IPL 2024: KKR থেকে ছাটাই হচ্ছে আন্দ্রে রাসেলের, বিশ্বকাপের এই আতঙ্ককে দলে করছে শামিল !! 1

সমাপ্তি ঘটেছে ক্রিকেট বিশ্বকাপের, আর শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪ (IPL 2024) নিয়ে চর্চা। আইপিএল’এর উন্মাদনা এখন তুঙ্গে। এবার কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির থেকে উঠে আসলো বড় আপডেট , গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা দল ছাড়ার পর কেবলমাত্র ২০২১ সালেই ফাইনালিস্ট হতে সক্ষম হয়েছিল কলকাতা দল। তবে, কলকাতা দলে আবার ফিরে এসেছেন গৌতম গম্ভীর, আসন্ন আইপিএলে মেন্টর হিসাবে দেখা যাবে গম্ভীরকে। কলকাতা দল তার নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল ট্রফি জয়লাভ করেছিল, এবারে আবার সুযোগ রয়েছে দলকে নতুন ছন্দে গড়ে তুলে ট্রফি জেতানোর। গম্ভীরের আগমনের সাথে সাথে বিদায়ী ঘন্টা বেজে গেল আন্দ্রে রাসেলের (Andre Russell)।

রাসেলকে মুক্তি দিতে চলেছে KKR

Andre Russell, I'll 2024
Andre Russell | Image: Getty Images

গম্ভীরের আমলেই কলকাতা দলে আবির্ভাব ঘটেছিল রাসেলের, দীর্ঘ সময় ধরেই যুক্ত রয়েছেন দলের সঙ্গে। তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী এবারের কলকাতা দল থেকে বাদ পড়তে চলেছেন আন্দ্রে রাসেল। বেশ লম্বা সময় ধরে কলকাতা দলের হয়ে যুক্ত থাকা রাসেল রীতিমতন ব্যর্থ হচ্ছেন ব্যাট এবং বলে। পাশাপাশি তার ফিটনেসের বেশ সমস্যা দেখা দিচ্ছে। একজন অলরাউন্ডার হিসেবে তুলনামূলক ব্যর্থ তিনি, গত বছর স্পিনারদের বিরুদ্ধে বেশ সংঘর্ষ করতে দেখা গিয়েছে রাসেলকে। যে কারণে এবার তাকে দল থেকে বাদ দিয়ে বিশ্বকাপ জেতানো এক প্লেয়ার কে দলে সামিল করতে চলেছে কলকাতা।

দলে মেন্টর হওয়ার পর গৌতম গম্ভীরের কাজ থাকবে দলকে আগামী দিনে চ্যাম্পিয়নশিপ জিতানোর। আর গম্ভীর রাসেলের পরিবর্তন হিসাবে অস্ট্রেলিয়া ওপেনার ব্যাটসম্যান ট্রেভিস হেড (Travis Head) সামিল করতে চলেছেন। বিশ্বকাপে তিনি ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে একটি অবিশ্বাস ইনিংস খেলেছেন যারপর আইপিএল ২০২৪ (IPL 2024) এর নিলামে তাকে কেনা সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এর আগে তিনি আইপিএল খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলের হয়ে। সেই সময় ভালো প্রদর্শন দেখাতে পারেননি হেড, তবে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং আইপিএলেও তিনি তার নাম লেখাতে চলেছেন।

ট্রেভিস হেড’কে করতে চলেছে শামিল

Travis Head, Ipl 2024
Travis Head | Image: Getty Images

কলকাতা দল রাসেলকে ছেড়ে দিলে হেডের (Travis Head) পিছনে অবশ্যই যাবে। তারা আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে তিনি দশটি ম্যাচ খেলেছেন যেখানে ২৯.২৯ গড়ে এবং ১৩৮.৫১ স্ট্রাইক রেটে ২০৫ রান বানিয়েছেন পাশাপাশি বল হাতেও দুটি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। তিনি কলকাতা দলের শামিল হলে রাসেলের জায়গাটি বেশি ভালোভাবেই নিতে পারবেন। অন্যদিকে রাসেলের কথা বলতে গেলে টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা প্লেয়ারদের একজন হলেন তিনি, তবে বর্তমানে তার ফর্মের বেশ ঘাটতি দেখা গিয়েছে। ১১২টি আইপিএল ম্যাচে ২৯ গড়ে ও ১৭৪ স্ট্রাইক রেটে ২২৬২ রান বানিয়েছেন ও ৯৬ টি উইকেট তুলে নিয়েছেন।

Read More: IPL 2024: ট্রফি জয় অনিশ্চিত, নিলামের আগেই দুই স্টার প্লেয়ারকে দিল্লি ক্যাপিটালস দেখালো বাইরের পথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *