World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য শতক রচিন রবীন্দ্রের, বিশ্বকাপে শচীনকে ছুঁলেন তরুণ অলরাউন্ডার !! 1

World Cup 2023: জোরকদমে চলছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ভারতের মাটিতে খেতাব জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে দশ দল। প্রত্যেকেই প্রয়াস চালাচ্ছে নিজেদের সেরাটা মাঠে তুলে ধরার। প্রতি বিশ্বকাপই বেশ কয়েকজন তারকার জন্ম দিয়ে যায়, ২০২৩-এর টুর্নামেন্টও ব্যতিক্রম নয়। নেদারল্যান্ডসের বাস দে লীডে (Bas de Leede), পাকিস্তানের আবদুল্লাহ শফিক, আফগানিস্তানের নূর আহমেদের (Noor Ahmed) মত বেশ কয়েকজন তরুণ প্রতিভার সন্ধান পেয়েছে ক্রিকেটদুনিয়া, যারা আগামীতে বিশ্বসেরাদের তালিকায় জায়গা করে নিতে সক্ষম। তবে যে তরুণকে নিয়ে চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশী হইচই হচ্ছে তিনি নিঃসন্দেহে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachind Ravindra)। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে তাঁর পারফর্ম্যান্স নজর কেড়েছিলো। মূলপর্বের খেলাতেও রোজই নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন রচিন।

নামেই ক্রিকেটের স্পর্শ রয়েছে রচিনের। তিনি ভারতীয় বংশোদ্ভুত। তাঁর বাবা নিজের দুই প্রিয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং শচীন তেন্ডুলকরের নাম জুড়ে নামকরণ করেছিলেন পুত্রের। বছর ২৩-এর রচিন (Rachind Ravindra) এবার ভারতের মাটিতেই অনবদ্য খেলে হয়ে উঠেছেন ক্রিকেটজনতার চোখের মণি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেছিলেন তিনি। এরপর  দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেন ৫১। বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে বড় রান না পেলেও ফের ছন্দ খুঁজে পান ভারতের বিরুদ্ধে। অনবদ্য ৭৫ রানের ইনিংস খেলেন তরুণ ক্রিকেটার। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জারি রইলো রচিনের আগুনে ফর্ম। শতরান করলেন তিনি। নিউজিল্যান্ড ম্যাচ হারলেও কেরিয়ারের দ্বিতীয় ওডিআই শতরান করে রচিন রবীন্দ্র ছুঁয়ে ফেললেন শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)।

Read More: World Cup 2023: “সব খারাপ কেন ওদের সঙ্গেই হয়….”, ৫ রানে অজিদের কাছে হারতেই কিউয়িদের জন্য হাহুতাশ টুইটারে !!

অসামান্য ইনিংসে শচীনকে স্পর্শ রচিনের-

Rachin Ravindra | ICC World Cup 2023 | Image: Getty Images
Rachin Ravindra | ICC World Cup 2023 | Image: Getty Images

ধর্মশালায় অস্ট্রেলীয় বোলিং-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেলো রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra)। ড্যারিল মিচেলকে সাথে নিয়ে অসামান্য এক ইনিংস খেললেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৩* রানের ইনিংস দিয়ে বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচনা করেছিলেন। টুর্নামেন্টের মাঝপথে এসে তিনি যেন আরও পরিণত, আরও ধারালো। আজ মাত্র ৮৯ বলে ৯টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১১৬ রান করেন তিনি। আউট হন প্যাট কামিন্সের বলে। ৩৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সফল হয় নি নিউজিল্যান্ড, কিন্তু রচিনের (Rachin Ravindra) ইনিংস দীর্ঘ সময় আশা জীবিত রেখেছিলো কিউই শিবিরে।

আজকের শতক নিয়ে ওডিআই বিশ্বকাপে ২৩ বছর বয়সে দুইবার তিন অঙ্কের রান স্পর্শ করলেন তিনি, সাথে সাথে বসলেন শচীন তেন্ডুলকরের পাশে। একমাত্র ক্রিকেটার হিসেবে ২৩ বছর বয়সের মধ্যে ২টি বিশ্বকাপ (ICC World Cup) শতকের রেকর্ড এতদিনে ছিলো শচীনের একার। ১৯৯৬ সালে কেনিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান দুটি করেছিলেন শচীন (Sachin Tendulkar)। কটকের বারাবাটি স্টেডিয়াম এবং দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে (তৎকালীন ফিরোজ শাহ কোটলা) শতরান দুটি করেন শচীন। কাকতালীয় ভাবেই রচিনের (Rachin Ravindra) শতক দুটিও এসেছে ভারতের মাটিতে। কিউই ক্রিকেটার নজির গড়লেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথাক্রমে আহমেদাবাদ এবং ধর্মশালার মাঠে শতরান করে।

শচীনের রেকর্ড স্পর্শ করার আগেই অবশ্য অন্য একটি রেকর্ড বইতে নাম লিখিয়ে ফেলেছিলেন রচিন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম শতরানটির সাথে সাথে বিশ্বকাপের (ICC World Cup) ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেকেই শতরান সম্পূর্ণ করেছিলেন তিনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র ২২ বছর ১০৬ দিন বয়সে ২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরের মাঠে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন রচিন। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডেরই নাথান অ্যাশলে (Nathan Astle)। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

Also Read: World Cup 2023: “এটা অবশ্যই বেদনাদায়ক…” হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে দলের ভুলত্রুটি খুঁজলেন টম ল্যাথাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *