world-cup-ind-vs-sa-match-highlights

World Cup 2023: দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। ২০২৩-এর বিশ্বকাপে (ICC World Cup 2023) আট ম্যাচ খেলা হয়ে গেলো তাদের। এখনও অবধি অপরাজিত রোহিত শর্মার (Rohit Sharma) দল। ১৬ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন পর্বের লীগ তালিকায় শীর্ষস্থানে রয়েছে ‘মেন ইন ব্লু।’ বিশেষজ্ঞরা মনে করেছিলেন একমাত্র দক্ষিণ আফ্রিকা পারবে সমানে সমানে ভারতকে টক্কর দিতে। কিন্তু গতকাল ইডেন গার্ডেন্সে সেই ধারণাকে ভুল প্রমাণিত করলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। ‘সিটি অফ জয়’-এর আনন্দের মাত্রা অনেকগুণ বাড়িয়ে প্রোটিয়াদের রীতিমত উড়িয়ে দিলো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করা ভারতের ৩২৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামলো মাত্র ৮৩ রানে। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের তুলনায় চার পয়েন্টে এগিয়ে গেলো ভারত।

গত ২ নভেম্বর মুম্বইতে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনাল নিশ্চিত করেছিলো ভারত। দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করায় লীগ তালিকার শীর্ষস্থানও নিশ্চিত তাদের। অন্য কোনও দলের পক্ষে ভারতকে স্পর্শ করা সম্ভব হবে না আর। সেই কারণে আগামী রবিবারের ভারত বনাম নেদারল্যান্ডস (IND vs NED) ম্যাচটি হয়ে পড়েছে কেবলই নিয়মরক্ষার। এই ম্যাচটিকে পরীক্ষানিরীক্ষার মঞ্চ হিসেবে ভেবে দেখতে পারে ভারত। একটানা ক্রিকেট খেলছেন রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা’র (Rohit Sharma) মত সিনিয়র’রা। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে তাঁদের খানিক বিশ্রাম দেওয়া হতে পারে নেদারল্যান্ডস ম্যাচে। রবিচন্দ্রণ অশ্বিন, ঈশান কিষণদের মত বেশ কয়েকজন তারকা ক্রিকেটার লম্বা সময় প্রথম একাদশে জায়গা পান নি, ডাচদের বিপক্ষে মাঠে নামানো হতে পারে তাঁদের।

Read More: World Cup 2023: চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু স্কোর শ্রীলঙ্কার, জিততে হলে ২৮০ করতে হবে সাকিবদের !!

রোহিতের অবর্তমানে অধিনায়ক রাহুল-

Virat Kohli ,Rohit Sharma and KL Rahul | Image: Getty Images
Virat Kohli, Rohit Sharma and KL Rahul | Image: Getty Images

চলতি বিশ্বকাপে  (ICC World Cup 2023) নজর কেড়েছে নেদারল্যান্ডস। তারা হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মত টেস্ট খেলিয়ে দেশকে। লোগান ফান বিক (Logan van Beek), পল ফান মেরেকেন, বাস দে লীডে’দের (Bas de Leede) মত ক্রিকেটারদের পরিচিত দিয়েছে ২০২৩-এর বিশ্বকাপ (ICC World Cup 2023)। নজর কেড়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাঁদের ইতিমধ্যেই ‘জায়ান্ট কিলার’ আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ভাত এই মুহূর্তে যে ফর্মে রয়েছে, তাতে দ্বিতীয় সারির দলকে মাঠে নামালেও বিশ্বর‍্যাঙ্কিং-এ ১৪ নম্বরে থাকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় আটকানোর কথা নয়। সেই কারণেই অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) বিশ্রামে পাঠাতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। একই সাথে সেমিফাইনালের আগে বিশ্রাম পেতে পারেন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ’ও।

রোহিতের বদলে একাদশে সামিল করা হতে পারে ঈশান কিষণকে (Ishan Kishan)। শুভমান গিলের সঙ্গে ওপেনিং করবেন তিনি। জাদেজার বদলি হিসেবে খেলতে পারেন অশ্বিন। অফস্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে প্রয়োজনে ব্যাটিং করতেও পারবেন তিনি। হার্দিক পান্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ার বিকল্প হিসেবে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। রবিবার বিশ্বকাপ অভিষেক হতে পারে তাঁরও। জসপ্রীত বুমরাহ’র বদলে নতুন বল হাতে শুরু করতে পারেন তিনি। বিশ্বকাপের যে দল ঘোষণা করেছিলো বিসিসিআই তাতে সহ-অধিনায়ক পদে ছিলেন হার্দিক। কিন্তু চোটের কারণে তিনি না থাকায় রোহিতের অবর্তমানে ভারত অধিনায়ক হতে পারেন কে এল রাহুল (KL Rahul)। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই তাঁকে বাকি টুর্নামেন্টের জন্য সহ-অধিনায়ক নিয়োগ করা হয়েছে। যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পান তাহলে বিশ্বকাপে নবম অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি।

Also Read: World Cup 2023: “ক্রিকেটীয় স্পিরিটের অপমৃত্যু…” বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু ইনিংস শ্রীলঙ্কার , সমাজমাধ্যমের চর্চায় কেবল ম্যাথিউজের ‘টাইমড আউট’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *