World Cup 2023: “এর থেকে খারাপ কিছু হয় না…” ইডেনে পরাজয়ের পর ভেঙে পড়লেন শাকিব আল হাসান !! 1

World Cup 2023: ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ এক নতুন ইতিহাস লিখলো নেদারল্যান্ডস দল। আইসিসি র‍্যাঙ্কিং-এ বিশ্বকাপে (ICC World Cup 2023)অংশগ্রহণকারী বাকি নয় দলের চেয়ে অনেকটা পিছিয়ে তারা। মূলপর্বে জায়গা করে নিয়েছে যোগ্যতা অর্জন পর্ব খেলে। ধর্মশালার মাঠে দিনকয়েক আগে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন ডাচ’রা, তখন অধিকাংশ সংবাদপত্রের পাতায় ঘোরাফেরা করেছে ‘অঘটন’ শব্দটি। শুধু ‘অঘটন’কে ভরসা করেই বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে তাঁরা যে আসেন নি, তা আজ কলকাতার বাইশ গজে বুঝিয়ে দিলেন স্কট এডওয়ার্ডস, পল ফান মেরকেরেন’রা। দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশ-আরও একটি টেস্ট খেলিয়ে দেশকে বিশ্বকাপের মত মঞ্চে ভূপতিত করলো ডাচরা। এই নিয়ে তিনবার একদিনের ক্রিকেটে মুখোমুখি হলো দুই দল। সেখানেও ২-১ ফলে এগিয়ে গেলো নেদারল্যান্ডস।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards)। দুই ওপেনারকে ৪ রানের মধ্যে খুইয়েছিলো নেদারল্যান্ডস। তবুও চাপের মুখে ভেঙে পড়ে নি তারা। রুখে দাঁড়ানোর প্রাথমিক কাজটা করতে দেখা গিয়েছে ওয়েসলি বারেসি’কে। পরে ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক স্বয়ং। পঞ্চাশ ওভারে নেদারল্যান্ডস থামে ২২৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে লিটন-তানজিদের ওপেনিং জুটি বিশেষ সুবিধা করতে পারে নি আজ। মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) ছাড়া টপ অর্ডারে কেউই রান পান নি। ডাচ বোলিং-এর জাদুতে কুপোকাত শান্ত, শাকিব’রা। শেষের দিকে মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ (Taskin Ahmed) কিছুক্ষণ লড়লেন, তাতে অবশ্য হার এড়ানো যায় নি। লজ্জার পরাজয়ের পর দৃশ্যতই ভেঙে পড়েছেন অধিনায়ক শাকিব আল হাসান।

Read More: World Cup 2023: “পাঁচ মাস বেতন পাননি বাবর আজমরা….”, বিশ্বকাপ চলাকালীন বড় তথ্য ফাঁস প্রাক্তন তারকার !!

‘জঘন্য ব্যাটিং করেছি…’ আত্মসমালোচনা শাকিবের-

Shakib Al Hasan | ICC World Cup 2023 | Image: Getty Images
Shakib Al Hasan | ICC World Cup 2023 | Image: Getty Images

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারানোর পর টানা পাঁচ ম্যাচে হার, বিশ্বকাপে (ICC World Cup 2023) বাংলাদেশের যাত্রাপথে কাঁটার ছড়াছড়ি। লীগ তালিকায় নবম স্থানে নেমে যাওয়ার দিনে যন্ত্রণাক্লিষ্ট অধিনায়ককে দলের ব্যর্থতা স্বীকার করতেই হলো আজ। নেদারল্যান্ডসের বিপক্ষে লজ্জার পরাজয়ের পর সাক্ষাৎকার দিতে এসে শাকিব আল হাসান (Shakib Al Hasan) বলেন, “আমি মনে করি যে আমরা বোলিং বেশ ভালো করেছি। আমাদের উচিৎ ছিলো ওদের (নেদারল্যান্ডস) ১৬০ বা ১৭০-এর মধ্যে বেঁধে রাখা। আমরা গোটা টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে খুব খারাপ প্রদর্শন করেছি। এর থেকে খারাপ কিছু হতে পারে না। এখান থেকে রাস্তাটা খুব কঠিন হবে। এই ব্যর্থতার দায় আমাদের নিতেই হবে।”

দলের ব্যর্থতার কোনো ব্যাখ্যা অবশ্য নেই তারকা অলরাউন্ডারের কাছে। শাকিব (Shakib Al Hasan) সাক্ষাৎকারে বলেন, “গোটা টুর্নামেন্ট জুড়েই আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। জানি না মনের ভেতর কি চলছে (সতীর্থদের)। এমনটা বাংলাদেশ দলে সচরাচর দেখা যায় না।” পদ্মাপাড়ে ইতিমধ্যেই টাইগার্সদের পারফর্ম্যান্স নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে। তবে ভারতে বসে সমর্থকদের পাশে থাকার আহ্বানই করতে শোনা গেলো শাকিব’কে। বাংলাদেশ অধিনায়ক সাক্ষাৎকারের শেষপর্বে এসে জানান, “আমাদের সমর্থকেরা যাবতীয় ওঠাপড়ায় আমাদের সঙ্গেই থাকেন।” বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে আসার আগে টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানিয়ে এসেছিলেন বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি। দলের যা পারফর্ম্যান্স, তাতে বিশ্বকাপ শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন তিনি? প্রশ্ন রয়েই যাচ্ছে।

Also Read: World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য শতক রচিন রবীন্দ্রের, বিশ্বকাপে শচীনকে ছুঁলেন তরুণ অলরাউন্ডার !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *