World Cup 2023

World Cup 2023: সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর সেই ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা দল। এ দিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৪১.১ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ রান করে এবং ম্যাচটি তিন উইকেটে জিতে নেয়।

সেমির দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা

World Cup 2023: বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা, ব্যাটে- বলে হল পর্যুদস্ত !! 1

এই ম্যাচটা জিতলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতো শ্রীলঙ্কা। তবে এ দিন হেরে যাওয়ায় বাংলাদেশ ও ইংল্যান্ডের পর এখন সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কাও। একই সঙ্গে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থায় সেমিফাইনালে বাকি দুই জায়গার জন্য দাবি করছে পাঁচটি দল। তবে এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সুযোগ বেশি। ভাগ্যের ওপর নির্ভর করে সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান, আফগানিস্তান ও নেদারল্যান্ড।

সহজে জয় তুলে নেয় বাংলাদেশ

World Cup 2023: বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা, ব্যাটে- বলে হল পর্যুদস্ত !! 2

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চরিথ আসালাঙ্কা। পথুম নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ৪১ রান করে করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। একটি উইকেট নেন মেহেদি হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ৯০ রানের ইনিংস খেলেন নাজমুল হাসান শান্ত। অধিনায়ক সাকিব করেন ৮২ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। মহেশ থিকসানা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস নেন দুটি করে উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *