World Cup 2023: বিশ্বকাপে বাজিমাত করতে নেহরা-মন্ত্রে দীক্ষা নেদারল্যান্ডসের, ভাইরাল হলো ভিডিও !! 1

World Cup 2023: কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ রচিত হলো ডাচ ক্রিকেটের এই নতুন রূপকথা। এর আগে চার বার বিশ্বকাপের (ICC World Cup) যোগ্যতা অর্জন করেছে তারা। ১৯৯৬ সালে ফিরেছিলো কোনো ম্যাচ না জিতে। ২০০৩ এবং ২০০৭-এ একটি করে জয় জুটেছিলো ভাগ্যে। এবারের বিশ্বকাপে পুরনো সব পারফর্ম্যান্স ছাপিয়ে গেলো ‘কমলা বাহিনী।’ ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে একাধিক জয়ের নজির গড়লেন স্কট এডওয়ার্ডস, পল ফান মেরকেরেন’রা। নেদারল্যান্ডস ক্রিকেটের সূর্যোদয়ের আভাস পাওয়া গিয়েছিলো গতবছরেই। কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup 2022) তারা হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। এবার ভারতের মাটিতে পঞ্চাশ ওভারেও স্রেফ দক্ষিণ আফ্রিকা নয়, সাথে আরেক টেস্ট খেলিয়ে দেশ-বাংলাদেশকেও হারালো নেদারল্যান্ডস।

ইডেনে আজ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards)। মাত্র ৪ রানের মধ্যে দুই ওপেনারকে খুইয়েও ভেঙে পড়ে নি ডাচ ব্যাটিং। প্রথমে ওয়েসলি বারেসি এবং পরে স্কট এডওয়ার্ডসের ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। আজ অনবদ্য ৬৮ রানের ইনিংস খেললেন ডাচ অধিনায়ক। লোগান ফান বিক (Logan van Beek) ১৬ বলে অপরাজিত থাকেন ২৩ রান করে। নেদারল্যান্ডস প্রতিপক্ষ বাংলাদেশকে ২৩০ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয়। রান তাড়া করতে নেমে বেকায়দায় পড়ে টাইগার’রা। বল হাতে ত্রাস হয়ে উঠতে দেখা গেলো পল ফান মেরকেরেন, আরিয়ান দত্তদের (Aryan Dutt)। ডাচ আক্রমণের সামনে ৪৩তম ওভারেই ১৪২-এ গুটিয়ে গেলো বাংলাদেশ। ৮৭ রানের ব্যবধানে এই জয়ে যতখানি ভূমিকা রইলো পারফর্ম্যান্সের, ততখানিই ভূমিকা নিলো স্ট্র্যাটেজি। আর সেই কারণেই নেদারল্যান্ডসের জয়ের সাথে জড়িয়ে গেলেন আশিষ নেহরা।

Read More: World Cup 2023: “এর থেকে খারাপ কিছু হয় না…” ইডেনে পরাজয়ের পর ভেঙে পড়লেন শাকিব আল হাসান !!

কোচ নেহরার ফর্মূলা অনুসরণ ডাচ দলের-

Wesley Baresi | ICC World Cup 2023 | Image: Twitter
Wesley Baresi was seen with a piece of peper | Image: Twitter

আইপিএলে গুজরাত টাইটান্স (GT) দলের কোচ হিসেবে ডাগ-আউটে দেখা যায় আশিষ নেহরাকে (Ashish Nehra)। প্রাক্তম ভারতীয় পেস বোলার দুই বছর হলো সামলাচ্ছেন হেড কোচের দায়িত্ব। দুই বছরের মধ্যে প্রথম বছরেই ট্রফির মুখ দেখেছেন তিনি। দ্বিতীয় বছর ফাইনালে উঠেছিলো তার দল। শেষ দুই বলে রবীন্দ্র জাদেজার ছক্কা-চারে ভেঙেছে ট্রফির স্বপ্ন। নেহরার আগ্রাসী, আক্রমণাত্মক ক্রিকেট দর্শন বারবার পরিস্ফুট হয়েছে গুজরাত টাইটান্সের (GT) খেলায়। মাঠের মধ্যে স্ট্র্যাটেজি বদলাতে, ক্রিকেটারদের প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার আন্দাজ দিতে প্রায়শই এক অভিনব পন্থা ব্যবহার করতে দেখা যায় নেহরাকে (Ashish Nehra)। ফুটবলের ম্যানেজারদের মত তিনি হেঁটে বেড়ান বাউন্ডারি লাইনের বাইরে। মাঝেমধ্যে মাঠের ভেতর পাঠান হাতে লেখা কাগজ। যেখানে লেখা থাকে কোন ছকে বদলাবে ম্যাচের পরিস্থিতি।

আজ ইডেনে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একই পন্থা নিতে দেখা গেলো নেদারল্যান্ডস শিবিরকে। খেলা চলাকালীন মাঠের মধ্যে এক কাগজ হাতে দেখা গেলো ওয়েসলি বারেসি’কে (Wesley Baresi)। খুঁটিয়ে তা পড়তে লাগেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards_। এরপর ক্যামেরা ধরে ডাচ ডাগ-আউটকে। তাদের সাপোর্ট-স্টাফদের হাতেও দেখা যায় একাধিক কাগজপত্র। তাতে লেখা নানাবিধ তথ্যাবলী। হতে পারে আইসিসি র‍্যাঙ্কিং-এ বিশ্বকাপে (ICC World Cup 2023) অংশগ্রহণকারী বাকি নয় দলের থেকে পিছিয়ে নেদারল্যান্ডস। সরাসরি নয় বরং যোগ্যতাপর্বের টুর্নামেন্টের ফাইনাল খেলে আদায় করেছে ভারতে আসার টিকিট, কিন্তু নিছকই অংশ নেওয়ার জন্য নয় বরং তারা যে নিজেদের সর্বস্বটুকু দিয়ে জিততে এসেছে এবং তার জন্য ‘হোমওয়ার্ক’ সারতেও যে কোনো ভুল করে নি, আজ তা বুঝিয়ে দিলো ডাচ শিবির।

দেখে নিন ভিডিও-

Also Read: World Cup 2023: সেমিফাইনালের রাস্তা এখনও খোলা পাকিস্তানের জন্য, দেখে নিন জটিল সমীকরণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *