world-cup-pak-can-qualify-for-semis

World Cup: শেষের পথে বিশ্বকাপের (ICC World Cup 2023) রাউন্ড রবিন পর্বের খেলা। ৪৫টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ৩৯টি বাকি আর মাত্র ৬ টি ম্যাচ। যত শেষের দিকে গড়াচ্ছে বিশ্বকাপ,ততই চোখে পড়ছে ঘটনার ঘনঘটা। এখনও অবধি ভারত এবং দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে সেমিফাইনালের বার্থ। বাকি দুটি জায়গার জন্য জোর লড়াই চলছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে। দৌড়ে ছিলো শ্রীলঙ্কাও। কিন্তু গতকাল বাংলাদেশের বিরুদ্ধে পরাজয়ের পর আশাভঙ্গ হয়েছে তাদের। আগেই ছিটকে গিয়েছে গত বিশ্বকাপের (ICC World Cup) চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে হারালেও শেষ চারের সম্ভাবনা বিশেষ নেই নেদারল্যান্ডসের।

লীগ তালিকার এক নম্বরে রয়েছে ভারতীয় দল। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। একটি ম্যাচেও হারেন নি রোহিত শর্মা’রা (Rohit Sharma)। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সমসংখ্যক ম্যাচ খেলে সংগ্রহ ১২ পয়েন্ট। তারা ৬টি ম্যাচ জিতলেও হেরেছে নেদারল্যান্ডস এবং ভারতের কাছে। আপাতত তিন এবং চারে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট যথাক্রমে ১০ এবং ৮। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হারলেও তারপর টানা ৫ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম চার ম্যাচে অপরাজিত থাকলেও, তারপরের চার ম্যাচে হেরেছে টানা। যা তাদের সেমিফাইনাল স্বপ্নকে ধাক্কা দিয়েছে। টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে জ্বলে উঠেছে পাকিস্তান’ও। তাদেরও পয়েন্ট আট। নেট রান রেটের হিসেবে আপাতত প্রথম চারের বাইরে থাকলেও সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে ফেভারিট তারাই।

Read More: World Cup 2023: চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, এই দলের বিরুদ্ধে করবেন অধিনায়কত্ব !!

পাকিস্তানের সঙ্গী ‘কুদরত কা নিজাম’-

Pakistan Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

আইসিসি টুর্নামেন্টের পাকিস্তানের ভাগ্যের সঙ্গ পাওয়ার ঘটনা নতুন নয়। ১৯৯২ সালে তারা যখন একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতেছিলো তখনও বৃষ্টি বেশ কয়েকটি ম্যাচে সাহায্য করেছিলো তাদের। গত বছর টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস আচমকাই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালের ছাড়পত্র পায় তারা। এরপর নিউজিল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালেও। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হারতেই হয়েছিলো বাবর আজমদের (Babar Azam)। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপেও (ICC World Cup 2023) ফের একবার প্রকৃতির ভরসায় বাজিমাত করতে পারে পাকিস্তান। বেঙ্গালুরুর বৃষ্টি ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে দিনকয়েক আগে। এবার লীগ বৈতরণীও পার করাতে পারে আবহাওয়ার খামখেয়ালিপনা।

লীগ তালিকার এখন যা হাল,তাতে নবম ম্যাচে নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে চতুর্থ স্থান বজায় রাখতে পারবে তারা। ম্যাচটি আগামী মঙ্গলবার অর্থাৎ ৯ তারিখ আয়োজিত হওয়ার কথা বেঙ্গালুরুতে। কিন্তু গত এক সপ্তাহ ধরে বেঙ্গালুরুর যা আবহাওয়া, তাতে আদৌ খেলা আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ৪ তারিখ পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জন্য ম্যাচ অসমাপ্ত থাকায় হারতে হয় নিউজিল্যান্ডকে। ডিএলএস নিয়মে জয় পায় পাকিস্তান। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচেও যদি ফলাফল না আসে, তাহলে বেকায়দায় পড়বে তারা। অন্যদিকে পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে, কলকাতায়। লীগ তালিকায় দশম স্থানে থাকা ইংল্যান্ডকে বড় ব্যধানে হারাতে পারলে শেষ চারের দরজা খুলে যেতে পারে পাকিস্তানের।

কলকাতায় মুখোমুখি ভারত এবং পাকিস্তান-

Eden Gardens | ICC World Cup 2023 | Image: Getty Images
Eden Gardens | Image: Getty Images

ভারত যে শীর্ষস্থানে থেকে লীগ পর্ব শেষ করতে চলেছে তা নিশ্চিত। বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে চলেছে তালিকার চতুর্থ স্থানে থাকা দল। ১৫ নভেম্বর সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু যদি পাকিস্তান চতুর্থ দল হয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে তাহলে বদলে যাবে সমীকরণ। নিরাপত্তাজনিত কারণে মুম্বইতে পাকিস্তান খেলতে যাবে না। সেক্ষেত্রে বদলে যাবে প্রথম সেমিফাইনালের ভেন্যু। ওয়াংখেড়ের বদলে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে ম্যাচটি। ১৬ তারিখ ইডেনে দ্বিতীয় সেমিফাইনালটি হওয়ার কথা ছিলো লীগ তালিকার দ্বিতীয় এবং তৃতীয় দলের মধ্যে। সেটি তখন কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে যাবে মুম্বইতে। দুই সেমিফাইনালের বিজয়ী আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনাল খেলতে নামবে।

Also Read: ‘ভাগ বেহেন&%##…’ দর্শকের উপর মেজাজ হারালেন KL রাহুল, মাঠের মধ্যেই দিলেন অকথ্য ভাষায় গালি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *