world-cup-pak-trolled-as-sl-lose-to-nz

World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড। বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রথম চার ম্যাচে টানা জয়ের পর একটানা চার হারে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলো কিউইরা। সেমিফাইনালে যেতে গেলে তাই আজ কুশল মেন্ডিসদের বিপক্ষে জিততেই হত কেন উইলিয়ামসনদের। হারলে চলে যেতে হত অনিশ্চয়তার সরণিতে। আট পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলো পাকিস্তান। সাথে সাথে বেঙ্গালুরুর আবহাওয়াও কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলো ব্ল্যাক ক্যাপস শিবিরে। গোটা সপ্তাহ জুড়ে তুমুল বৃষ্টি হয়েছে কর্ণাটকের রাজধানীতে। আজ ম্যাচ ভেস্তে গেলে কি হতে পারে। তা নিয়ে ভাবনায় ছিলো নিউজিল্যান্ড শিবির। টসের সময় তা জানানও অধিনায়ক উইলিয়ামসন। শেষমেশ অবশ্য বিশেষ সমস্যার মুখে পড়তে হয় নি কিউইদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজেই জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো তারা।

Read More: World Cup 2023: “বৃষ্টি তুমি যেও না…” বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে নজর কাড়লো ক্রিকেটপ্রেমীর পোস্টার !!

প্রথমে বোলিং বেছে নিয়েছিলো নিউজিল্যান্ড। কুশল পেরেরা ঝড়ের গতিতে শুরুটা করেছিলেন। কিন্তু অপর প্রান্তে পরপর উইকেট পড়তে থাকায় তাঁর ২৩ বলে ৫১ রানের ইনিংস বিশেষ দাম পেলো না আজ। বোল্ট, সাউদী, স্যান্টনারদের সুবাদে ১২৮ রানের মধ্যে ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। ‘এত কিসের তাড়া ভাই?’ লঙ্কান ব্যাটারদের আউট হওয়ার ধরণ দেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। ‘বিশ্বকাপের ম্যাচে এমন ক্রিকেট মানায় না’ লিখেছেন আরও একজন। ১২৮ থেকে শ্রীলঙ্কাকে ১৭১ অবধি নিয়ে গেলেন স্পিনার মহেশ তীক্ষণা। নয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৯১ বল খেলে অপরাজিত থাকেন ৩৮ রান করে। ‘নিউজিল্যান্ড বনাম তীক্ষণা খেলা হলো’ লঙ্কা ব্যাটিং-এর সারাংশ বলতে গিয়ে জানিয়েছেন এক নেটনাগরিক।

১৭২ রানের লক্ষ্য নিউজিল্যান্ডের জন্য বড় সমস্যার হবে না বলেই মত ছিলো বিশেষজ্ঞদের। বাধা হয়ে দাঁড়াতে পারত আবহাওয়া। কিন্তু আজ দিনটাই কিউইদের। ৮০ শতাংশ বর্ষণের সম্ভাবনা থাকলেও ম্যাচে এক ফোঁটাও বৃষ্টি দেখা গেলো না। ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলদের ব্যাটিং দাপটে ৫ উইকেট হারিয়েই ১৭২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। আজকের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিলো পাকিস্তান। নিউজিল্যান্ড হারলে তাদের সামনে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটা প্রশস্ত হত। কিন্তু তা না হওয়ায় নেটদুনিয়ার বিদ্রুপের তীর আজ বাবর আজমদের দিকে। ‘কুদরত কা নিজাম আজ পুরোপুরি ফ্লপ’ মস্করার সুরে লিখেছেন জনৈক নেটিজেন। ‘পরের ভরসায় বসে থাকলে ব্যর্থতাই জোটে’ মন্তব্য আরও একজনের। ‘এবার সরাসরি লাহোরের বিমান ধরুক পাকিস্তান দল’ বাবর-শাহীনদের বিদায় জানিয়ে লিখেছেন এক ক্রিকেট অনুরাগী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: World Cup 2023: কিউয়ি বোলারদের তোপে বেসামাল শ্রীলঙ্কা, ম্যাচ জিততে ১৭২ করতে হবে নিউজিল্যান্ডকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *