামিল !!

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন শামি-

Mohammed Shami | ICC World Cup 2023 | Image: Getty Images
Mohammed Shami | ICC World Cup 2023 | Image: Getty Images

এবারের বিশ্বকাপে (ICC World Cup 2023) আক্ষরিক অর্থেই বাজিমাত করছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ট্রফি না জিতলেও ক্রিকেটজনতার মন জিতে নিয়েছেন তিনি। প্রথম চারটি ম্যাচে প্রথম একাদশেই ছিলেন না তিনি।শার্দূল ঠাকুরকে জায়গা দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) চোট আচমকাই সুযোগ এনে দেয় বাংলার পেসারের সামনে। দুই হাতে এই সুযোগকে গ্রহণ করেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে যাত্রা শুরু করেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে কিউইদের বিপক্ষে নিয়েছেন সাত উইকেট’ও। মাত্র ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। ফাইনালেও শুরুতেই ডেভিড ওয়ার্নারকে আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তিনি।

দুর্দান্ত পারফর্ম করেও ট্রফি জিততে না পারায় আক্ষেপ ম্যাচ শেষে হতাশায় ডুবিয়েছিলো শামি’কে (Mohammed Shami)। দৃশ্যতই ভেঙে পড়া ভারতীয় পেস তারকাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। কেমন ছিলো সেই অভিজ্ঞতা? উত্তরপ্রদেশের আমরোহা’তে নিজের বাড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শামি। অকপটেই জানান, “এটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ঐ সময় আমরা ম্যাচ হেরেছিলাম। সেই পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রী স্বয়ং এসে আপনাকে উৎসাহ প্রদান করেন, সেটা একটা আলাদা মুহূর্ত তো বটেই। যখন আপনার মনোবল তলানিতে, তখন যদি দেশের প্রধানমন্ত্রী আপনার সাথে থাকেন, তাহলে আত্মবিশ্বাস তো অবশ্যই বাড়ে।”  শামি ছাড়াও রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেখা যায়। রোহিতের থমথমে মুখের দিকে তাকিয়ে তিনি বলেন, “তোমরা দারুণ খেলেছো। গোটা দেশ তোমাদের দেখছে। এবার একটু হাসো তো ভাই।”

দেখে নিন কি বললেন মহম্মদ শামি-

Also Read: IPL 2024: ঘোর সমস্যায় চেন্নাই সুপার কিংস, নিলামের আগেই সরে দাঁড়ালেন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *